নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সমাজ কাকে বলে ? আসুন আমরা সমাজ নিয়ে একটু ভাবি !

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬


সমাজ মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম-কানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী করে পরিবেশ গড়ে তোলা হয় তাকে সমাজ বলে। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম-কানুন তৈরি করেন এরকম একত্র বসবাসের অবস্থাকেও সমাজ বলে। সমাজের মধ্যে যেমন সদস্যদের মধ্যে থাকে পরস্পর সৌহার্দ্য, সহযোগিতা, মমত্ব ; তেমনি তৈরি হতে পারে ঘৃণা, লোভ,ক্ষোব। তাই সমাজের মধ্যে শৃংখলা ধরে রাখার স্বার্থে বেশিরভাগ ক্ষেত্রেই অলিখিতভাবে তৈরি হয় কিছু নিয়মকানুন, অধিকাংশ ক্ষেত্রেই যার লঙ্ঘন চরম অসম্মানজনক, এবং সমাজের দৃষ্টিতে শাস্তিযোগ্য। তবে নিঃসন্দেহে সুন্দর এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যবদ্ধটা অবশ্যক বা একান্ত দরকার।

দেখুন কাল আমাদের দেশে এবং আমাদের আশেপাশে অনেক দেশেই পালিত হয়েছে কুরবানি ঈদ যাকে আমরা ঈদুল আযাহ বলে
থাকি। আর কাল থেকে শুরু হওয়া ঈদুল আযাহ চলবে তিনদিন । মানে ৩দিন গরু জবাই চলবে । আমার কথা হল যেমন আমাদের
মহল্লায় প্রায় ৬০০ এর উপরে গরু,ছাগল ও মহিষ জবাই হয়েছে।একটা এলাকায় যদি ৬০০ গরু ছাগল মহিষ জবাই হয় তার মধ্যে
ধরা যাক গরু ৪০০ আর ছাগল কম হলেও ২০০আর মহিষ আমাদের এলাকায় জবাই হতে দেখি নাই। যাদের কুরবানি দেয়ার মত
সমর্থক হয়নি এরকম লোক গনণা করলে একটা এলাকায় ৫০০০ পরিবার হবে তার মধ্যৈ কম হলেও ২৫০০ পরিবার ঈদ পালনের
করার জন্য গ্রামের বাড়ি চলে গেছেন।আর আছেন ২৫০০ পরিবার ।কথা হলো গরু ছাগলও কিন্তু প্রায় ৬০০ জবাই করা হয়েছে ।
এখন কথা হল প্রতিটা গরু থেকে যদি আমরা ২ মন করেও গোসত পাই তাহলে দেখা যাবে ৪০০ গরুতে ৮০০মন গোশত ।আর এই
৮০০মন গোশতকে ২৫০০ দিয়ে ভাগ দিলে ৩.১২৫ অর্থাৎ প্রায় তিন কেজি এক ছটাক করে গোশত ১টি পরিবারের ভাগে পড়ে।এর
পর ২০০ টা ছাগলের হিসাব বাকি থাকল ।এবং ২ মনের বেশিই হবে কম হবে না সুতরাং বেশি হওয়া গোশতের হিসাবও টাণলাম না।
আসলে আমরা ঠিকমত কি আমাদের সমাজের মানুষ বা আমাদের সমাজে থাকা পরিবারগুলোর দিকে নজর দেই ।যদি সত্যিই
ভালোভাবে ঠিকাঠাক ভাবে নজর দিতাম তাহলে দুই ঈদে যাদের যাকাত ও ফেতরা এবং কুরবানি দেয়ার মত তৌফিক আল্লাহ দিছেন,
তারা যদি সঠিক মত সেগুলো সমাজের গরীব অসহায় মানুষের মাঝে দান করতাম তাহলে আমার মনে হয় একটা সমাজে থাকা গরিব
অসহায়দের পুরো বছর না হলেও কম পক্ষে ৮ মাসের কষ্ট দরিদ্রটা কমে যেত।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের কাছে ভালো লাগলেই লেখার স্বার্থক।

২| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

স্রাঞ্জি সে বলেছেন: ভালো পর্যবেক্ষণ করেছেন।

কিন্তু দেশে এমন কিছু সমাজ আছে। যেখানে কুরবানককারী থেকে বেশি মাংস পায় যারা কোরবান করেনি।

যেটা আমার পরিবারের অভিজ্ঞা থেকে বলছি।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে তাকেও তার থেকে নিম্নমানের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: বিষয়টা অনেক গুরুত্বপূর্ন

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বলেছেন। শুধু কোরবানি করা বা যাকাত দিলেই হবে না, যথাযথভাবে কোরবানির মাংস, যাকাত বণ্টনের ব্যাপারেও মনোযোগী হতে হবে। তবে শান্তি আসবে, কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

৫| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সঠিক!
আমি এমন একটা ভাবনা থেকে কিছুদিন আগে লিখেছিলাম, আপনার হিসেব সঠিক বলেই মনে হলো

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দুজনের ভাবনা মিলে গেছে।ধন্যবাদ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: আপনি কোন দেশে বাস করেন?

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিডিতে =p~

৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: সবাইরে সমাজ সেবা করার তৈফিক দেন যেন আল্লাহু।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাই।

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
বেশির ভাগ মানুষ নিজের পরিবারের বাইরে চিন্তা করতে পারে না।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের লোক দেখানো কুরবানি কবুল হবে কিনা আ্ল্লাহুই জানেন আমি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.