|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ব্লগ যার ইংরেজি মূল শব্দ হচ্ছে Blog আর এরই বাংলা প্রতিশব্দ ব্লগ, আর এই ব্লগ হল এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক নিজেস্ব পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত একটি রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে মন্তব্যের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেন। তাছাড়া সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা অন্যরকম মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।আর বেশিরভাগ ব্লগারই কোনো না কোনো একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর
জানান। বাকীগুলো কবিতা,গল্প,রচনা,নাটক,মুভিরিভিউ,বা ব্যক্তিগত অনলাইন দিনলীপি ইত্যাদি। একটি ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, সেই বিষয়ের অন্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। পাঠকদের মন্তব্য করার সুযোগ দেওয়া ব্লগের অন্যতম একটি দিক। প্রায় ব্লগই মূলত টেক্সট-বেসড বা লেখাভিত্তিক। আবার কিছু ব্লগ যেমন ছবি ব্লগ, ছবি, ভিডিও ব্লগিং, সঙ্গীত আর অডিও পোডকাস্টিং ইত্যাদির উপর গড়ে উঠে। মাইক্রোব্লগিং-ও আরেক ধরনের ব্লগিং, যেখানে পোস্টের আকার তূলনামূলক ছোট থাকে। সাম্প্রতিক সময় ২০১৭-সালের জুন মাসের এক জরীপ হিসেবে ব্লগ খোঁজারু সার্চ ইঞ্জিন টেকনোরাট্টি প্রায় বাইশ মিলিওনেরও বেশি ব্লগের হদিশ
 পেয়েছেন।
ব্লগার একটি উন্মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি আমি আমরা সবাই খুব সহজেই আমাদের সকলের ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্লগ তৈরি করতে পারি সম্পূর্ণ ফ্রীতে। "ব্লগার" প্ল্যাটফর্মটি ডেভেলপ করেছেন পাইরা ল্যাবস, কিন্তু ২০০৩ সালে গুগল এই প্ল্যাটফর্মটিকে কিনে নেণ এবং গুগলের নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করেন। ব্লগার এর স্বয়ংক্রিয় সাব-ডোমেইন হচ্ছে .blogspot.com। একজন নিবন্ধিত ব্যবহারকারী একটি এ্যাকাউন্টে ১০০ টি ব্লগ তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে। ব্লগারের প্রচুর ফ্রী এবং প্রিমিয়াম টেমপ্লেট পাওয়া যায়,চাইলে যেগুলো ব্যবহার করে আমরা আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারি সম্পূর্ণ ফ্রীতে।   Justin Hall
Justin Hall
১৯৯৭সালের ১৭ই ডিসেম্বর, জর্ন বার্গার নামক এক ব্যক্তি সর্বপ্রথম weblog শব্দটির উদ্ভাবন করেন। পরবর্তীতে  ১৯৯৯ সালের এপ্রিল মাস বা মার্চ মাসের দিকে  পিটার মেরহোলজ তার নিজস্ব ব্লগ পিটার্ম ডট কমে কৌতুক করে weblog শব্দটিকে ভাগ করে blog বলে সম্বোধন করেন। তারপর থেকে blog শব্দটির ব্যাবহার বাড়তে থাকে। 
  ইভান উইলিয়ামস
ইভান উইলিয়ামস 
 ইভান উইলিয়ামস নামের এক ব্যক্তি blog শব্দটিকে যথাক্রমে বিশেষ্য এবং ক্রিয়াপদ দুভাবেই কাজে লাগান। তিনিই Blogger কথাটির উদ্ভাবন করেন। ব্লগিং এর জনপ্রিয়তার পূর্বে 'ডিজিটাল সম্প্রদায়' বা 'অনলাইন যোগাযোগ' এর অন্যান্য জনপ্রিয় মাধ্যমগুলো ছিলো Usenet, GEnie, BiX, CompuServe, BBS ইত্যাদি। তখনকার জন্য এগুলো জনপ্রিয় হলেও এগুলোর সাহায্যে খুব কষ্ট করেই Running conversation- এর কাজগুলো করা হতো। কিন্তু আধুনিক ব্লগিং এর সুবাদে মানুষ এখন খুব সহজেই সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারছে। ব্লগিং মানুষকে দিয়েছে তার নিজস্ব একটি পরিচয়। যারা ব্লগিং করে, তাদেরকে বলা হয় ব্লগার। ব্লগাররা সাধারণত নিজেদেরকে Diarists বা Journalers.ও বলতে পারে। Justin Hall, যিনি ব্যক্তিগত ব্লগিং শুরু করেছিলেন ১৯৯৪ সালে। তখন তিনি 'Swarthmore College'-এ পড়তেন। তাকে ধরা হয় ব্লগিং-এর ইতিহাসের সবচেয়ে পুরনো ব্লগার। সেসময়ের চলমান কিছু জনপ্রিয় ব্লগের মধ্যে 'Jerry Pournelle' এবং 'Dave Winer's'- এর পার্সোনাল ব্লগ ছিলো অন্যতম। এগুলো ছিলো সবচেয়ে পুরনো এবং দীর্ঘসময় ধরে চলা জনপ্রিয় ব্লগ। ব্লগিং এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর চাহিদাও বাড়তে থাকে। এতে যোগ হয় বিভিন্নরকম প্রযুক্তি। তার বদৌলতে বর্তমানের ব্লগসাইটগুলো মেইনটেইন করার জন্য ব্রাউজার ভিত্তিক কিছু ব্যাবহার করা হয় যা সাইটগুলোকে করার কাজ করে থাকে। 
 
