|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ভাগ্যের পরিণিতি খুব খারাপের দিকে এগিয়ে যাচ্ছে । ধীরে ধীরে মাথার উপরে থাকা দুঃখ সুখে উপদেশ পনয়ন এবং শান্তনা দেয়ার
মানুষগুলো কেন পালিয়ে যেতে পারলেই তারা বেঁচে যাচ্ছে ।গত ছঁয় মাসের ভিতর প্রথমে বড় মামী তার কয়েকদিন পর দুবছর ঘরে
ক্যান্সার আক্রান্ত মৃত্যূর সাথে লড়াই করে বেঁচে থাকা বড় মামা মারা গেলেন তিনি আমার নানাদের বংশের বড় ছেলে ছিলেন।তার
ঠিক এক সপ্তাহ বা দশদিন পর আমার নানাদের বংশের বড় মেয়ে হিসেবে মামার পিঠের বোন আমার বড় খালাজান মারা গেলেন।
এই লোকগুলোর মরণের ছঁয় মাস পার হতে না হতেই গত ২১-৭-১৮ রোজ শনিবার সকাল ৯টার দিকে আমার শশুর মারা গেলেন
তার ৪দিনের মাথায় আমার নানির এক খালাতো বোন সম্পর্কে আমারো নানী তিনি মারা গেলেন তারা ঠিক একদিন পর ২৬-৭-১৮
তারিখ রোজ বৃহঃপতিবার আমার ছোট খালু মারা গেলেন তার একদিন পর গেল কালকে রোজ শনিবার সকাল ৬টারদিকে আমার
এক মামীর বোনের দেবর মারা গেল। ২১ থেকে ২৮ তারিখ পযন্ত গত এক সপ্তাহে সব মিলিয়ে চারজন ঘনিষ্ঠ আত্মীয় মারা গেল।
বেশ বড় ধরনের শোকের বছর চলছে মনে হয় আমার জীবনে। তবে এর চেয়েও আরো বড় শোক আমাকে যেকোনো মুহুর্তে
হয়ত পাড়ি দিতে হবে,কেননা এখনো বাবা আর মা বেঁচে আছেন। আর চাচা জেঠাদের পাঁচ ভাইদের ভিতর বছর ১৫ আগে
 বড় জেঠা পৃথিবী ছেড়েছেন এর বছর কয়েক পর তার পিঠের ছোট ভাই মারা যান এর বছর কয়েক পর তার পিঠের মানে
আমার মেজও জেঠা মারা গেলেন এখন বাকি আমার বাবা আর ছোট চাচা । এদের দুজনের শরীরের অবস্থাও বেশি ভালো না।
জানিনা ভাগ্যে কি আছে ?
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:১৩
৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন ভাই।
২|  ৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:৩৩
৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:৩৩
রাকু হাসান বলেছেন: মামা তোমাকে আজ নেটে দেখে ভাবছিলাম কিছু একটা লিখবে ,পেয়েও গেলাম কিন্তু এমন সংবাদ পাব কল্পনাও করিনি ।   ...খবর শুনেই খারাপ লাগছে আমার খুব । অল্প কয়েক টা দিনে এতগুলো মানুষ চলে যাওয়া আজ পর্যন্ত শুনি নি । এটা তো মহা শোকের বছর বলা যায় । এর দখল টাও কম না । স্রষ্টা কাকে ডাক দেয় কে জানে ! সান্তনা দেওয়ার মত জ্ঞান বা দুঃসাহস আমার নেই তোমার প্রতি ,আমি যা করতে পারি ,তোমার জন্য ,প্রিয়জনদের জন্য প্রাণভরে দোয়া ,অবশ্য আমি এটা ছাড়া কিছু পারি ও না । তো সেটাই রইলো ,মামা তোমাদের প্রতি । একজন সুস্থ সবল ,সুখি মামা আগের মতই বিচরণ করুক আমাদের মাঝে ।
 ...খবর শুনেই খারাপ লাগছে আমার খুব । অল্প কয়েক টা দিনে এতগুলো মানুষ চলে যাওয়া আজ পর্যন্ত শুনি নি । এটা তো মহা শোকের বছর বলা যায় । এর দখল টাও কম না । স্রষ্টা কাকে ডাক দেয় কে জানে ! সান্তনা দেওয়ার মত জ্ঞান বা দুঃসাহস আমার নেই তোমার প্রতি ,আমি যা করতে পারি ,তোমার জন্য ,প্রিয়জনদের জন্য প্রাণভরে দোয়া ,অবশ্য আমি এটা ছাড়া কিছু পারি ও না । তো সেটাই রইলো ,মামা তোমাদের প্রতি । একজন সুস্থ সবল ,সুখি মামা আগের মতই বিচরণ করুক আমাদের মাঝে ।
  ৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:৪২
৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআই যে আজ বড় পাওয়া ভাগ্নিনা রাকু আর আমারো সেটাই তোমাদের কাছে চাওয়াএবং পাওয়া ভাগ্নে।
৩|  ৩০ শে জুলাই, ২০১৮  রাত ২:৩৪
৩০ শে জুলাই, ২০১৮  রাত ২:৩৪
ওমেরা বলেছেন: মৃত্যু কার কখন হবে বলা যায় না ।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৫
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যেমন আমার খালুর মৃত্যুটি ছিল খুব আকর্ষিত । খালু কৃষি কাজ করতেন ।সুস্থ মানুষ সকালে মাঠে কাজে গেছেন সেই মাঠেই মরে
