|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
পোস্টের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে তার এবং তার পরিবারের  যে সতেরো জন সদস্যকে ৭৫এর ১৫ই আগস্ট হত্যা করা হয়েছিল তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।আসলে অনেকে মনে করেন ১৯৭৫ সালের সেই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ব্যক্তিগত শত্রুরা তাকে সপরিবারে হত্যা করেছিল। আসলে সেদিন শুধু ঘাতকরা একজন বঙ্গবন্ধুকেই হত্যা করেনি বরং মূল  তাদের লক্ষ্য ছিল একটি রাষ্ট্র অর্থাত ততকালীন বাংলাদেশকে হত্যা করা। তারা সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছিল। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ছিল বাঙালির মুক্তির সনদ ছয় দফাভিত্তিক।আর সেই ছয় দফার মধ্যেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতা।আজ শোকাবহ সেই ভয়াবহ ১৫ই আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী।আর তাই আজ বাঙালি জাতির শোকের দিন বাঙালি জাতির কাঁদার দিন। আজ সারাদেশে দিনটি যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যে পালিত হবে জাতীয় শোক দিবস হিসেবে।তাই বলছি কাঁদো বাঙ্গালী কাঁদো আজ যে তোমাদের কাঁদার দিন
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১০
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কথার সাথে ভিন্ন মত হওয়ার কোনো রাস্তা নাই মানে আমিও একমত।
২|  ১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০৫
১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:০৫
রাকু হাসান বলেছেন: সত্যিই ,যে দিন থেকে এমন একটি নেতা হত্যা করা হলো ,সে দিন থেকেই কান্নার শুরু । আজ ও শেষ হয় নি ।
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে,সত্য কথা বলতে ভাগ্নে আজও শেষ হয়নি আর কোনো দিন হবে বলেও আমার মনে হয় না।
৩|  ১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:৩৩
১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৪:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 
শেখ সাহেবের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হোক।
        
এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলারমানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।  
জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাব না। তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন?
  
... আমাদের নেতারা শেখ সাহেবের এ কথাগুলো আদৌ কি বুঝে???
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৩
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ মন্ডল ভাই।
৪|  ১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৩২
১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:৩২
চাঁদগাজী বলেছেন: 
আজকে ড: এমাজুদ্দিন সাহেবের কেক খাওয়া হলো না।
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনলাম হবে বলে । 
৫|  ১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৬:৪৩
১৫ ই আগস্ট, ২০১৮  ভোর ৬:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: 
জাতির জনক বঙ্গবন্ধুকে জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা । উনি শুধু বাঙালী জাতির নেতা নন, ছিলেন মানবজাতির নেতা।  মানবতার জয় হোক।  
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৫
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা ।মানবতার জয় হোক।
৬|  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০৩
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধুকে জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধা ।
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৬
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৭|  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১৭
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের আত্মা।
  ১৬ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৮
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কাছে এমন মন্তব্যই আশা করছিলাম। ধন্যবাদ গুরু ভাই।
  ধন্যবাদ গুরু ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৫
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৫
অক্পটে বলেছেন: "আজ সারাদেশে দিনটি যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যে পালিত হবে জাতীয় শোক দিবস হিসেবে।" কথাটি পুরো মিথ্যে বলবনা তবে আংশিক সত্য হয়তো। কারণ এই শোক দিবসের মঞ্চেই দেখেছি উত্তাল নৃত্য করতে। যারা নৃত্য করে এরা বিরোধী দলের কেউনা। ক্ষমতার দম্ভে এমন করে তারা। বাঙ্গালী কাঁদবে কখন? আজকে সারা দিনই চাঁদাবাজি চলছে। শোক দিবসের চাঁদাবাজী!
আমাদের জাতি বড় অদ্ভুত জাতি। আজ যা জাতিয় শোক দিবস কাল তা রবেনা। আজ শক্তি দিয়ে জাতিয় শোক দিবস পালনে বাধ্য করা হবে। ক্ষমতায় আরেক শক্তি এসে এটাকে বদলে তাদেরটা পালন করবে। এভাবেই জাতির কর্ণধারেরা অশ্রদ্ধা পায় আমাদের কাছ থেকে। আমরা তাদের প্রাপ্যটুকু দিতে ব্যর্থ হই।