নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ‍শিক্ষার্থীদের নয়টি দাবিই মেনে নিয়েছেন

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ‍শিক্ষার্থীদের নয়টি দাবিই মেনে নিয়েছেন বলে জানিয়েছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান।
আন্দোলনরত ‍শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১। বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।
২।নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৩। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।
৪. বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬। প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।
৭। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।
.৮।শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।
৯। শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

মন্তব্য ৫৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ঢাবিয়ান বলেছেন: আপনি বিশ্বাস করেন এই কথাগুলো?

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না কইরা যাবেন কই ? ;)

২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

যবড়জং বলেছেন: আগেও অনেক দাবি উনি মেনে নিয়েছিলেন , মনে পড়ে কি !!!

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু কিন্তু কোনোতাই কি আজো............. ? :P

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: দুইদিন পর বলবেন ,ওহুলো মদের ঘোরে বলেছিলেন মেনে নিয়েছেন

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হইতে পারে :P ;)

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১ ও ৮ নাম্বার আলোচনার দাবী রাখে, বাঁকিগুলোতে সহমত।:)

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানে লাকী সেভেন ;)

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

গরল বলেছেন: বিষাক্ত মহিলার মুখ দিয়ে যা বের হয় তা শুধুই বিষবাস্প আর মিথ্যা প্রলাপ।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক একটু ধৈর্য ধরুন। ;)

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন; তিনি দিয়া খানম ও রাজীবকে আর ফিরায়ে আনতে পারবেন না; তবে, তিনি পরিবহনকে সুগঠিত করে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করতে পারবেন, পরিবহণে শৃংখলা ফিরায়ে আনতে পারবেন।

শাহজাহান খানকে বাদ দেয়া খুবই জরুরী, সে ভয়ংকর মাফিয়া চক্র গড়ে তুলেছে পরিবহণে; তাকে দেশ থেকে বের করে দেয়ার দরকার।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ওস্তাদ ।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মায়াবী ঘাতক বলেছেন: এর আগেও উনি এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনে পড়ে কি??

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু মনে পড়ে ভাই । কিন্ত তবু আমরা যে হালের বলদ < ;)

৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ঢাবিয়ান বলেছেন: দিয়া খানমের বাবা একজন সামান্য বাসচালক। তার হাতে গুজে দেয়া হয়েছে কিছু ভিক্ষা। আর তার বদলে তাকে দিয়ে বলানো হচ্ছে এইসব মিথ্যা।

এই কথা বোঝার জন্য কি আমেরিকার নাসার সাইন্টিস্ট হওয়া লাগবে?

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আস্তে কন শুনে ফেলবে ভাই । কেউ শোনলে বিপদ হবে ;)

৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নাহিদ০৯ বলেছেন: আমার মনে হয় বেপরোয়া গাড়ি চালিয়ে দোষীদের শাস্তি দেয়া যায়। এতে বিষ দিয়ে বিষ তোলা। মন্ত্রী পদত্যাগ না করলেও বে পরোয়া গাড়ি’র ভয়ে তিনিও হয়তো একটু ক্ষান্ত দিবেন।

পরিবহন খাতে শুধুমাত্র অযোগ্যতাই নয়। উনি বড় একটা চক্র গড়ে তুলে সিনেমাটিক মাফিয়া ক্রিয়েট করেছেন এই চেয়ারে বসে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

১০| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান
আপনি বলেছেন, " দিয়া খানমের বাবা একজন সামান্য বাসচালক। তার হাতে গুজে দেয়া হয়েছে কিছু ভিক্ষা। আর তার বদলে তাকে দিয়ে বলানো হচ্ছে এইসব মিথ্যা।

এই কথা বোঝার জন্য কি আমেরিকার নাসার সাইন্টিস্ট হওয়া লাগবে? "

-শেখ হাসিনা যদি দিয়া খানমের বাবাকে কমপক্ষ ৫/১০ কোটী টাকা দেন, সেটা সঠিক হবে; এটা ভিক্ষা নয়, এটা ক্ষতিপরণ; আপনার মন-মানসিকতা সঠি নয়।

আপনি আসলে, আমেরিকার নাসার সাইন্টিস্ট থেকে অনেক বড়

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনি কথা দিয়ে কথা রাখেন না।

১১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: তিনি এর আগে বিডিআর বিদ্রোহীদের সাধারন ক্ষমা এবং কোটা আন্দোলনকারীদের কোটা বাতিলের কথা বলেছিলেন।

