নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু খসড়া ইশতেহার আর কিছু মনে পড়া প্রশ্ন ?????????

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আমি জানি আমরা একের পর এক ইশতেহার লেখে যাবো আর সেগুলো ডাইরির পাতায় শুধু বন্দি হয়েই রবে সেগুলো কারো চোখে
পরবে না ।শুধু আমদের এই লেখা; তবু লেখে যাই আশা জাগানিয়া পাবার আশায় ।আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে যদি না থাকত
কোনো দলাদলি আর রেশারেশি খুব বেশি কি সমস্যা হতো ?

আমাদের এই ক্ষুদ্র দরিদ্র দেশে কেহ ধনী কেহ গরিব না হয় যদি সকলে সমান ভাবে বাঁচার অধিকার থাকতো তাহলে কি দেশের খুব বেশি ক্ষতি হতো ? আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে অনেক গরিব হত দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের যে বয়সটি লেখা পড়া করার
বয়স সে বয়সে তাদের পরিবারে দরিদ্র দূর করনীয়র জন্য বা অভাবের কারনে কর্ম স্থলে দিন মুজরীর জন্য ছোটাছুঁটি করা লাগছে,
কেন তাদের জন্য সরকারি পক্ষ থেকে বাধ্যটামূলক শিশু শ্রেণী থেকে অন্তত ইন্টার পযন্ত বিনা খরচে লেখা পড়া করার সুযোগ করে দিয়ে শিক্ষিত সমাজ গড়ে তুললে কি দেশের খুব বেশি অর্থ ব্যয় বা দেশের ক্ষতি হতো ?

আমাদের এই ক্ষুদ্র দরিদ্র দেশে পথে পথে কেন পথ শিশুরা না খেয়ে শীতে শীত বস্ত্র না পেয়ে ক্ষুদার্থ পেতে শীতে কাটরে মৃত্যু বরণ করছে ?
কেন তাদের কি বেঁচে থাকার অধিকার নাই ? তারা কি এদেশের নাগরিক নয় ?

আমাদের ক্ষুদ্র দেশে কেন প্রতি ঘন্টায় ঘন্টায় তেল,গ্যাস,পানি,আর বিদুুৎ এর দাম বাড়ছে ?
আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে কেন শিক্ষার ওপর ভ্যাট বসছে ?
আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে কেন গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় হাসপাতালের বারিন্দায় খোলা ছাঁদের নিচে ছটফট করে মরছে ?
কেন তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা নাই ?

আমাদের এই ক্ষুদ্র দেশে শহর শুধুই শহর হয়ে থাকছে কেন গ্রামগুলো উন্নয়ন হয়ে শহর পর্যায় শহরে পরিনত হচ্ছে না ?
আমাদের এই ক্ষুদ্র স্বাধীন বাংলাদেশে কেন মানুষেরা স্বাধীন নিরাপদ ভাবে চলাফেরা করতে পারছে না ?
কেন পুলিশের লোকেরা সাধারন মানুষের পকেটে ইয়াবা দিয়ে ভালো মানুষকেও টাকার লোভে ইয়াবা ব্যবসাহী বানিয়ে ফেলছে ?
আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে কেন বাড়িওআলারা প্রতি বছর দুই থেকে তিন বার বাড়ির ভাড়া বাড়ায় ?

আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে প্রধান দুই দল বিএনপি আর আওয়ামিলীগ, এদের দুজনের ক্ষমতার বলির উৎস আমরা কেন হবো ?
ক্ষমতায় যেয়ে তারা খাবে মুরগি, খাসি, গরু,আর পোলাও কোর্মা আর পাবো না ডাল ভাতও সেটা কেন ?
ঢাকা শহরে ভাড়াটিয়াদের টাকাই হলো বাড়িওআলাদের প্রধান আয়ের উৎস অথচ আমরা ভাড়াটিয়া বলে আমাদের মানুষ হিসেবেই
গণ্য করে না শহরের বাড়িওআলা মাথা মোটা মানুষগুলো কেন এমন হবে ?
আমরা আমাদের নাগরিক অধিকার আর আমাদের মূল্যায়ন চাই।

বেকারত্ব দূরকরনীয় চাই । দেশে যেন আর কাওকে বেকার না থাকতে হয় তেমন ব্যবস্থা চাই । দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন করা লক্ষে ভালো ভালো উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।দেশের ভালোমন্দ সবকিছুর সঠিক পরিচর্যা করে গড়েতুলতে পারলে
তবেই হবে সোনার বাংলা ।

এই ক্ষুদ্র দরিদ্র দেশে কারো অর্থ টাকা পয়সা বেশি কারো আবার কিছু নেই এমন হলে চলবে না।এখানে সরকার পক্ষ থেকে সকলের
যতটুকো ঠিক একেকটি ফ্যামেলীর সদস্য মেম্বার অনুযায়ী যে পরমান সম্পতি প্রয়োজন ততটুকো নির্ধারন করে দেয়া প্রয়োজন ।
দেশ থাকবে নেশা মাদকদ্রব্য মুক্ত যারা নেশা মাদক দ্রব্যের সাথে জড়িত থাকবে তাদের কাছ থেকে ঘুষ খেয়ে না ছেড়ে দিয়ে
তাদের জন্য করতে হবে কঠিন শাস্তির ব্যবস্থা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

পবিত্র হোসাইন বলেছেন: করতালি ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বিগত দিনে কেউ ইশতেহারে যা বলেছে তা করে দেখায় নি; সো ইশতিহার একটা মুলা;

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের এখন উচিত সাধারন পাবলিক একটা গ্রুপ আর নেতা নেত্রী একটা গ্রুপ করা তার পর দাবিদাওয়া নিয়ে তাদের
সাথে লড়াই করা।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

যোখার সারনায়েভ বলেছেন: ইশতেহার = আনুষ্ঠানিকতা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব একই নৌকার মাঝি আর লোক দেখানো নাটক।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ আপনার প্রস্তাব মেনে চলার মত সময় এখন নেতানেত্রিদের হাতে নাই- কাউন্ট-ডাউন শুরু হয়েগেছে- সাথে মারামারি/আহাজারি!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সময় থাকতে সাধন না করলে সময় ফুরালে আর সাধন হবে না।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

প্রামানিক বলেছেন: ইশতেহার মন্দ নয়। এরকম হলে দেশে শান্তি আনা সম্ভব। ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো কিছু পয়েন্ট দিয়েছেন।
আরও আগে দিলে ভালো হতো। আমার ইশতেহারটা আরও মজবুত হতো।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

নজসু বলেছেন:



ভালো চিন্তা ভাবনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো ভাবনার শক্তি আপনার।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ দিদি।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:

মামা সেই হইছে। B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.