|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ থেকে আর আমি ব্লগ লিখতে চাইনে এবং এটা আমি মন থেকে বলছি। কেননা আজ ব্লগে বসতে দেখে আমার ওয়াইফ আমাকে
প্রথম নোটিশ দিয়েছে পরে শপথ কাটাতে চেয়েছিল পরে এক পর্যায় শপথ না কাটলেও আমি তাকে কথা দিয়েছি আজ থেকে আমি আর
ব্লগ লেখমু না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথমে আমার প্রেজের সব লেখাগুলো চিরতরে মুছে দিন এবং আমাকে ব্যন করুন।
কেননা যদি আমি ব্লগে লগিন করে ঢুকতে না পারি তাহলে এমনিতেই কয়েকদিন পর আর ব্লগে ঢুকতে মন চাইবে না।আর ব্লগ লেখার নেশা
ও কেটে যাবে প্লীজ কৃতপক্ষ এবং ব্লগটিম আমার এই উপকারটুকো করুন। বিশেষ করে দেশের পরিস্থিতি এবং বাক স্বাধীনতার উপরে চাপাচাপির অবস্থা দেখে আমার ওয়াইফ ভয় পেয়ে আমাকে ব্লগ লেখালেখী বন্ধ করতে বলতে বাধ্য হয়েছেন।   
বিশেষ করে শুধু আমার ওয়াইফ না আমি নিজেও সংক্চিত আছি আমাদের আগামী ভবিষৎ প্রজন্ম নিয়ে এবং বাক স্বাধীনতার
মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ নিয়ে । এ দেশে এই বাকস্বাধীনতার জন্যয়ই সরকার অনেক কিছু করতে সক্ষম হয়েছিলেন।
হয়ত সেই দিনের কথাগুলো সরকার ভুলে গেলেও গনজাগরন মঞ্চে থাকা ব্লগাররা ভুলে যাননি। 
সহ ব্লগার ভাই বোনেরা আপনেরা লক্ষ করেছেন প্রায় অনেকদিন থেকে আমি এখানে লেখছি তাই অনেক সময় বিভিন্ন ধরনের লেখা 
পোস্ট করেছি বা সমালোচনা করছি আর এটে অনেক সময় অনেক লেখা সমালোচনার জন্য হয়ত  অনেক সহ ব্লগার ভাই বোন মনে কষ্ট পেতে পারেন হয়ত সেগুলো আমার অজান্তেই তাই সকল সহ ব্লগারের কাছে আমি আমার অজান্তে ভুল করে যে কষ্ট দিয়েছি বা না জেনে
কষ্ট দিয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি আমায় দয়া করে ক্ষমা করে দিবেন । এর বেশি আর কিছু আমি লেখতে পারলাম না । 
শুভ বিদায় সহ ব্লগার ভাই বোন ! শুভ বিদায়।
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৪:৫৩
০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৪:৫৩
চাঁদগাজী বলেছেন: 
হ্যাপী নিউ-ইয়ার।
স্ত্রী যদি ব্লগে আসতে বাধা দেন, সেটা এক ধরণের সমস্যা; সেটার সমাধান আছে। 
আর যদি আপনি আপনার পোষ্টে প্রকাশিত মনোভাবের জন্য সরকারী রোষে পড়ার ভয়ে থাকেন, তা একেবারে অমুলক; সরকার ভোটে জয়ী হয়েছে, ওরা আনন্দিত, আপনাকে নিয়ে মাথা ঘামানোর সময় ওদের মোটেই  নেই। শুধু পুনরায় নির্বাচনে না চাইলেই হলো!
৩|  ০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৬:১৩
০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৬:১৩
সোহানী বলেছেন: হুম সব সম্ভবের দেশে ভয় অমূলক নয়। তারপরও বলবো বলতেতো হবেই কাউকে না কাউকে.........
৪|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:২০
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাবীর নোটিস হলে তো আর কোনো কথাই নেই, কিন্তু সরকারবিরোধী সমালোচনার জন্য যদি ইনসিকিউর ফিল করেন তবে এক খান কথা আছে | এখন সারা দেশে নৌকা ছাড়া আর কোনো প্রতীকের সমর্থক তেমন নেই, যে দুই একজন আছে তারাও বিলুপ্তির পথে | যেহেতু সরকার বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তাই তারা সেই দু/একজন বিরোধী নিয়ে মোটেই মাথা ঘামাবে না বলে মনে হয় | সুতরাং নিশ্চিতে ব্লগ করতে থাকুন | নেহায়েত অপরাগ হলে সুলতান মোহাম্মদ মনসুরের মতো ধানের শীষ নিয়ে নৌকায় উঠে পড়ুন |
৫|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৪১
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৪১
নজসু বলেছেন: 
নতুন বছরে এসব কি বলেন?
সব সময় বউয়ের কথা শুনতে নেই।    
 
 
৬|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৩
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: লিখুন। নিশ্চয়ই আপনার কিচ্ছুই হবে না। ভাবীকে ম্যানেজ করুন, তাঁর পছন্দনীয় একটি উপহার দিন আজকেই। তারপর, পাশে বসিয়ে গল্প করুন, আর ব্লগিং। সহযোদ্ধাকে সহযাত্রী করে নিন মামু।
৭|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৮
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৮
খাঁজা বাবা বলেছেন: লেখার টপিক চেঞ্জ করেন, তবু ব্লগে থাকেন
 
৮|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১৯
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসু মামা কবি হয়ে যান!  
 