"-শেখ হাসিনা যদি দিয়া খানমের বাবাকে কমপক্ষ ৫/১০ কোটী টাকা দেন, সেটা সঠিক হবে; এটা ভিক্ষা নয়, এটা ক্ষতিপরণ; আপনার মন-মানসিকতা সঠি নয়। "

@চাদগাজী, আবুবকর ২০১০ সালে ছাত্রলীগের সীট দখলের মারামারির কারনে নিহত হবার পরে শেখ হাসিনা দয়া পরবশ হয়ে আবুবকরের ভাইকে একটি চাকুরী দিয়েছিলেন। শেখ হাসিনা বড়ই দয়াবান।

কিন্তু বিচার পাওয়ার কোন আশা নেই। বিচার শুধু ভিআইপিদের জন্য। অন্য কারো নয়।


০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সমস্যা একটাই আমাগো দেশে কোনো মানুষই কথা দিয়ে কথা রাখেন না। ;)

১২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত

১৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনার কথার ঠিক নাই। তবুও বলে থাকলে ছাত্রছাত্রীদের ঘরে ফেরা উচিত।
বাস্তবায়ন না হলে আবারো রাস্তায় নামার সাহস, সুযোগ ও সাধারণের পুরো সমর্থন থাকবে।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই মনে করি।

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



@উম্মু আবদুল্লাহ ,

বাংলাদেশে সমাজের উপরের অংশের লোকেরা পয়সা দিয়ে, বা ক্ষমতার জোরে বিচারকদের থামিয়ে দেয়; বিচার হয় শুধু দরিদ্রদের; সেটা সব আমলেই ছিলো; এটা একা সরকারের নয়, জাতীয় চরিত্র।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে এখন আর সত্যিকের কোনো বিচার নাই জালয়াতদের বিচার হয়না ।

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: সন্ধ্যার একটু আগে নাকি মিরপুরে ছাত্রদের উপর আক্রমন করা হয়েছে। পুলিশের সাথে আর কারা কারা যেন ছিল?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও শুনেছিলাম গুরু ভাই । কিছুনা কিছু ঘটে তবেই তাহা রটে।

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: সন্ধ্যার একটু আগে নাকি মিরপুরে ছাত্রদের উপর আক্রমন করা হয়েছে। পুলিশের সাথে আর কারা কারা যেন ছিল?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও শুনেছিলাম গুরু ভাই । কিছুনা কিছু ঘটে তবেই তাহা রটে।

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

সাইন বোর্ড বলেছেন: এগুলো কত নম্বর ভাওতাবাজি ?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব চেরাগআলী। ;)

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: হাসু ভাই এই সকল ছোট পুলাপাইন বোঝানো কথা বাদ দেন।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

১৯| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী এখন দাবিগুলো মেনে নিচ্ছেন | কিন্তু পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি এগুলো মানবে ? ;)

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কখনই না । ;)

২০| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: আগে বাস্তবায়ন হোক।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাহয়ে যাবে সেটাই সত্য। ;)

২১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪

গিরি গোহা বলেছেন: রাজীব নুর বলেছেন: সন্ধ্যার একটু আগে নাকি মিরপুরে ছাত্রদের উপর আক্রমন করা হয়েছে। পুলিশের সাথে আর কারা কারা যেন ছিল?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও শুনেছিলাম গুরু ভাই । কিছুনা কিছু ঘটে তবেই তাহা রটে।

২২| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

শাহিন-৯৯ বলেছেন:



এই দাবি মানা যেন, কোটা সংস্কারকারের মত না হয়।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ে যাবে ;)

২৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আশ্বাস আর প্রতিশ্রুতির মাইনকা চিপায় পড়ে আমরা কোনমতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে দেশ অসহায় গরিবদে জন্য হয়ে যাচ্ছে দিনে দিনে শেষ।

২৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

প্রশ্নবোধক (?) বলেছেন: প্রধানমন্ত্রী কোটা আন্দোলন কারীদের দাবীও মেনে নিয়েছিলেন। তারপর ইতিহাস..................।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের এখন সবই ইতিহাস।

২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশের সকল জমি আমার। শুধু মুখে বললে হবে???

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত। তাই মাঝে মাঝে মন কয় ইন্দিয়া চলে যাই। ;)

২৬| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২

মাহমুদুর রহমান বলেছেন: প্রজ্ঞাপন জারি হোক তাহলে :P

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

২৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

মলাসইলমুইনা বলেছেন: এখনই না, পড়ে যদি ইন্নালিল্লাহ পড়তে না হয় তবে বলবো আলহামদুলিল্লাহ I

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.