১৯৯৯ থেকে ব্লগিং- এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা এখনও রয়েছে। ব্রুস এবলসন এক ব্যক্তি ১৯৯৮ সালের অক্টোবরে 'ওপেন ডায়েরি' নামক একটি ব্লগ খোলেন এবং রাতারাতি তার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাজার হাজার ব্লগার তার ব্লগের সাথে যুক্ত হন এবং এটিই সর্বপ্রথম ব্লগ কমিউনিটি যেখানে, অন্যান্য ব্লগারদের লেখায় মন্তব্য করার সুযোগ দেয়া হয়। এছাড়া Evan Williams এবং Meg Hourihan যারা Pyra Labs-এ কাজ করতেন, ১৯৯৯ সালে তারা চালু করেন তাদের নিজস্ব ব্লগ সাইট "blogger.com", যা ২০০৩ এর ফেব্রুয়ারিতে গুগল কিনে নেয়।  
  
  
বাংলা ভাষায় ব্লগ
২০০৫ সালের প্রথম মাস থেকে শুরু হয় বাংলা ব্লগিং এর ইতিহাস। প্রথমে একটি বাংলা ব্লগিংসাইট তার যাত্রা শুরু করার পরপরই আরও একাধিক সাইট অনলাইনে বাংলা ব্লগিং এর সুবিধা নিয়ে উপস্থিত হন। এখন বেশ কয়েকটি ব্লগিং সাইট বাংলাভাষী অনলাইন ব্যবহারকারীদের কাছে পরিচিত হয়ে উঠেছে। কয়েক বছর পার হবার পরও তাদের কেউ কেউ তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কেউ জনপ্রিয় হবার চেষ্টা করছে, আবার কেউবা নতুন শুরু করে জনপ্রিয়তা অর্জনের লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সম্প্রতি বেশ কিছু সামাজিক ব্লগ জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে বাংলাদেশের কয়েক শতাধিক বাংলা ব্লগের ঠিকানা খুঁজে পাওয়া যার মধ্যে আমারব্লগ, সামহোয়্যার ইন ব্লগ, টেকটিউনস, সোনার বাংলাদেশ,বকলম,সচলায়তন,প্রথম আলো,ছাড়াও আরো বেশ কিছু ব্লগ আছে
 সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং জনপ্রিয়।
তথ্যসূত্রঃ wikipedia,বাঙলা উইকি,
https://en.wikipedia.org/wiki/Justin_Hall 
ইন্টারেট।
 ২০ টি
    	২০ টি    	 +৯/-০
    	+৯/-০  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৪
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা ওস্তাদ উন্নত হয়েছে অনেক আগের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন ব্লগাররা। তয় টুন্নতির বিষয়টা আমার জানা নাই। 
২|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৫
১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৫
হাবিব বলেছেন: অনেক নতুন তথ্য জানা হলো.........
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ স্যার। 
৩|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৪০
১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৪০
মাহমুদুর রহমান বলেছেন: এতো সুন্দর একটা লেখা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সর্বাদিক কৃতজ্ঞতা মাহমুদুর ভাই কষ্ট করে এই অধমের পোস্টখানা পড়ার জন্য সাথে শুভকামনা।
৪|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
১১ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক তথ্যপূর্ণ লেখায় ভাললাগা!
ব্লগ ডে হোক ব্লগারদের মিলন মেলা  
 
+++
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০০
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক অনেক ভ্রাতা..........। সর্ব সময় পাশে থাকার জন্য। 
৫|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৪
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: নতুন কোনো তথ্য পেলাম না। 
এরকম লেখা সামুতেই কম পক্ষে দুই হাজার বার পোষ্ট করা হয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে গুগল করে দেখেন।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০২
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে গুরু ভাই হেইটা আবার কি কন ? আপনার ওপর অঘাত বিশ্বাস আছে।
৬|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:২৫
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্ট পড়ে অনেক কিছু নতুন তথ্য জানতে পারলাম, যা আমার আগে জানা ছিল না। 
প্রথম মন্তব্যটার ব্যাপারে আপনার উত্তরের অপেক্ষায় ছিলাম।  
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪১
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স্যার সত্যি কথা বলতে কি ওস্তাদের মন্তব্যের অর্থ বুঝতে বুঝতেই আমার মত সাধারন ব্লগারের মাথার উপর দিয়ে বেশ 
বেগ গতিতে তূফান সাইকোল্ন বয়ে যায়।অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় কবি।
৭|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৯
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সবই জানি... 
নতুন কিছু নাই?
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাছাই কইছেন যে 
৮|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৮
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৮
আল আমিন সেতু বলেছেন: ধন্যবাদ জ্ঞাপন করছি।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৯|  ১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:২৬
১১ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১০:২৬
কাল্পনিক_জীবন বলেছেন: আপনার পোস্ট হয়না জ্ঞাণভিত্তিক
এইটা হলো অন্যরকম 
হওয়া প্রয়োজন আরো ভালো
যাতে হয় পোস্টখিস্টিক  
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৫
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা থাকল যে 
১০|  ১২ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৭:০৭
১২ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৭:০৭
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ফেসবুকে লিখলে 'স্ট্যাটাস', ব্লগে লিখলে 'ব্লগপোস্ট', ডায়রিতে লিখলে 'ব্যক্তিগত লিখা' যাই বলিনা কেন, লিখা তো লিখাই। লিখার মানটাই আসল। ব্লগ সম্পর্কে অনেক তথ্য জানানোর জন্যে ধন্যবাদ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৫
১৩ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৫
১১ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের লেখার উন্নতি টুন্নতি হচ্ছে তো?