ছিলেন তার মৃত্যুর একদিন পর তাকে মাঠের এক কোনে পাওয়া যায়।
৪|  ৩০ শে জুলাই, ২০১৮  রাত ৩:২৮
৩০ শে জুলাই, ২০১৮  রাত ৩:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠিন সময়। আসলে জীবনের একটা পর্যায়ে আসার পর শুরু হয় মৃত্যুর মিছিল। আমার গত ২ মাসের মধ্যে আপন বড় মামী ও ছোট চাচা মারা গিয়েছেন...
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৮
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের প্রিয়জনদের হারানোর ব্যথা ভুলে থাকার তৌফিক এনায়েত করুন।
৫|  ৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:১০
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:১০
করুণাধারা বলেছেন: দোয়া করি, আল্লাহ আপনার প্রিয়জনদের হায়াত দারাজ করুন।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১০
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা আপু দোআ করবেন।
৬|  ৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৩৯
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: আল্লাহু যেন আপনাকে শোক সহ করার মত শক্তি দেন সেই প্রাথনা করি।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১০
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন ভাই।
৭|  ৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৫
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৫
ক্স বলেছেন: মুরব্বীদেরকে মারা যেতে দেখলে বেশ ভয় লাগে। কেননা এর পরেই তো আমাদের সময় এসে যাবে।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনকারদিনে মানুষ সর্বচো ৬০বছর বাঁচে।
৮|  ৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৯
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ভাগ্যে কিছু থাকে না। ভাগ্যটাকে নিজের মনের মতো করে গড়ে নিতে হয়।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পারলে আপনি ২০০বছর বেঁচে থাকার ভাগ্য গড়ে তুলে দেখান।
৯|  ৩০ শে জুলাই, ২০১৮  সকাল ১০:০৭
৩০ শে জুলাই, ২০১৮  সকাল ১০:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: জন্ম মৃত্যু সবকিছুই আল্লাহ্র হাতে। এটাই নিয়ম । কিন্তু আপনার জীবনে একসাথে এতগুলো প্রিয় মানুষকে হারানো টা আসলেই অনেক কষ্টের। দোয়া করি আল্লাহ্ আপনাকে আপনার প্রিয়জন হারানোর শোক সহ্য করার মানসিক ক্ষমতা দিক।
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৮
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন।
১০|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: এত অল্প সময়ের ব্যবধানে এতজন নিকটাত্মীয়ের চলে যাওয়া সত্যিই খুব বেদনাদায়ক। আল্লাহ সুবহানু ওয়া তা'লা আপনাকে এবং শোক সন্তপ্ত পরিবারের অন্যান্য সদস্যদেরকে ধৈর্য ধরার তওফিক দিন!
  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন ভাই।
১১|  ৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৫৩
৩০ শে জুলাই, ২০১৮  দুপুর ২:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার সাথে সাথে আমরাও গভীর শোক প্রকাশ করছি।
  ৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:২৫
৩১ শে জুলাই, ২০১৮  ভোর ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার জন্য দোআ করবেন ভাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:০৭
৩০ শে জুলাই, ২০১৮  রাত ১:০৭
কাওসার চৌধুরী বলেছেন:

স্যরি, আপনাকে নেটে না দেখে; ভাল মন্দ খবর নিতেই কমেন্ট করেছিলাম। কিন্তু এমন শোকের খবর শুনবো ভাবিনি; মন খারাপ করবেন না, ধৈর্য্য ধরেন। আশীর্বাদ করি যাতে অল্প দিনে শোক কাটিয়ে ফিরে আসেন