নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অমর ২১শে গ্রন্থমেলায় নতুন লেখকদের অভিনন্দণ জানাই

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১


বই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। আর সেই ৩২টি বই ছিলো চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ,বর্তমান যেটা মুক্তধারা প্রকাশনী, সেখান থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই। সেই বইগুলো ছিল স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৬ সালে অন্যান্যরা অণুপ্রাণিত হোন। ১৯৭৮ সালে বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমীকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। ১৯৭৯ সালে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা এবং প্রকাশক সমিতি আর সেই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ১৯৮৩ সালে কাজী মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম "অমর একুশে গ্রন্থমেলা"র আয়োজন সম্পন্ন করা হয়। কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হন। সেই মর্মান্তিক ঘটনার পর সে বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। সেই ৩২টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমী চত্বরে স্থান সংকুলান না-হওয়ায় ২০১৪ সাল থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। আর সে বছর ২৯৯টি অংশগ্রহণকারী প্রকাশকের মধ্যে ২৩২জন কে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ করা হয় । ২০০২ সালে মেলায় ২৪০জন এবং ২০১২ সালে সর্বোচ্চ ৪২৫ জন প্রকাশক অংশগ্রহণ করেছিল।
আর এভাবেই গত কয়েক দশক ধরেই নিয়মিত ২১শে বই মেলা হয়ে আসছে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছরও উঠে এসেছেন নানা সংস্থা ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থান থেকে নতুন নতুন লেখক আর পুরনোর পাশিপাশি নতুনদের লেখা বই দিয়ে সাজানো হবে অমর
২১শে গ্রন্থ মেলা ।
আমি আমাদের প্রিয় প্লাটফর্ম সামহোয়্যার ইন ব্লগের যে সকল লেখকরা বহু আগ্রহের সাথে যে বইগুলো এবছর বের করছেন আর সেগুলো নিয়ে যে লেখাগুলো ব্লগে প্রকাশ হয়ছে আমি তার একটা সংকলন করার চেষ্টা করছি ।


গ্রন্থমেলা বা বইমেলা ২০১৯ - আমার বই কঙ্কাবতীর কথা, আমাদের বই লেখাজোকা.....

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

নজরবন্দীঃ শুধুই কি প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার? নাকি একই সাথে একটা নলেজ পিস!

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর প্রথম দিন থেকেই মেলায় থাকছে রু

বইমেলার বই- 'ছায়াপথ'

অরণ্যের গুঞ্জন

একুশে বইমেলা ২০১৯; আজ থেকে আমার গল্পের বায়স্কোপ বইমেলায়।

আমার তৃতীয় নয়ন

বইমেলা ২০১৯, বই ২৮, ২৯, ৩০, ৩১, ৩২

বইমেলা ২০১৯, বই ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭.

বইমেলা ২০১৯, বই ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২

বইমেলা ২০১৯, বই ৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭.

বইমেলা ২০১৯, বই ৪৮. ৪৯. ৫০. ৫১

প্রাণের একূশে বই মেলাঃ প্রিয় ব্লগার শিখা রহমান এর গ্রন্থসমূহ

বইমেলা ২০১৯, বই ১৫,১৬,১৭

বইমেলা ২০১৯, বই ১৮, ১৯, ২০, ২১, ২২

বইমেলা ২০১৯, বই ২৩. ২৪. ২৫. ২৬. ২৭.

একুশে বইমেলায় আসছে টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ

নজরবন্দীঃ শুধু প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার নয় বরং অবশ্যই একটা নলেজ প্রোডাক্ট!

অমর একুশে বইমেলা ২০১৯, ব্লগারদের প্রকাশিত বইসমুহ

বায়স্কোপ: সামু ব্লগের জন্লপ্রিয় বগার কাওসার চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ



অমর একুশে গ্রন্থমেলা -২০১৯ এ প্রকাশিতব্য আমার প্রথম উপন্যাস ''নিনাদ''

অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ এ প্রকাশিত হবে আমার দুটো বই

আমার কাছে মনে হচ্ছে এই পোস্টের লেখকেরা নকল নামের ব্লগার।
এছাড়াও যে সকল প্রিয় ব্লগারদের পোস্ট সংযোগ হয়নি এই পোস্টে তারা তাদের লিঙ্কটি মন্তব্যের মাধ্যমে শেয়ার করুন আমি যোগ
করে দিচ্ছি।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

তারেক_মাহমুদ বলেছেন: সকল লেখকদের শুভেচ্ছা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের জন্য শুভ কামনা থাকল ভাই।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

মোঃ খুরশীদ আলম বলেছেন: সকল লেখকদের ‍উত্তোরোত্তর সাফল্য কামনা করি। সেই সাথ এই ব্লগ লেখকেরও।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকল ভাই।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

হাবিব বলেছেন: সকল লেখকদের শুভেচ্ছা ও শুভকামনা

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকল লেখকদের শুভেচ্ছা ও শুভকামনা এবং অভিনন্দণ জানাই। ধন্যবাদ হাবিব ভাই।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: নতুনদের সফলাতা কামনা করছি। দিনে দিনে তারা সাহিত্যের দিকপাল হয়ে ওঠুক।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো আমরাও চাই সেলিম ভাই।আপনাকে অনেক ধন্যবাদ কবি।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

অগ্নি সারথি বলেছেন: নজরবন্দীঃ শুধু প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার নয় বরং অবশ্যই একটা নলেজ প্রোডাক্ট!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই সংযোগ করে দিয়েছি।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

শিখা রহমান বলেছেন: ব্লগের সব লেখক কবিদের বইয়ের সাফল্য কামনা করছি। বইগুলো সংগ্রহের চেষ্টা করবো অবশ্যই।

পোস্টটার জন্যে লেখককে ধন্যবাদ ও শুভকামনা।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: পৃথিবীর শ্রেষ্ঠমেলা বইমেলা

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

নাইম রাজ বলেছেন: সুন্দর একটা সঙ্কলন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সবাইকে অভিনন্দন ।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: সব গুলো পোস্ট দিন এই কটা কেন ? বাকিগুলো দিয়ে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.