![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের তুলনায় আমাদের দেশে অনেক উন্নয়ন হলেও শহরাঞ্চলে জনসংখ্যার তুলনায় পাবলিক টয়লেটের সংকট একটি বড়
ধরনের সমস্যা আর এই সমস্যার ফলে নিত্য ভোগান্তির শিকার হয় অনেক সাধারণ মানুষ বিশেষ করে আমাদের
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। বিশেষ করে রাস্তায় বের হলে কোনও স্থানে ভ্রমণের উদ্ধেশে জ্যামের কারণে স্থানে সঠিক সময় পৌছানো একটি সময় সাপেক্ষ ব্যপার।আর সেই সময়ের মধ্যে যদি কারো টয়লেট চাপে কই যাবো? টয়লেট তো নাই। দুএকটা যদিও পাওয়া যায় সেসব এতটাই নোংরা থাকে যে খোনও ভাবেই যাওয়া সম্ভব হয়না।অন্যদিকে কেহ যে পাবলিক টয়লেটে যে যাবে
তারও ভালো নিশ্চয়তা নেই বা সেখানে যে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না তারও কোনও গ্যারান্টি নাই।
আর এর ফলে অনেকেই আছেন যারা রাস্তায় বের হবার আগে থেকেই পানি বা কোন খাবার খেয়ে বের হন না।আবার এমনও দেখা যয় টয়লেট চাপলেও অনেকে আছেন সেটা চেপে রাখেন যার কারণ অনেক সময় মার্কেট বা রেস্তরাতে টয়লেট থাকলেও কৃতপক্ষরা
রাস্তা থেকে এসে বহিরাগত অন্য কেউ তাদের টয়লেট ব্যবহার করবে সেটা পছন্দ করেন না ।তবে স্বাস্থ্য গবেষকদের মতে টয়েলেট
বেশি সময় চেপে রাখা শরীর স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূণ্য।
এক পর্যালোচনায় দেখা গেছে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় ছাত্রী জানিয়েছেন তারা অনেক সময় ভ্রাম্যমান টয়লেট পেলেও
পরিচ্ছন্নতা এবং বিশেষ নিরাপদের অভাবে সেগুলো তারা ব্যবহার করতে পারেন না।অনেক নারীদের আশংকা টয়লেটের
ভেতরে গোপন ক্যামেরাও থাকতে পারে। শুধু সাধারন পাবলিকই না রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সহ অনেক
নারী সদস্যরাও এ বিষয়টি নিয়ে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন।ঢাকা এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তা এবং কনস্টেবল সহ
অনেকেই আছেন যারা রাস্তায় সরকারী বা বেসরকারি কর্মরত থাকেন এমন অনেক নারী পুলিশ সদস্যরা টয়লেট চেপে রাখেন।
আর এ কারনে তাদের অনেকেই ইউরিন ইনফেকশনসহ নানা ধরণের সমস্যায় ভুগছেন।
একজন মানুষের দীর্ঘ সময় পানি না খেয়ে থাকলে প্রথমেই পানিশূণ্যতার সমস্যা হয়। তারপর টয়লেট চেপে রাখা ইউরিন ইনফেকশনের একটি কারণ হয়ে দাঁড়ায়।এর পাশাপাশি আরো অনেক রোগ হতে পারে।কিডনীর কাজ পরিচালনার জন্য পানি পান জরুরী শরীরের বিষাক্ত উপাদান বের করে দেওয়া এবং গ্লুকোজসহ অন্যান্য উপাদান অ্যাবজর্ব করে কিডনী। ফলে তার কাজ ব্যহত হওয়া মানে পুরো শরীরের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে।
তাই মাননীয় সরকারি স্বাস্থ্য পরিবেশ অধিদপ্তরের মন্ত্রনালয় এবং ঢাকা দক্ষিন ও উত্তর সিটি করপেরেশনের মেয়রদের কাছে বিশেষ
অনুরোধ থাকবে রাজধানী ঢাকা সহ দেশের সকল ব্যস্ততম শহর গুলোতে পরিবেশ উপযোগী সরকারি ভাবে পাবলিক টয়েলেটের
ব্যবস্থা গ্রহণের জন্য।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ।
শুভ দুপুর ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: পাবলিক টয়লেট আসলে এটা একটা জাতীয় সমস্যা।
খুব গুরুত্ব দিয়ে এর সমাধান করা উচিত।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অথচ কৃতপক্ষ এদিকে কোনো গুরুত্বই দিচ্ছেন না।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: একবার একটা ইয়োথ প্রোগ্রামে সবাই দেখি রাস্তার পাশে দাড়ায় প্রসাব করাকে গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিচ্ছিলো। প্রোগ্রামের একদম শেষ দিকে গিয়ে আমি আমার কথা বলতে পারলাম। জানালাম যে ঢাকায় যদিও কিছু মার্কে আছে; কিন্তু সেখানে কতজন রিক্সা চালক ঢুকতে পারবে? বা তাদের ঢুকতে দিবে? আর সেগুলির অবস্থাও কি ভালো? কতগুলি পাবলিক টয়লেট আছে মোহাম্মদপুর টু ধানমন্ডি রোডে? কতগুলি আছে শাহবাগ টু বনানী? এগুলির খবর নাই; আমরা রাস্তায় দাড়ায় প্রশ্রাব করাকে খারাপ বলেই খালাস! পরে টিভিতে প্রচার হয়েছিলো অনুষ্ঠানটি; জানতে পেরেছি সময়ের অভাবে আমার বক্তব্যটুকু কেটে দেওয়া হয়েছে। যদিও আর সবার বক্তব্যই ছিলো!
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টয়লেট বিষয়ে বাংলাদেশের অবস্থা ভারতের তুলনায় অনেক বেটার।
১২০ কোটি অধিবাসীর ভারতে অর্ধেক মানুষই খোলা আকাশের নীচে মলত্যাগ করে।
সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা ... জরিপে দেখা যায়, ভারতের পূর্বাঞ্চলীয়
ঝাড়খন্ড রাজ্যের ৭৭ শতাংশ বাড়িতেই টয়লেট নেই।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন ভাই
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাবলিক-টয়লেট-ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য দেশের বিত্তাবানদেরও এগিয়ে আসা উচিত। আর এগুলো মহিলাদের তত্ত্বাবধানে রাখা উচিত। তাহলে, নারী-পুরুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স হমত ভাই ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সেফ করে আবার কেন জেনারেল করা হলো!
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বৈঠকে বসে আলোচনা করে দেখতে হবে।
৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাদের দেশে কিন্তু বরাবরের মত পাবলিক টয়লেটের সংখ্যা কম, এটির উন্নয়ন করিতে হইবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স হমত প্রভা আপু ।
৮| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
ঠ্যঠা মফিজ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা টপিক নিয়ে লেখছেন। হাসুমামার এত সুন্দর পোস্টটি স্টিকি করা হোক।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইভাবে বইল্লা আমায় লজ্জা দিয়েননা ।
৯| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই সচেতন হোন। জেগে উঠুন। সব হবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই সচেতন হোন। জেগে উঠুন। সব হবে। একমত
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: গুরুত্বপূর্ণ টপিক।
অন্য অনেককিছুর মতোই এটা নিয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই।
কিন্তু যারা ভুক্তভোগী তারাই শুধু জানে এটার যন্ত্রণা।
++++