|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 গত কয়েক বছরে ঘটে যাওয়া বাংলাদেশে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের এবং ভবন ধসের কিছু ঘটনা নিয়ে এই পোস্ট।
  আমাদের নিশ্চয় মনে আছে ২০১৩সালে রানা প্লাজা ধসের ঘটনার কথা। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে পোশাক কারখানা রানা প্লাজার ৯ম তলার ভবনটি বিধ্বস্ত হয়৷ বিশ্বের শিল্পকারখানায়  ভয়াবহ দুর্ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম একটি ৷ এই ঘটনায় প্রাণ হারান   প্রায় ১১শ’রও বেশি মানুষ । আর আহত হন প্রায় ২ হাজারেরও বেশি সংখ্যক ৷
  আমাদের নিশ্চয় মনে আছে ২০১৩সালে রানা প্লাজা ধসের ঘটনার কথা। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে পোশাক কারখানা রানা প্লাজার ৯ম তলার ভবনটি বিধ্বস্ত হয়৷ বিশ্বের শিল্পকারখানায়  ভয়াবহ দুর্ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম একটি ৷ এই ঘটনায় প্রাণ হারান   প্রায় ১১শ’রও বেশি মানুষ । আর আহত হন প্রায় ২ হাজারেরও বেশি সংখ্যক ৷
  
 
২০১০ সালের নিমতলী বিস্ফোরণের ঘটনাও দুঃখজনক এবং মনে রাখার মত অন্যতম আরেকটি ঘটনা।২০১০ সালের ৩রা জুন ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারায় প্রায় ১২৪ জন মানুষেরও বেশি ৷এটা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়েছিল আশেপাশের ভবনে৷আর নিমেষে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বহুতল ভবন৷
  আশুলিয়ায় পোশাক কারখানায় সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪শে নভেম্বর৷ আশুলিয়ার তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির ৯ম তলা ভবনে আগুন লেগে প্রাণ হারান ১১২ জন শ্রমিক৷ তদন্তে জানা যায়, ঐ কারখানায় আগুন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ ফ্যাক্টরির সব দরজা বন্ধ করে দিয়েছিল যাতে শ্রমিকরা বের হতে না পারে৷
  আশুলিয়ায় পোশাক কারখানায় সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪শে নভেম্বর৷ আশুলিয়ার তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির ৯ম তলা ভবনে আগুন লেগে প্রাণ হারান ১১২ জন শ্রমিক৷ তদন্তে জানা যায়, ঐ কারখানায় আগুন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ ফ্যাক্টরির সব দরজা বন্ধ করে দিয়েছিল যাতে শ্রমিকরা বের হতে না পারে৷  ঢাকার উত্তরে টঙ্গীতে একটি সিগারেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১৬ সালের ১০ই সেপ্টেম্বর প্রাণ হারান প্রায় ৩১ জন৷ সেই ভবনের নীচে ছিল রাসায়নিক গুদাম যার ফলে দ্রুতই ছড়িয়ে পড়েছিল আগুন৷
 ঢাকার উত্তরে টঙ্গীতে একটি সিগারেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১৬ সালের ১০ই সেপ্টেম্বর প্রাণ হারান প্রায় ৩১ জন৷ সেই ভবনের নীচে ছিল রাসায়নিক গুদাম যার ফলে দ্রুতই ছড়িয়ে পড়েছিল আগুন৷ গাজীপুরে একটি পোশাক কারখানার পেছনে বয়লার বিস্ফোরণে ২০১৭ সালের ৪এ জুলাই প্রায় ১৩ জন মানুষ প্রাণ হারান৷ ভাগ্য ভালো যে, সে সময় ঈদের ছুটি থাকায় অনেক শ্রমিক কারখানায় ছিলেন না৷
 গাজীপুরে একটি পোশাক কারখানার পেছনে বয়লার বিস্ফোরণে ২০১৭ সালের ৪এ জুলাই প্রায় ১৩ জন মানুষ প্রাণ হারান৷ ভাগ্য ভালো যে, সে সময় ঈদের ছুটি থাকায় অনেক শ্রমিক কারখানায় ছিলেন না৷
  
 
২০১৯ সালে ঘটলো চকবাজার ট্র্যাজেডি ।
২০ শে ফেব্রুয়ারি সারাদেশের মানুষ যখন একুশের ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জেগে উঠেন ঠিক সে সময় পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনা ঘটে ।তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কত তার সঠিক অংক এখনো জানা যায়নি৷
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।
২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:৪৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৩:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভয়ানক। ভয়ানক। ভয়ানক।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাংঘাতিক।
৩|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:৪২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পরিকল্পিত নগরায়ন জরুরি। সারা ঢাকা শহরই পুরাতন ঢাকার মতো ঘিঞ্জি হয়ে গেছে, কিলবিল করছে কংক্রিটের ঘরবাড়িতে | এই শহর থেকে কলকারখানা ও অফিস আদালত সরিয়ে বিকেন্দ্রীকরণ না করলে এই সব তদন্ত কমিটি/ফোমিটি, বিশ্লেষণ, আলোচনা, কোনো কিছুই কাজে আসবে না | এই রকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা থেকেই যাবে এবং অনেক ভয়াবহ আকারে |
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৭
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই। সহমত।
৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:২২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  সকাল ৭:২২
রাজীব নুর বলেছেন: যোগ্য লোক লাগবে। আমাদের যোগ্য লোকের খুব অভাব।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৩৪
ল বলেছেন: পরিকল্পিত নগরায়ন জরুরি সাথে সাথে বিদ্যুৎতিক ক্যাবল মাটির নিচে স্হাপন করা জরুরি।