নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের জননী একজন বীরাঙ্গনা রমা চৌধুরী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮


রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের
প্রথম নারী স্নাতকোত্তর বা এমএ পাশ করা একজ নারী। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।রমা চৌধুরী ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্যে
দিয়ে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু করেন। পরে তিনি প্রায় দীর্ঘ ১৬ বছর বিভিন্ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্বও পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তিন পুত্রসন্তানের জননী হন।তিনি তখন থাকতেন তার বাবার বাড়ি পোপাদিয়ায়। তার স্বামী
ভারতে চলে যান।৭১এর ১৩ই মে সকালবেলা পাকিস্তানি হানাদাররা এসে চড়াও হয় তার ওপর এবং তাকে জোর করে ধরে নিয়ে
যায় তাদের পাশের নির্জন ঘরে,সেখানে তিনি তার সম্ভ্রম হারান। সন্তানের মায়ায় আত্মহত্যা থেকে বেঁচে গেলেও মানসিক এক অসীম
কষ্ট তখন থেকেই বয়ে বেড়ান। সম্ভ্রম হারানোর পর তাদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে যখন আত্মরক্ষার জন্য লুকিয়েছেন তখন হানাদাররা গানপাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তার ঘরবাড়িসহ যাবতীয় সহায়-সম্পদ। ঘরবাড়িহীন বাকি আটটি মাস তাকে তিনটি
শিশুসন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে জলে-জঙ্গলে লুকিয়ে বেড়াতে হয়। রাতের বেলায় পোড়া ভিটায় এসে কোনোমতে পলিথিন বা
খড়কুটো নিয়ে মাথায় আচ্ছাদন দিয়ে কাটিয়ে দেন। তার সবটুকো ঘটনার বিবরন জানা যায় তারই লেখা বই একাত্তরের জননী গ্রন্থে।
দেশ স্বাধীন হওয়ার পরে ২০ বছর তিনি লেখ্যবৃত্তিক পেশায় যোগ দেন। প্রথমে তিনি একটি পাক্ষিক পত্রিকায় লিখতেন। বিনিময়ে সম্মানীর বদলে পত্রিকার ৫০টি কপি পেতেন। সেই পত্রিকা বিক্রি করেই চলত তার সংসার। পরে তিনি নিজেই নিজের লেখা বই প্রকাশ করেন
এবং সেই বই ফেরি করে বিক্রি করেন। প্রবন্ধ, উপন্যাস এবং কবিতা মিলিয়ে বর্তমানে তিনি প্রায় ১৮টি গ্রন্থ প্রকাশ করেছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বাসায় পড়ে গিয়ে কোমর ভেঙে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, হাড়ের ব্যথাসহ নানা রোগে ভোগার পর ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর সোমবার ভোররাত ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী।

সে তার জীবনের সঙ্গে অনেক লড়াই করে এতটা বছর বেঁচে ছিলেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


কষ্ট পেয়েছেন স্বাধীনতা সংগ্রামের সময় ও পরে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শবদেহ পোড়ানোতে বিশ্বাস করেন না রমা চৌধুর তাই তার সন্তানকেই দেয়া হয়েছে মাটিচাপা। মুক্তিযুদ্ধের পর টানা চার বছর জুতো পড়েননি রমা চৌধুরী। একসময় নিকটজনের পীড়াপিড়িতে অনিয়মিতভাবে জুতো পড়া শুরু করলেও তৃতীয় সন্তান মারা যাবার পর আবার ছেড়ে দেন জুতো পায়ে দেয়া। এরপর ১৫ বছর ধরে জুতো ছাড়াই চলেন রমা চৌধুরী। :(

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০১

চাঙ্কু বলেছেন: বীরাঙ্গনা রমা চৌধুরীর যথাযত সন্মান না পাওয়াটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের ব্যার্থতাকে নগ্ন চোখে দেখিয়ে দেয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঐক্যমত।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর। ভা‌লো লাগা জা‌নি‌য়ে গেলাম। শুভ কামনা নিরন্তর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

কোলড বলেছেন: Whats so special about her? Literary value of the books she had written? Or is it because she was raped? I'm sad she was raped but so were many other girls in 1971! More than a 100,000 women were raped by Russian army in Germany but never heard or read anything about it!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ। বাঙলায় লেখার চেষ্টা করুন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: সরকার থেকে তাকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি কেন?

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি খুব সুন্দর লি‌খেন। শুভ কামনা।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল ভাগ্না,

আজ এক অন্য বীরাঙ্গনা, অন্য মা বা অন্য সংগ্রামীবধূর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জানাই অশেষ ধন্যবাদ। পাশাপাশি স্যালুট রইল বীরাঙ্গনার প্রতি। এবার জানাই এক মানবক লজ্জার কথা, এমন এক জন বীর সংগ্রামী মানুষকে কী অমানুষিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে স্বাধীন দেশেও কাটাতে হয়েছে। প্রায়শ্চিত্তের উপায় ওনার পরিবার যদি যোগ্য সম্মান পান সেটাই কাম্য। কী জানি এই পোস্টটই যে এমন দৃষ্টান্ত হবে কে জানে।

এবার একটু অন্য প্রসঙ্গে আসি, ব্লগে অনেকদিন হল আছ , অথচ ভাগ্নাকে এখনও পেলামনা, বড্ড বেদনাময়।


শুভকামনা প্রিয় ভাগ্নাকে।


৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




"একাত্তরের জননী" খ্যাত রমা চৌধুরীর এই মহা প্রয়ানে গতানুগতিক ভাবে বলা " অপুরণীয় একটা ক্ষতি " বলতে চাইনে , বলতে চাই - জীবন যুদ্ধে তার হার না মানা আমাদেরকে আরো কঠিন করে তুলুক সকল অন্যায়ের বিরূদ্ধে ঐক্যে , সংগ্রামে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: সাহসী নারী একাত্তরের জননী বীরাঙ্গনা রমা চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা।

এমন সাহসী আর সংগ্রামী কারও সম্পর্কে জানলে নিজেরও সাহস ও আত্মবিশ্বাস বাড়ে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নারীদের অনেক সাহস থাকতে হয় মেরা বোন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: বীরাঙ্গনা রমা চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: বীরাঙ্গনা রমা চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকল ।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সূচরিতা সেন বলেছেন: রমা চৌধুরীর জন্য শ্রদ্ধাঞ্জলি থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.