নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

১০ টাকা কেজি চাউলটা বাজারে কতদিন থাকবে ?

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫


মননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই অনেক দেরি প্রায় দীর্ঘ দশ বছর পর হলেও তার কথা তিনি রাখতে চলেছেন।
আগামী মাস থেকে বাংলাদেশের হত দরিদ্রদের জন্য মাত্র ১০টাকায় কেজি চাউল বাজারে আসছে। আগামী মাস
থেকে হতদরিদ্ররা পাচ্ছেন ১০ টাকা কেজির চাল ।আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন এই ১০ টাকা কেজি দরে
চাউল প্রতিটা হতদরিদ্র পরিবার পাবেন,৩০ কেজি করে ।খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আরো নীতিমালা অনুযায়ী
বছরের মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস নাকি ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে এই ১০ টাকা
কেজি দরে চাল দেওয়া হয়।

কিন্তু আমার কাছে মনে হয় এই প্রথম দেখছি ১০ টাকা কেজি চাউল। আরেকটা কথা এই ১০ টাকা কেজি চাউলটা
বাজারে কতদিন থাকবে ?

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঝিনাইদহে পুকুরে চাল পাওয়া যাচ্ছে!!
খোঁজ নিতে পারেন, মুফতে মিলতে পারে

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন ভাই :||

২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এগুলো কি মিয়ানমার থেকে আনা চাল?

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা জানা যায়নি,

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের আগে ভালো বুদ্ধি...

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ ভালো খবর।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো বটেই। :)

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: ভোট বাড়াণোড় ধান্দা :D

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সঠিক কিছু বলতে পারিনা।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

শামচুল হক বলেছেন: চালের দামও দশ টাকা এক কাপ চায়ের দামও দশ টাকা এখন কোনটা যে খাই -- - -

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @চাউল প্রতিটা হতদরিদ্র পরিবার পাবেন, ৩০ কেজি করে (১০টাকা কেজি দরে...)
.. এটাতে কিছু গলদ আছে। আমাদের গ্রামে একটু গোয়েন্দগিরি করলামঃ মেম্বারের আত্মীয়দের চালের কার্ড করা হয়েছে, কিছু কিছু বয়স্কভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা/কৃষি ভর্তুকী পাচ্ছে ধনীরা/শুধু মেম্বারের দলের লোক বা তার শুভাকাঙ্খীরা। প্রান্তিক পর্যায়ে এমন অনিয়ম করলে তো সমস্যা!!!!:(


০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি ভাই।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'হতদরিদ্র' নির্ণয়ের মাপকাঠি কী? ৭ নম্বর কমেন্টের মতো কিছু হলে হতদরিদ্ররা বঞ্চিত হবে। ৪ জনের পরিবারে ৩০ কেজি চাউলে ১২-১৫ দিনের মতো চলবে। এটা বাড়িয়ে ৬০ কেজি করা হলে তারা উপকৃত হবে যেমন, তেমনি বাজারেও চালের মূল্য হ্রাস পাবে।

যাই হোক, সরকার ধন্যবাদ পাবার যোগ্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও ভাই শেষের কথাটাই বলি।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

রাকু হাসান বলেছেন: যাক কথা রাখতে যাচ্ছে ,ভাল কথা । যেভাবেই হোক । আমি ভেবেছিলাম কথা রাখবে না ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগে প্রেম আছে ভালোবাসা নেই ভাগ্নে তা আজ আমি বুঝতে পারলাম। |-)

১০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৪

কানিজ রিনা বলেছেন: চাউল গুলর নাম কি হবে আলবা চাউল
নাকি প্লাস্টিক চাউল? ধন্যবাদ সুসংবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

রাকু হাসান বলেছেন: কেন মামা কি হলো :|| ,অনেক বড় অভিমানের কথা :( ,খারাপ লাগলো B:-)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখলাম আমার একটা পোস্ট হামনের পাতায় নেই কখন না জানি আবার আমিও নাই হয়ে যাই কে জানে ? :(

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

রাকু হাসান বলেছেন: দুঃখজনক মামা ,এ সমস্যায় তো আমিও কয়েকবার ,পরে এডিট করে ,প্রথম পাতার চিহ্ন এ বারবার ক্লিক করে কোন এক সময় প্রথম পাতায় যায় ,এভাবে গত দুটি পোস্ট দিলাম । আমার মনে হয় ব্লগের টেকনিক্যাল সমস্যা তাহলে । আামার ও সেইম সমস্যা যেহেতু হচ্ছে । সো কোন টেনশন নিবে না :-B

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আল্লাহুর রহমত আর স্যারদের বিবেচনায় পরে আর সমস্যা হয়নি ভাগ্নে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.