|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে প্রায় ৪০০ জন লোকেরও বেশি মারা গেছেন। 
আর আহত হয়েছেন আরো প্রায় ৩৫০ জনেরও বেশি সংখ্যক মানুষ।শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি
 দ্বীপে প্রথমে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।আর ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয়
ওই শহরটিতে সুনামিও আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা এবং অন্যান্য কয়েকটি
 উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, এক মসজিদ থেকে মানুষ চিৎকার করে পালাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন।বার্তা সংস্থা রয়টার্স এই তথ্যই জানিয়েছেন।
অন্যদিকে বিবিসির তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ এবং সরকারি কর্তৃপক্ষরা বলেছেন ,যে 
মৃতের সংখ্যা আরো অনেক বেড়ে যেতে পারে।আর তার কারণ অনেক মানুষ এখনো নিখোঁজই আছে।তাছাড়াও চরম ক্ষতিগ্রস্থ
 ডঙ্গালা নামে একঠি শহরে উদ্ধারকর্মীরা এখনো যেতে পারেনি। ওই শহরে প্রায় তির লাখ মানুষ বসবাস করেন।   
 
নিহতদের বেশিরভাগ মানুষ হলেন সুলাওয়েসির পালু শহরের বাসিন্দা। যেখানে প্রায় তিন মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে।
স্থানীয় বিমানবন্দর অংশত ক্ষতিগ্রস্ত হয় তবে ইন্দোনেশিয়ার কিছু সামরিক বিমান সেখানে অবতরণ করতে পেরেছে। 
সুলাওয়েসি দ্বীপ থেকে অল্প দূরেই সাগরের প্রায় দশ কিলোমিটার গভীরে শুক্রবার এই ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের
পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়।সুনামি যখন আঘাত হানে তখন লোকজন কিভাবে প্রাণভয়ে পালিয়ে যাচ্ছিল
তার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভূমিকম্পের পর অনেক শক্তিশালী আফটার-শক পালু শহরকে
কাঁপিয়ে দিচ্ছিল।   
 
শত শত ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে। অনেক হাসপাতাল, হোটেল এবং শপিং সেন্টারও ধসে পড়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে বিদ্যুৎ না থাকায় অভিযান ঠিকমত চালানো যাচ্ছে না। 
  
   
   
  
তথ্য সূত্র ও ছবিঃ বিবিসি
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৩৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহ তাদের হেফাজত করুক।
২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৪৭
রঞ্জন রয় বলেছেন: 
ঈশ্বর তাঁদের রক্ষা করুক.......
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৭
প্রামানিক বলেছেন: আল্লাহ যেন এরকম বিপদ আর না দেন।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩০
নজসু বলেছেন: ভয় লাগে ভাই।  সুনামি না হোক,  বাংলাদেশ ভুমিকম্প ঝুঁকির তালিকায়। 
ইন্দোনেশিয়ার প্রিয়জন, স্বজন হারানো মানুষদের সমবেদনা জানাই।
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৫
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয় লাগারই কথা ভাই।
৫|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ তােদর বিপদ কাটিয়ে উঠার তাওফিক দান করুন।
কিন্তু ২ নাম্বারে ওকা'র ছবি ক্যান ভাই! ফাটাকেস্ট কি ট্যুরে গেছিল নাকি? !!!!!!!!!!!!!!!!!!!!!!!
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না ভাই আসলে মন্ত্রী সাবরে লইয়া অন্য পোস্ট দিমু ভাবছিলাম আর ভুল করে ওইটা এইটায় ঢুকে যায়। 
৬|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২০
আতোয়ার রহমান বাংলা বলেছেন: আল্লাহ সবাইকে ভালো রাখুক
.
.
.
.
.
.
দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৪
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৭|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
হাবিব ইমরান বলেছেন: আল্লাহ সবাইকে রক্ষা করুন।
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৬
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৮|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: কাদের ইন্দোনেশিয়ার মন্ত্রী জানতাম না। মনে হয় পুস্টানোর সময় বীয়ারের বোতল একটা বেশী আছিলো
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  
  
৯|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: হে আল্লাহ তুমি আর সুনামি দিও কোথাও।
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৭
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কি দোয়া না  অভিশাপ ? 
১০|  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৯
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ২:২৯
রাকু হাসান বলেছেন: সমবেদনা জানাচ্ছি মামা   । দেরিতে দেখার জন্য সরি । তো আছ কেমন ?
  । দেরিতে দেখার জন্য সরি । তো আছ কেমন ?
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৪
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশি ভালো নাই ভাগ্নে।গরমে নরম হইয়া গেছি। 
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৩৪
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৩৪
সনেট কবি বলেছেন: দুঃখ জনক