|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
1 .. চিয়াং রাই শহরে থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২জন কিশোর ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচকে উদ্ধার করেছিলেন বেশ কয়েকটি দেশের উদ্ধারকারিরা।তাদের স্বরণ রাখার জন্য এবং তাদের সন্মান জানালেন সেই চিয়াং রাইতে থাইল্যান্ডের বেশ কয়েকজন চিত্রশিল্পীর আঁকা শিল্পকর্ম প্রদর্শিনির মধ্য দিয়ে।  প্রথম যেদিন সাংবাদিকদের মুখোমুখি ওয়াইল্ড বোর ও তাদের সাইক্রিয়াটিস্ট
 প্রথম যেদিন সাংবাদিকদের মুখোমুখি ওয়াইল্ড বোর ও তাদের সাইক্রিয়াটিস্ট 
  জুলাই ২৭-২৮ তারিখে নাখন রাচাসিমা প্রদেশের বার্ষিক কুচকাওয়াজের জন্য নির্মিত ওয়াইল্ড বোর সদস্যদের মোমের মুর্তির  এই ছবি দুটির জন্য কৃতজ্ঞতা ব্লগার জুন আপুর কাছে।
 জুলাই ২৭-২৮ তারিখে নাখন রাচাসিমা প্রদেশের বার্ষিক কুচকাওয়াজের জন্য নির্মিত ওয়াইল্ড বোর সদস্যদের মোমের মুর্তির  এই ছবি দুটির জন্য কৃতজ্ঞতা ব্লগার জুন আপুর কাছে।
  
 
2… থাই শিল্পীদের আঁকা ছবি।GETTY IMAGES
শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে নায়কেরা। শিল্পীরা তাদের মনের মতো করে ফুটিয়ে তুলেছেন সেই গুহার উদ্ধারকারি মহা নায়কদের।
ওপরের ছবিতে গুহা থেকে উদ্ধার হওয়ার পর কিশোর ফুটবলার এবং তাদের কোচ যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে উদ্ধারকারি প্রত্যেকের ছবি। উদ্ধারকারিদের নায়ক হিসেবে সম্মান দেওয়া হয়েছে শিল্পকর্মটিতে। থাই নেভি সিল এর সাবেক কর্মকর্তা সামান গুনান উদ্ধার করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন।তার ছবিও জ্বল জ্বল করছে উদ্ধারকারি অন্যান্য নায়কদের মাঝে।এবং তিনি থাইবাসীদের
মাঝে চির স্বরণীয় হয়ে থাকবেন। 
 
3…থাই নেভি সিল কর্মকর্তা।ছবি GETTY / POOM PUI
থাইল্যান্ডের আর্টব্রিজে ছবিগুলো আঁকা হয়েছে।আর এই চিত্রকর্মের মাধ্যমে স্মরণ করা হয়েছে সফল উদ্ধার অভিযানকে।
সামান গুনানের সন্মান জানিয়ে এখানে একটি মূর্তিও তৈরি করা হয়েছে।ওপরের ছবিটা সেই ভাস্কর্যের বা মূর্তির।
  
 
৪…. ব্রিটিশ ডুবুরি রিক স্ট্যানন প্রথম সন্ধান পেয়েছিলেন আটকেপড়া সেই থাই ফুটবলার কিশোরদের।আর তাই তিনিও বাদ যাননি
তার ছবিও রয়েছে এই শিল্পকর্মের মাঝে। 
  
 
৫…. GETTY / GAVIN NEWMAN
তিনি সাংবাদিকদের বলেছিলেন গুহা এলাকাটি ছিল একেবারে ভিন্ন ধরনের। সেখান থেকে সফলভাবে উদ্ধার করা নিয়ে সন্দেহ এবং
বেশ চিন্তার বিষয় ছিল। যখন প্রথম খোজ পাওয়া যায় তখন রিক স্ট্যাননের সাথেই ছিলেন ব্রিটিশ আরেক ডুবুরি জন ভলানথেন।তাকেও
সন্মান করা হয়েছে।
 [  
 
৬…  আরেকজন ব্রিটিশ ডুবুরি।ছবি GETTY / AFP
উদ্ধারে অংশ নেয়া ব্রিটিশ ডুবুরি ভেন আনসওর্থ এর ছবিও সেখানে আঁকা হয়েছে।তিনি গুহায় ভিতরে উদ্ধার অভিযানের জটিল সময়ে সক্রিয়ভাবে জীবনবাজি রেখে কাজ করেছিলেন।এবং উদ্ধারকর্মে সফল হয়েছিলেন। 
 
৮…  ব্রিটিশ আরেকজন ডুবুরি রবার্ট চালর্স এর ছবিও রয়েছে এই শিল্পকর্মে।তিনি ১৯৬৮ সাল থেকে গুহা থেকে উদ্ধার অভিযানে কাজ করে আসছেন। 
 
