নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন আজকের ভূকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল ? বিস্তারিত আরো কিছু

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩


আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ৫৪ মিনিটের দিকে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ
দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতি
হয়নি আর ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। যতদুর জানা যায়
ভারতের আসাম থেকেই এই ভূকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের অনুভূত হওয়ার তথ্যে
নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
ভূমিকম্প সম্পর্কে বিবিসি বাংলার দেয়া কিছু তথ্যঃ
১।সারা বিশ্বে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছেন, প্রত্যেক বছর গড়ে ১৭টি বড় ধরনের ভূমিকম্প হয়।
রিখটার স্কেলে যার মাত্রা সাতের উপরে। এবং আট মাত্রার ভূমিকম্প হয় বছরে একবার।
তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। যার অনেকগুলো হয়তো বোঝাও যায় না।
বোঝা যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় সেসব ভূকম্পন হয় অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম।

২। ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কমবেশি হতে পারে।জাপানের উত্তর-পূবে ২০০৯ সালের ১১ই মার্চ একটি বড়ো
ধরনের ভূমিকম্প আঘাত হানে আর তার মাত্রা ছিলো ৮ দশমিক ৯, যার ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বণ্টনে।
এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায়।
সেদিন দিন ১.৮ মাইক্রো সেকেন্ড ছোট ছিলো।

৩। সান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে।যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে দুই ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙ্গুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে
সান অ্যানড্রেয়াস ফল্টের দুইটি দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে।আর এই গতিতে চলতে থাকলে এই দুটি শহরই
কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে।

৪। ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হয়।বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের আগে পুকুর, খাল-বিল, হ্রদ,
জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে। এমনকি সেই পানি সামান্য উষ্ণও হয়ে পড়তে পারে। প্লেট সরে
যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় আর তার কারণে এটা হয়ে থাকে।আর তারই ফলে ওই এলাকার
বন্যপ্রাণীর আচরণেরও পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছেন ২০০৯ সালে
ইটালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাঙ সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলো এবং ফিরে এসেছিলো ভূমিকম্পের
পরে। জানা যায় সেই ব্যাঙ পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে।

৫। ভূমিকম্পের পরেও পুকুরে কিম্বা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো ঢেউ দেখতে পারেন। যাকে বলা হায় শ্যাস।
বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কয়েক ঘণ্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত
থাকতে পারে। মেক্সিকোতে ১৯৮৫ সালে একবার ভূমিকম্প হয়েছিলো ১৯৮৫ সালে যেবার এই মেক্সিকো থেকে ২০০০
কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিলো।

৬। ।ভূমিকম্পের কারণে যাতে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখেই ইনকা আমলের স্থাপত্য ভবন এবং জাপানি
প্যাগোডা নির্মিত হয়েছিলো। ৫০০ বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিচু শহর নির্মাণ করে তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি আদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিলো যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে।

৭।পৃথিবীতে যতো ভূমিকম্প হয় তার অধিকাংশ ৯০ শতাংশই হয় রিং অফ ফায়ার এলাকাজুড়ে। সেই এলাকাটি
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।

৮। ২০১০ সালের ২৭শে ফেব্রুয়ারি বড়ো ধরনের এক ভূমিকম্প আঘাত হেনেছিলো চিলির কনসেপসিওন শহরে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৮.৮। আর সেই ভূকম্পনের ফলেই পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি প্রায় ১০ ফুট
পশ্চিমে সরে যায়।

৯।নেপালে ২০১৫ সালের ২৫শে এপ্রিল আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। আর তাতে ব্যাপক পরিমানের ক্ষয়ক্ষতি হয়।
কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিলো এক ইঞ্চির মতো।

১০।ইতিহাসে দেখা যায় জাপানি এক দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিলো নামাজু নামের বিশাল এক ক্যাটফিশ।
পৌরাণিক কল্প কাহিনীতে বলা হয় অনেক ভূমিকম্প হয়েছিলো সেই মাছটির কারণে।প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন
সমুদ্রের দেবতা পজিডন রেগে গিয়ে পৃথিবীর ওপর আঘাত করলে ভূমিকম্প হতো।হিন্দু পুরাণে আছে এই পৃথিবীকে
ধরে রেখেছে আটটি হাতি। সেই হাতিগুলো দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের পিঠের ওপর। আর ওই কচ্ছপটি ছিলো কুণ্ডলী
পাকিয়ে থাকা একটি সাপের উপরে। এই প্রাণীগুলোর যে কোনো একটি যখন নড়ে উঠতো তখনই ভূমিকম্প হতো।

১১। ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণেই পরিবর্তন ঘটে তা নয় ইন্দোনেশিয়া এবং ২০০৪ সালে সুনামির আগে
প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। বিজ্ঞানীরা মনে করেন
ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশুপাখিরা টের পেয়ে যায় ভূকম্পনের সংকেট।

১২।ব্রিটেনের একজন প্রকৌশলী জন মাইকেল ভূমিকম্পের কারণ উদঘাটন করেছেন। এই আবিষ্কার হয়েছে ১৮শো শতাব্দীর শুরুর দিকে। তাকে দেখা হয় ভূকম্পনবিদ্যার একজন জনক হিসেবে। তিনি বলেছেন ভূ-পৃষ্ঠের বহু নিচে শিলা-খণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীতে ভূমিকম্প হয়ে ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মামা।আমার শরীরটা ভালো না দোআ কইরেন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ সুন্দর তথ্য গুলো প্রকাশ করার জন্য

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও নেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

ঢাবিয়ান বলেছেন: ভুমিকম্প সবাই টের পেয়েছে ফেসবুক আর ব্লগে। বাস্তবে বেশীরভাগ মানূষই টের পায় নাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কম মাত্রার ছিল তাই। :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: আমাদের নিজস্ব স্যাটালাইট এই ভূমিকম্পের খবর আগে দিল না কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনারা তখন ঘুমাইতেছিলেন ;)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজ সকালের ভূকম্পনের কোন টেরই পাইনি ঘুমিয়ে থাকার কারণ, দুপুরে ছেলে বলছে ভূমিক্মপনের কথা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেছি বড় ছিলনা হালকা পাতলা ছিল তাই । :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার অবস্থা ভাবতেই শিউরে উঠি!

আল্লাহ রক্ষা করুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সূচরিতা সেন বলেছেন: Totho moluk post.

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

জনতার আদালত বলেছেন: ভূকম্পের সম্পর্কে জানা হলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.