![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগে এমন আর হয়নি,দীর্ঘ ২৫ বছরের মধ্যে এই ২০১৮ সালেই সবচেয়ে ভয়াবহ টাইফুন যার নাম টাইফুন জেবি হল।
আর এই টাইফুন জেবির আঘাতে এপযন্ত অন্তত দশজনেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময়
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেবি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে। কোরিয়ান ভাষায় জেবি অর্থ
সোয়ালো অথবা আবাবিল পাখি। জেবি অল্প সময়ের জন্য অতি শক্তিশালী একটি টাইফুনে পরিণত হয়েছিলো।বুধবার
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওসাকা এবং এর আশপাশের এলাকায় প্রায় ৫ লাখ ১৫ হাজার ও ৯৪ হাজার
বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। টাইফুনের কারণে অনেকগুলো ফ্লাইট এবং ট্রেনের সময় সূচীও
বাতিল করা হয় বলে জানা যায় ।টাইফুনে কুলিং টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় জাপানের জেএক্সটিজি নিপ্পন অয়েল এন্ড
এনার্জি কর্পোরেশন তাদের ওসাকার সাকাই রিফাইনারির অন্ততপক্ষে একটি ইউনিট বন্ধ করে দিয়েছে। চলতি গ্রীষ্মে
ব্যাপক বৃষ্টিপাত, ভূমিধস, বন্যা এবং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়া এবং গরমে কয়েকশত লোক মারা
যাওয়ার পর এবার শক্তিশালী টাইফুনের কবলে পড়ল দশটি।
অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে দক্ষিণাঞ্চলীয় তকুশিমা এলাকা
অতিক্রম করার পর টাইফুনটি কোবে হয়ে জাপান সাগরে সরে এসেছে। কিনকি এবং অন্যান্য এলাকার সব ফ্লাইট ও ট্রেনসেবা
বাতিল করা হয়েছে। তাছাড়াও কল-কারখানা, বাণিজ্যিক অঞ্চল এবং শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওসাকার জনপ্রিয় থিম পার্ক ইউনিভার্সাল স্টুডিওস জাপানও বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে জাপান এর আবহাওয়া সংস্থা থেকে Akihiro Kikuchi বলেছেন 1993 সাল থেকে এঅবাধি সব থেকে শক্তিশালী টাইফুন হল এই টাইফুন জেবি যার তীব্রটা মঙ্গলবার বিকালে দেশটির মূল ভূখন্ডে আঘাত করতে সক্ষম হয়।সিএন সংবাদও বলেছে গত ২৫ বছরের মধ্যে জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবি আর এবারের এই শক্তিশালী টাইফুনটি একটি সেতুতেও আঘাত হানে যার ফলে দেশটির বৃহত্তম বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়।টাইফুন জেবির আঘাতে সোমবার দেশটির পশ্চিম তীরে অনেক লোক মারা গেছেন।এবং মঙ্গলবার এর তীব্র শক্তি আরো বেড়ে যায়।
নিহতদের মধ্যে সাতজন ছিলেন ওসাকা প্রিফেকচারে এবং অন্যেরা মি, আইচি ও শিগায়ের ছিলেন, দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান যে হুটুশিমি শহরে একটা ভবন ভেঙ্গে পড়ায় সেখানেও একজন লোক মারা যায়।
সূত্র ইন্টানেট
আরো সূত্র
আরো তথ্য
ছবি: bing থেকে নেয়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানুষ মানুষের তরে সরকারের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা এ দুর্যোগ মোকাবেলায় সফল হোক।
প্রকৃতির হাতে মানুষ একনো কতটা অসহায়, ভাবলে অবাক হতে হয়।
ধকল কাটিয়ে উঠার শুভকামনা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই আর্শীবাদ রইল । আল্লাহু সকলের মঙ্গল করুক ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
আকিব হাসান জাভেদ বলেছেন: জাপানের দূর্ঘটনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে এখন আর বড় দূর্ঘটনাকে দূর্ঘটনা মনে হয় না । জাপান প্রাকৃতিক দূর্যোগের জন্য অন্যতম দেশ ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও সংগ্রাম করেই বাঁচতে হয়।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাপানের জন্য শুভেচ্ছা রইল। জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। জাপানে অনেক বাংলাদেশির বসবাস। সবার নিরাপত্তা কামনা করছি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাপানিরা অনেক এগিয়ে। এ ব্যাপারে তাদের প্রস্তুতিও প্রশংসনীয়। আশা করি তারা সহজেই কাটিয়ে উঠতে পারবে। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার মান উন্নয়ন করা উচিত।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
চাঙ্কু বলেছেন:
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু যেন তাদের এই দুর্যোগ মোকাবেলা করার মত শক্তি দেয়।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সকালে টিভির খবরে দেখলাম। আসলেই ভয়াবহ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করুন।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
সৈয়দ ইসলাম বলেছেন: এমন দুর্যোগ মোকাবেলায় জাপানের অনেক অভিজ্ঞতা রয়েছে।
শুভকামনা আমার দেশের জন্য।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু তাদের বিপদ থেকে রক্ষা করুক। আপনি কি জাপান থাকেন ?
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: প্রকৃতির উপর কারো হাত নাই।
আর প্রকৃতি মানূষের উপর রেগে যায়, তখনই সে প্রতিশোধ নেয়।
অবশ্য এজন্য মানুষই দায়ী।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দশ কথার এক কথা তবে পরীক্ষাও বটে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
সৈয়দ ইসলাম বলেছেন: না ভাই, ঐদিকে না থাকাই ভাল। যা দুর্যোগ অদের ওপর আসে। তা শুনলেই ভয়ে মরি।
আপনার হালহকিকত কেমন?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালই আছি ভাই ।সব ওনার ইচ্ছে ভাই।আর ওনার ইচ্ছে শক্তির বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
সৈয়দ ইসলাম বলেছেন:
ভালই আছি ভাই
সব ওনার ইচ্ছে ভাই
আর ওনার ইচ্ছে শক্তির বাহিরে
যাওয়ার ক্ষমতা কারো নাই।
কেমন যেন টানটান লাগে।
ভালোলাগা ভালবাসা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশ ও দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি টাণ ভালোবাসা থাকাটাই স্বাভিক।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
সূচরিতা সেন বলেছেন: স্রষ্টা তাদের রক্ষা করুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০
সোনালী ঈগল২৭৪ বলেছেন: খুবই তীব্র ঝড় , ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এবছরটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাপানকে ব্যাপক বেগ পেতে হচ্ছে । কয়েকমাস আগেই আরেকটা টাইফুন আর বন্যা জাপানকে একদম বিপর্যয়ের মুখে ফেলেছে , আর ছোটোখাটো ভূমিকম্প তো প্রায়ই হয় । কিন্তু জাপানিজরা ব্যাপক পরিশ্রমী জাতি , ঠিকই এই সংকট কাটিয়ে উঠবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
জাপান বাংগালদেশকে সব সময় সাহায্য করে; আশাকরি, সরকার কিছু করবে জাপানীদের জন্য