৯.. চিয়াং রাই এর গভর্ণর নারংসাক ওসোতানাকর্ন তার ছবিও এখানে আঁকা হয়েছে।তিনি বিভিন্ন দেশের উদ্ধারকারিদের নিয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।  থাই শিল্পীরা খুব যত্ন সহকারে নিজেদের মন মতো করে সেই উদ্ধার অভিযানের অংশগ্রহন করা সকলের ছবি আঁকেন।    
সারা বিশ্ববাসীর পক্ষ থেকে সেই সকল উদ্ধার কর্মী মহানদের জন্য শুভকামনা এবং ছবি আঁকা শিল্পীদেরও শুভেচ্ছা জানাই।
তথ্যসূত্র ইন্টানেট...............
 ৩৩ টি
    	৩৩ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৯
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অভিনন্দণ জানাই সেই সকল সফল মানুষগুলোকে । সাথে আপনাকেও আন্তরিক ভালোবাসা ভৃণ্ড ভাইয়া
২|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৯
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৩৯
স্রাঞ্জি সে বলেছেন: অভিনন্দন থাই শিল্পীদের কে ও থাই বাসীদের কে।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪১
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই থাই শিল্পীদেরকে এবং থাই বাসীদের সকলকে।
৩|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪১
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: শিল্পকর্মের মাধ্যমে সম্মান জানানো হয়েছে উদ্ধারকারী টিমকে। শিল্পীরাও সাধুবাদ পাবার যোগ্য। এমন কিছু শিল্পকর্ম রয়েছে চায়নাতে। শোষিত-বঞ্চিতদের উপর শাসকগোষ্ঠির নিপীড়নের কাহিনীগুলো বিধৃত হয়েছে শিল্পকর্মে। 
আমাদের দেশে বর্তমানে উন্নয়ন তৎপরতায় উদ্বুদ্ধ শিল্পীরা আর্ট ক্যাম্প করেন। কিন্তু নিপীড়িতদের জন্য কেউ তা করছেন না। কোন শিল্পী এ ব্যাপারে উদ্যোগী হলে ইতিহাসটা সমৃদ্ধ হতো।
ধন্যবাদ "হাসু মামা"কে সুন্দর একটা বিষয় উপস্থাপনের জন্য।
শুভেচ্ছা।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫২
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ সেতু ভাইকে । আমাদের দেশে যতদিন রাজনীতি নিয়ে রেশাপেশি আর ধাওয়া পাল্টা ধাওয়া না শেষ হবে,
ততদিন এরকম উদ্ধেগ নিতে কেহ সাহস করবে না ভাই।
৪|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪৮
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: বিষয়টা ভাবতে খুব ভালোলাগে
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৮
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালোলাগা এবং থাইবাসী চিরকাল কৃতজ্ঞ থাকবে তাদের কাছে।
৫|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৬
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫৬
জুন বলেছেন: আপনার ছবির সাথে আরেকটু যোগ করলাম হাসু মামা 
  
  
প্রথম যেদিন সাংবাদিকদের মুখোমুখি ওয়াইল্ড বোর ও তাদের সাইক্রিয়াটিস্ট  
  
  
জুলাই ২৭-২৮ তারিখে নাখন রাচাসিমা প্রদেশের বার্ষিক কুচকাওয়াজের জন্য নির্মিত ওয়াইল্ড বোর সদস্যদের মোমের মুর্তির   
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:০৬
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু আমি পোস্টে যোগ করে দিয়েছি ।  
৬|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১০
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
থাইরা নিজেদের নাগরিকদের  ভালোবেসে ইতিহাস রচনা করলো।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৬
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব দেশেই কম বেশি এরকমই হয় শুধু আমরাই পারিনা ওস্তাদ। 
৭|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১১
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১১
ঢাবিয়ান বলেছেন: উদ্ধারকারীরা অবস্যই প্রসংসার যোগ্য।তবে সবচেয়ে বেশি চমকে গিয়েছি ফুটবল কোচের কাহিনী পড়ে। স্বল্প কিছু খাবার দাবার নিয়ে দলটি গুহায় ঢুকেছিল একজন ছাত্রের জন্মদিন সেলিব্রেট করার জন্য।গুহায়  অবরুদ্ধ অবস্থায়  খাবার ছিল অল্প, অক্সিজেনের পরিমান ছিল স্বল্প। সেই অবস্থায় ১৪ জন ছাত্রকে এতদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল কেবল কোচের কল্যানে। অনেক উচ্চমাত্রার মেডিটেশনের মাধ্যমে এই কোচ ছাত্রদের সম্মোহনের এমন মাত্রায় পৌছিয়ে নিয়েছিল যে  যে তাদের শরীরের খাবার ও অক্সিজেনের চাহিদাও নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তিনি।
Thai football coach and all the rescuer are the real heroes. Hats off to them।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:২১
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন একটা বিষয় সবই ওপরআলার ইচ্ছে ভাই।
৮|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৫
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৫
জুন বলেছেন: হাসু মামা উপরের ছবিটা বদলে এটা দেন ।  ওখানে ছবির নীচে হাবিজাবি দেখা যাচ্ছে  
 
