নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন স্যার

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫১


দেখ ভাই এইবার কে আসছে
হাতে কঞ্চির বেত আছে
পড়া হয়নি বলে
তাই হাতের তালুর মাংস নিবে খুলে
সে হল ভিটামিন সি স্যার
এই ভিটামিনের অভাব যার
তাকে প্রচুর ভিটামিন দেন স্যার
একদিন নিলে ভিটামিন
পড়া মুখস্থ হয়ে যায় এমনেই পরদিন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হু।। ভিটামিন

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিটামিন সি। ;)

২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

জোকস বলেছেন: কবতে ভালা অইছে।




শিক্ষকঃ এই আবুল বলতো জনক কত প্রকার?
ছাত্রঃ (ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর দিল) স্যার জনক হল ২ প্রকার। একটা হল 'জাতির জনক' আর আরেকটা হল 'আশঙ্কাজনক'।
শিক্ষকঃ উত্তর শুনে শিক্ষক রেগে গিয়ে বলল, তোর উত্তর হয় নাই। আরও এক প্রকার জনক আছে। আমি তোরে এখন বেত দিয়া পিডাইমু। আর সেইটা হবে তোর জন্য 'বিপদজনক'।
ছাত্রঃ স্যার আপনারটাও হয় নাই। আরও এক প্রকার জনক আছে। আমি এখন খিচ্চা দৌড় দিয়া পালামু। আর সেইটা হবে আমার জন্য 'সুবিধাজনক'।
তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে বলল, স্যার আরও এক প্রকার জনক আছে। আপনে যদি দৌড়াইয়া আবুইল্লারে না ধইরা আনতে পারেন, তবে সেইটা হবে আপনার জন্য 'লজ্জাজনক'।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার পোস্টের চেয়ে আপনার কমেন্ট বেশি ভালো হইছে। :)

৩| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৪| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর ছড়া।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাষ্টার সাব।

৫| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: বেত দিয়ে পড়া হয় নাকি! :(

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু এখনকারদিনের টিচারগুলা যা হইছেনা ।

৬| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আকিব হাসান জাভেদ বলেছেন: ভিটামিন স্যার
আসলে তেরে
আবুল গেলো পালিয়ে
আবুল এখন পালাতক
খুজেন স্যার দিয়ে খবর
পালিয়ে আর যাবে কোথায়
টেবিল কোণায় মাথা লুকায় ।
কানটি ধরে তুললো চেপে
ভিটামিন স্যার চালাক বটে।।


২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৭| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ ভিটামিন এর খবর দিলেন ভাই .... খুউব কার্যক্ষমতা এই ভিটামিনটির

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।

৮| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য। !:#P

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৯| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: এক সময় মনে হয় ভালোই ভিটামিন আপনার দেহে দাগ কেটেছে ;)

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উ আহ! উ আ! কত শব্দ যে শুনেছি এই ভিটামিনের জন্য।

১০| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল স্মৃতি চরণ।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি আপু আপনি ঠিক ধরেছেন।

১১| ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভিটামিন স্যার !!! :);):)

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিটামিন সি ;)

১২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



আমি নাকি টাক্কু, কাক্কু কাক্কু....

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অংশ বিশেষ ;)

১৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্কুল জীবন মনে পড়ে গেল।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাইদুল ভাই ওটা সারাজীবন মনে রাখার মত একটা জীবন ছিল।

১৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: :)

ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার বাসা কালাচাদপুর আপনার বাসাও নিশ্চয় আশেপাশে। ;)

১৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

কাইকর বলেছেন: হি হি হি

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি কাইকর ভাই মজা পাইতেন নিশ্চয় ভিটামিন নেয়ার সময়। ;)

১৬| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

ওবায়দুল হক বলেছেন: অসাধারণ

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বললেন ভাই ভিটামিন অসাধারন ;)

১৭| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

নীলপরি বলেছেন: দারুণ :)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন পরি আপু হাছা কইছেন না আমারে শান্তনা দিয়া গেলেন :)

১৮| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: সেই শৈশবে ফিরে গেলাম ।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার সৌভাগ্য আপনাদেরকে শৈশব ফিরিয়ে দিতে পেরেছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.