|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

গরিবের ঘরে হাতির পা, ঘটনা ঘটেছে আজ আমার এক বন্ধুর বাসায় তার এলাকার এক কাউন্সিলার পদের প্রাথী আমার সেই
বন্ধুর রুমে প্রবেশ করেন এবং আমার সেই বন্ধুকে প্রশ্ন করলেন, আপনি কোন এলাকার ভোটার ?
আমার বন্ধু বললেন, জী আমি এই এলাকারই ভোটার । পরে আমার বন্ধুকে বলা হল,ভাই আমি এবার এই এলাকর কাউন্সিলার পদে
দাঁড়িয়েছি,তাই আপনি আপনার ভোট এবং আপনার স্ত্রী'র মূল্যবান ভোটটা আমাকে দিবেন ।
তখন আমার বন্ধু বললো ঠিক আছে !
তখন সেই কাউন্সিলার প্রাথী আমার বন্ধুর কাছে ওয়াদা করতে বললে ।     
আমার প্রশ্ন আমার ভোট আমি দিবো যাকে খুশি  তাকে দিবো,তাহলে কেন আমার ভোট দেয়ার বিষয়ে অন্যকে ওয়াদা দিতে হবে ? 
নির্বাচন শেষ হয়ে গেলে পাশ করার পর কোনো কাজের জন্য গেলে তখনতো আর আপনাকে কোনো দেখাই পাওয়া যায় না।
আর যেই নির্বাচন সামনে এখন পারেননা পা ধরেন ! 
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই আল্লাহু দেখেন।
২|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:০৪
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:০৪
মাহমুদুর রহমান বলেছেন: তাজুল ভাইয়ের সঙ্গে সহমত।
  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫২
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক।
৩|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:১১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:২১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মামু
আপনি ওয়াদা শব্দ ব্যবহার করে যদি ইসলাম ধর্মের ওয়াদা বুঝিয়ে থাকেন তবে বলবো, ইসলাম এভাবে নিজেকে জনগনের সেবক হওয়ার জন্য বলেনি, বরং জনগনই যাকে তাদের যোগ্য মনে করবে তাকেই নিজেদের জন্য নির্বাচিত করবে। সুতরাং ধর্মীয় ওয়াদার স্তর এখানে নেই বললেই চলে।
দ্বিতীয়ত, আর যদি এটা বাঙালির কালচারে আসার ভয়ে প্রকাশ করে থাকেন, তবে জেনে নিবেন এটা অশিক্ষিত অযোগ্য ব্যক্তিদের থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের উপস্থিত মিথ্যা বলা, যার দ্বায়বার সাধারণ ব্যক্তির নয়।
ধন্যবাদ।