নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মানুষের হার্ট ব্লক বা স্টক হয় কেন ?

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২


আমি কিছু বুঝিনা মানুষের হার্ট স্টক বা ব্লক হয় কেন ?
তবে অনেকের ধারণা বেশি বেশি মদ পান মাদক সেবনে নাকি বেশি স্টক বা ব্লক হওয়ার সম্ভবনা রয়েছে।
আবার যেমন স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি হৃদপিন্ডের করোনারি আর্টারিতে জমে এবং ধমনী প্রাচীর মোটা হয়ে
সহজে রক্ত প্রবাহিত হতে পারে না এবং রক্ত জমাট বেঁধে যায় আর এটাই হল বেশির ভাগ ক্ষেত্রে হার্ট এটাকের কারন।
ঘটনা হল প্রসঙ্গত হার্ডস্টক নিয়ে কথা হচ্ছিল একটা চায়ের দোকানে সেখানে একজন হুটকরে বলে বসলেন
বেশি বেশি মাল খাওয়ারনেই নাকি হার্ডব্লক হয়।
তবে যেটুকো আমি জানি !
হার্ট এটাক সব বয়সে একরকমভাবে হয় না। সাধারনত মধ্যবয়সে কিংবা বৃদ্ধ বয়সে এ রোগটি বেশি হতে পারে।
সাধারনত মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়।
বংশে কারও হার্ট এটাক হয়ে থাকলে হার্ট এটাকের ঝুকি অনেক বেশি থাকে।
ধুমপান, মদ্যপান ইত্যাদি কারনে হার্ট অ্যাটাকের ঝুকি অনেক বেড়ে যায়।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার লিপিডেমিয়া ইত্যাদি রোগের কারনে হার্ট এটাক হতে পারে।
শারীরিক পরিশ্রমের অভাবে মুটিয়ে যাওয়া বা স্থূলতা হার্ট এটাকের একটি কারন।
অধিক হারে চর্বি জাতীয় খাদ্য গ্রহন করলে এবং শাক সবজি ও আঁশ জাতীয় খাবার কম খেলে।
অতিরিক্ত মানসিক চাপ বা অশান্তির ফলে।
জন্মনিয়ন্ত্রক পিল বা অন্য কোন হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধ সেবনের ফলে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

নয়া পাঠক বলেছেন: মামা যদি ডাক্তার হইতেন তাইলে সবই বুইজা ফালাইতেন।

তবে ডাক্তার না হইয়াও কিন্তু যথাযথ কারণ উদ্ঘাটন কইরা ফালাইছেন।

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১২

নতুন বলেছেন: আপনি ঠিকই লিখেছেন।

চায়ের দোকানের গুজব তো এই রকমেরই হবে...

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব খারাপ লাগে এই ধরনের গুজব শুনলে।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

রাকিব আর পি এম সি বলেছেন: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই দুটো কন্ট্রোলে রাখলে অনেক ধরনের রোগ থেকেই রক্ষা পাওয়া যায়।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: আল্লাহ মাফ করুক।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনামে স্টক নয় স্ট্রোক হবে।
মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে আক্রান্ত অংশের কোষ নষ্ট হওয়াকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে আখ্যায়িত করা হয়। বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর চতুর্থ কারণ হিসেবে গণ্য হয়ে থাকে। দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল---অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক অক্ষমতা দেখা দেয়। যেগুলোকে স্ট্রোকের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন : প্যারালাইসিস, পা, হাত, মুখ অথবা শরীরের ডান বা বাম অংশ অবস হয়ে যাওয়া। কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হওয়া, বিভ্রান্তিকর অবস্থায় পতিত হওয়া, কথা জড়িয়ে আসা, একটা চোখে অথবা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া, অথবা ঝাপসা দেখা, চলাফেরা করতে না পারা, চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া, বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া, হঠাৎ তীব্র মাথাব্যথা দেখা দেওয়া।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৫০

মাহমুদুর রহমান বলেছেন: আমার মাথায় এক আকাশ চিন্তা ঘুরপাক খায় সর্বদা।একটা পর্যায়ে এসে মাথা ব্যাথাও করে ওঠে।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো তথ্য দিলেন আপনি ।

৮| ০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


হার্টে কারো জন্য ভালোবাসা না থাকলে, উহাতে ব্লক হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.