![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য কি ?
পুড়ানো ছাড়া বা না পুড়িয়ে যে তামাক দ্রব্য সেবন করা হয় সেটাই হল ধোয়াবিহীন তামাক দ্রব্য। যেমন,মুখে রেখে দাঁতে চিবিয়ে বা
নাক দিয়ে ঘ্রাণ শুকে নেয়া,যেমন পান যারা খান বা বিভিন্ন ধরনের জর্দ্দা ও তামাক পাতা দিয়ে পান খাওয়াও এক প্রকার ধোঁয়াবিহীন
তামাকজাত দ্রব্য সেবন যা আমাদের ব্যবহার করা মোটেও ঠিক না।পানকে অবশ্য বাংলা ভাষায় পান এবং হিন্দী ভাষায় পায়ান বা তাম্বুলা এবং নাগাভাল্লী সংস্কৃত তানবুল ফারসি ভাষা ইত্যাদি নামে ডাকা হয় ।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ বলেছেন সাধারণত গ্লিসারিন পার পটাশিয়াম এবং পানির মিশ্রণে এই ধরনের আগুন তৈরি হয়। এই উপাদানগুলো বেশি মাত্রায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে। কিন্তু পানে এ মাত্রা কম থাকায় লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হয়। তিনি আরও বলেন, মানুষের শরীরের ভেতরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে আগুন পানের তাপ বেশি থাকবে। সেক্ষেত্রে মুখের ভেতরের কোষগুলো পুড়ে যেতে পারে। নিয়মিত খেলে খাদ্যনালিতে ক্যানসার হতে পারে।খাদ্যনালির ক্যান্সার বেশির ভাগ সময় খুব দেরিতে ধরা পড়ে।আর নানা ধরনের উপসর্গের সঙ্গে গুলিয়ে যায় রোগের লক্ষণ। আর সেজন্য চিকিৎসারও সুযোগ প্রায় হাত থেকে বেরিয়ে যায় ততদিনে।আর খাদ্যনালির ক্যান্সার হওয়ার
বেশির ভাগ কারন হল তামাকজাত দ্রব্য জর্দ্দা ও গুল ব্যবহার করার জন্য।অনেকেই হয়ত জানেননা তামাক দ্রব্য বা সিগারেটের মত
পানের সাথে খাওয়া তামাক পাতা বা জর্দ্দাতেও আছে নিকোটিন আর সেই নিকোটিন মুখের ভিতরের আস্তরণ দিয়ে পুরো শরীরে ধীরে
ধীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মত মরণ ব্যাধিতে আক্রান্ত করে ।
দুঃখীত সামুতে ছবি আপলোড করতে পারছিনা তামাক নিয়ে আরো কথা হবে পরের লেখায় । আজ বেশি রাত হয়েগেছে । এখন
খেয়ে ঘুমাতে যাবো।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক চেষ্টা সর্তেও ব্যার্থ হয়েছি ভাই।
২| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: উপকারী পোস্ট।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কারো উপকারে আসলেই পোস্ট সার্থক।
৩| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: আমি নিজেই তো প্রচুর সিগারেট খাই। জানি খারাপ তাও খাই।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জেনে শুনে পাপ করলে ক্ষমা পাওয়া যায়না।
৪| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
এসব নিষিদ্ধ করে দিলে ঝামেলা কমে যেতো!
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত করেনাতো কেউ ওস্তাদ।
৫| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান বলেছেন: আমার খুব ইচ্ছে করছে সিগারেট খাওয়া ছেড়ে দিতে কিন্তু পারি না।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চেষ্টা থাকলে উপায় হয়।
৬| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু মানুষ তো বুঝে না
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আপু।
৭| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: আমরা সিগারেটকে সবাই দোষ দেই, কিন্তু একই দোষে দুষ্ট গুল, জর্দা, ইত্যাদির ব্যাপারে বেশ উদাসীন থাকি।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত স্যার।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: ছবি যোগ করতে পারেননি জেনে খুব খারাপ লাগলো...
https://www.somewhereinblog.net/blog/aiub047/30272735
এই পোস্টে যান...
কিভাবে সামু আগের মত চালাতে পারবেন সব এখানে দেয়া আছে...
তবে কোন ঝামেলা পোহাতে হবে না যদি অপেরা মিনি ব্যবহার করেন... আমি অপেরা মিনি দিয়ে চালায়.. ছবি আপলোড দেয়া যায়...