নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বান্দরবন শহরের বালাঘাটা এলাকায় অবস্থিত বুদ্ধ ধাতু জাদি বা স্বর্ণ মন্দির

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

বুদ্ধ ধাতু জাদি যা বান্দরবন স্বর্ণ মন্দির নামেও অনেকের কাছে অতি সুপরিচিত একটা বৌদ্ধ মন্দির।এই মন্দিরটি বান্দরবন শহরের বালাঘাটা এলাকায় অবস্থিত। ধাতু বলতে কোন পবিত্র ব্যক্তির ব্যবহৃত বস্তুকে বোঝায়। এই বৌদ্ধ মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি রয়েছে এবং এটি বাংলাদেশে সর্বাপেক্ষা বড় হীনযান বৌদ্ধ মন্দির হিসেবেই ধরা হয়।

বান্দরবানে বসবাসরত মারমা জাতিগোষ্ঠী হীনযান বৌদ্ধ ধর্মাবলম্বী। ২০০০ সালে দক্ষিণ পূর্ব এশীয় ধাঁচে বার্মার স্থাপত্যবিদের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মান করা হয়।
বুদ্ধ ধাতু জাদি
স্বর্ণ মন্দির,বান্দরবন
বাহির থেকে দৃশ্যপট


বৌদ্ধ মন্দিরটি স্থানীয়দের কাছে কিয়াং নামেও পরিচিত। বুদ্ধ জাদি পাই কিয়াং চট্টগ্রাম বিভাগের বান্দরবন জেলায় অবস্থিত। বান্দরবন জেলায় বাংলাদেশের সর্বোচ্চ দুই পর্বতশৃঙ্গ তাজিংডং এবং কেওক্রাডং অবস্থিত। শহরকে বেস্টন করে সাঙ্গু নদী বয়ে চলে গেছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি বালাঘাট থেকে প্রায় ৪ কিঃমিঃ এবং বান্দরবন সদর থেকে প্রায় ১০ কিঃমিঃ দূরে অবস্থিত।এই পাহাড়ে একটি লেক আছে। লেকের নাম দেবতা পুকুর দেবতা পুকুরটি সাড়ে ৩শত ফুট উচুতে হলেও সব মৌসুমেই পানি থাকে। বৌদ্ধ ভানে-দের মতে এটা দেবতার পুকুর তাই এখানে সব সময় পানি থাকে।

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম একটি হল বুদ্ধ ধাতু জাদি ক্যাং। এই জাদিটি এখন বৌদ্ধ সমপ্রদায়েরই শুধু তীর্থ স্থানই নয় বরং দেশী বিদেশী পর্যটকদের জন্য অন্যতম একটা আকর্ষনীয় স্পটেও পরিণত হয়েছে। এটি স্বর্ণমন্দির নামে পরিচিত পেলেও এটি স্বর্ণ নির্মিত না। মূলত সোনালী রঙের জন্যেই এটির নাম দেয়া হয়েছে স্বর্ণমন্দির।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

হাবিব বলেছেন: গিয়েছিলাম , দেখতে খুবই চমৎকার মন্দিরটা

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা কি আর বলতে । অনেক ধন্যবাদ স্যার।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

ঝিগাতলা বলেছেন: সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের পুরো বাংলাদেশটাই সৌন্দর্যে ঘেরা।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ !! ছবি গুলো অনেক সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন থেকে নিয়মিত মাঝে মধ্যে এরকম জায়গা ঘুরে দেখে আসতে হবে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

বাংলার মেলা বলেছেন: বৌদ্ধরা খুব সাম্প্রদায়িক - তারা বোরখা বা জুব্বা পড়ে কাউকে মন্দির এলাকায় ঢুকতে দেয়না। অথচ ধুতি আর শাল গায়ে ঢুকতে কোন অসুবিধা নেই।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার অবশ্য এ সম্পর্কে তেমন সঠিক ধারণা নেই ভাই।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: ভালো লাগলো পোষ্ট ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু পরিআপু। :)

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: এখানে এখানে প্রবেশ করতে ৫০ টাকা লাগে। আগে টাকা লাগতো না।
আবার প্রবেশের আগে জুতা পড়ে যাওয়া যায় না।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ডিজিট্যাল যুগ কিনা গুরু ভাই সে কারনেই হয়ত এই অবস্থা। সবজায়গায় এখন ভন্ডরা শুধু বিজনেস খুলে বসে আছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: এখানে এখানে প্রবেশ করতে ৫০ টাকা লাগে। আগে টাকা লাগতো না।
আবার প্রবেশের আগে জুতা পড়ে যাওয়া যায় না।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই পূর্বের একই উত্তর। ;)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব সুন্দর একটা জায়গা।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

জনতার আদালত বলেছেন: সুন্দর পোস্ট।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়ু । থ্যাঙ্কু আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.