 
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৭
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু এখনি দিয়ে দিচ্ছি।
৯|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১০:৪৪
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১০:৪৪
কাওসার চৌধুরী বলেছেন: সুন্দর পোস্ট, ভাল লাগলো; এই চিত্র প্রদর্শনীর খবর শুনে। ছেলেরা নিরাপদে বাড়ি ফিরেছে এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:৪৫
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থাইবাসী আর ছেলেগুলোর জন্য মঙ্গল কামনা থাকল।আর উদ্ধার কাজে অংশ গ্রহন করা উদ্ধারকর্মীদের জন্য দোয়া থাকল তারা যেন এভাবেই প্রতিটা কাজে সাফল্য লাভ করে।আপনাকেও অনেক ধন্যবাদ কাওসার ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
১০|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১০:৫৩
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  ,
:হাসু মামা  , 
যেমন ছিলো রূদ্ধশ্বাস উদ্ধারপর্ব তেমনি ভালোবাসায় সিক্ত হয়েছে শিল্পকর্মগুলো । 
থাইবাসীদের প্রশংসা করতেই হয় । 
৩নং মন্তব্যে জহিরুল ইসলাম সেতুর সাথে একমত হয়েও একটা দীর্ঘশ্বাস ফেলতে হয় একারনে যে , এমন আশা;  দুরাশা ছাড়া আর কিছুই নয় আমাদের দেশে ।
  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:৫৯
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে আহমেদ জী এস  ভাই। হ্যা এটা সত্য এবং সহমত যে আমাদের দেশে এমন অবস্থা হলে একটি
বড় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার করার নাই আমাদের দেশের সিবিল টিমদের ।  
  
অথচ বিদেশে কত বড় বড় দূর্ঘটনার মোকাবেলা এবং তারা সাফল্যও অর্জন করে।
১১|  ২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৪
২৩ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: বিশ্ব কাপানো এক অভিযান।
  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:০১
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু তাইনা বিশ্ব ইতিহাস হয়ে থাকবে ভাই।
১২|  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৭
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৭
রাকু হাসান বলেছেন: বাহ ! ভাল লাগলো ,এমন টা করে ভাল করেছে । শেয়ার করার জন্য ধন্যবাদ নিও মামা  
  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১০:০৯
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে নিলাম । 
১৩|  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:৫৮
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার উদ্যোগ। সুন্দর কালেকশান...
  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১০:০৭
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১০:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। তাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই।
১৪|  ২৪ শে জুলাই, ২০১৮  রাত ১:১৩
২৪ শে জুলাই, ২০১৮  রাত ১:১৩
সূচরিতা সেন বলেছেন: খুব ভালো একটা উদ্ধেক নিয়েছেন থাইলোকেরা ।
১৫|  ২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:০০
২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুধু তাইনা বিশ্ব ইতিহাস হয়ে থাকবে ভাই। 
লেখক বলেছেন: শুধু তাইনা বিশ্ব ইতিহাস হয়ে থাকবে ভাই। 
 
১৬|  ২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১০:৫৪
পদ্মপুকুর বলেছেন: অসাধারণ। এই ঘটনা থেকে পরিকল্পনা, মিতবাক, পরপস্পরের প্রতি সহমর্মিতা, ঔদার্য, আন্তরিকতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধা ইতাদি বিষয়ে আমাদের মত দেশের অনেক কিছুই শেখার ছিলো। কিন্তু মনে হয় না আমরা এমন কিছু শিখেছি। বরং হতে পারে যে আমরা শিখেছি এরকম ঘটনা ঘটলে তার থেকে কিভাবে আর্থিক ও রাজনৈতিক ফায়দা তুলতে হবে।া
১৭|  ২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২০
২৪ শে জুলাই, ২০১৮  সকাল ১১:২০
কলকন্ঠ বলেছেন: থাইরা অনেক ভালো ।
১৮|  ২৪ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৪২
২৪ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৪২
বিজন রয় বলেছেন: স্যালুট, স্যালুট আর স্যালুট!!
১৯|  ২৪ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:২২
২৪ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: থাইদেশের মানুষদের জন্য শুভকামনা।
২০|  ২৪ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৭
২৪ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৫৭
জয়নুলের কাক বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৬
২৩ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
অভিনন্দন থাইবাসীদের
তাদের ভালবাসা সত্যি্ স্মরনযোগ্য।
+++