একজন ব্লগারের কবি জনম নিয়ে না হয় সু সময়ে রম্য করা যাবে!
বত্রিশ আর সাতান্নার ভয়ে একজন ক্রিটিক রাইটার বা সচেতন নাগরিকের অচেতন হবার কিস্যা
নূরুল হুদা হয়ে যান! সব সুস্ঠু মনে হবে!
একজন মীর জাফর আলী খানের নাম মানুষ নিজের সন্তানের জন্য পছন্দ করে না!
হয়তো সেই তালীকায় আরো নতুন নাম যুক্ত হলো!
প্রহসনের নির্বাচন নিয়েও অনেকের বালখিল্য খুশি দেখে তার নষ্ট আত্মার চিত্রই পরিষ্ফুট হয়েছে।
বিবেক, সুস্থতা, নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে যখন কেউ স্বৈরাচারিতাকে পছন্দ করে গর্ব করে
তখন নিরুপায় আম জনতা হয় প্রস্থানের পথ খোঁজে নয়তো বিপ্লবের স্বপ্ন দেখে!
স্বৈরাচারিতা যখন অনিবার্য তখন স্বাধীন প্রাণ মুক্ত প্রাণ মুক্তির পথ খোঁজে একাত্তরের চেতনায়!
স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায় জাগ্রত প্রাণ 
একাত্তরের বীর শহীদান 
যুগে যুগে কালে কালে
দিয়েছে জীবন দেয়নিকো মান!
সুবিধাবাদী, নংপুষকেরা
স্বৈরাচারের আঁচল তলে
বসে বসে কু-যুক্তি খোঁজে
কেমনে তারে ভালো বলে???
বর্তমানের রাজাকার তারা স্বৈরাচারের সমর্থক যারা।  
 
হ্যাপি নিউ ইয়ার 
৯|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪৯
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বিদ্রোহী ভৃগু বলেছেন:  
বত্রিশ আর সাতান্নার ভয়ে একজন ক্রিটিক রাইটার বা সচেতন নাগরিকের অচেতন হবার কিস্যা
নূরুল হুদা হয়ে যান! সব সুস্ঠু মনে হবে!
একজন মীর জাফর আলী খানের নাম মানুষ নিজের সন্তানের জন্য পছন্দ করে না!
হয়তো সেই তালীকায় আরো নতুন নাম যুক্ত হলো!
প্রহসনের নির্বাচন নিয়েও অনেকের বালখিল্য খুশি দেখে তার নষ্ট আত্মার চিত্রই পরিষ্ফুট হয়েছে।
বিবেক, সুস্থতা, নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে যখন কেউ স্বৈরাচারিতাকে পছন্দ করে গর্ব করে
তখন নিরুপায় আম জনতা হয় প্রস্থানের পথ খোঁজে নয়তো বিপ্লবের স্বপ্ন দেখে!
স্বৈরাচারিতা যখন অনিবার্য তখন স্বাধীন প্রাণ মুক্ত প্রাণ মুক্তির পথ খোঁজে একাত্তরের চেতনায়! 
এর পর আর কি বা বলার আছে......
মন সবারই খারাপ। এক মাত্র দলকানা বাকশালীরা ছাড়া.......
ভালো থাকুন।
ধন্যবাদ।
১০|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৩
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: নতুন বছর সবার জন্য সুখ ও আনন্দে ভরপুর থাকুক, এই কামনা করি। শুভ নববর্ষ ২০১৯। 
মাথা শান্ত রাখুন ভাইজান।
১১|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
হ্যাপি নিউ ইয়ার। 
নতুন বছর শুভ হোক।
১২|  ০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১১
০১ লা জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: মামা যেয়ো না   
  
১৩|  ০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৩৭
০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৩৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি না লিখলে দলকানার তো অসহায় হয়ে যাবে।
১৪|  ০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৩
০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন কোন কিছু লিখতে ভয় লাগে কারণ সবকিছুই তাদের নিয়ন্ত্রনে। কেউই নেই যে, একটি সত্য কথা বলবে!!
১৫|  ০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৭
০১ লা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৭
মিন্টু ভাই বলেছেন: কেমন আছো মামু লিখো মন খুলে আর হাত পা ছুড়ে।  ভয় পেলে তুমি মামু নও তুমি মামী হয়ে গেলে।
  ভয় পেলে তুমি মামু নও তুমি মামী হয়ে গেলে।
১৬|  ০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৪
নাইম রাজ বলেছেন: এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।
১৭|  ০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৭
০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: চিল করেন, ডিগবাজি মারেন, নো প্রবলেম, তাও থাকেন
১৮|  ০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৫
০১ লা জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৫
সূচরিতা সেন বলেছেন: সকলে চলে গেলে হবে কি করে ।
১৯|  ০১ লা জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
০১ লা জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমিও তো একজনের বৌ। আমি আমার কর্তাকে এই পরিস্থিতিতে এরকমটাই বলতাম যেরকম আপনার বৌ আপনাকে বলেছেন। উনাকে অহেতুক দুশ্চিন্তার মধ্যে রাখার কোন মানে নেই। আপনি বরং কিছু দিনের জন্য ব্লগে আসা বন্ধ করুন।
২০|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪২
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: জেনে খুব কষ্ট লাগল। বুঝতে পারছি আপনার মনের অবস্থা তবু বলবো পারলে ফিরে আসুন।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৪:১৩
০১ লা জানুয়ারি, ২০১৯  ভোর ৪:১৩
ল বলেছেন: মামা!!! বছর শেষ এমন নিউজ আশা করি না!!!
আপনি থাকুন আমাদের সাথে ----
শুভ নববর্ষ মামা