নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রাইভেট হাসপাতালগুলো যেন কসাই খানা হয়ে যাচ্ছে

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২০

মনে হচ্ছে বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলো শুধু টাকা যাদের আছে তাদের সেবা দেয়ার জন্যয় নিয়োজিত।
একটা হাসপাতালও সম্ভত পারদে ১০০০ টাকার নিচে সিট ভাড়া নাই। এরপর দিনে দুই তিনবার ডাক্তার যান ঠিকি
তবে নিজে হাতে সম্ভবত রোগীকে ঠিকমত ছুঁয়েও দেখেন না,তবুও তাদেরকে ১বার ৪০০ থেকে ৬০০টাকা ফী দিতে
হলে দিনে ৩বারে প্রায় ১২০০ থেকে ১৮০০টাকা ফি দিতে হয়। তার মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে ডাক্তার সাহেবরা একটা
জর মাপানি বা পেসার মাপার যন্ত্র নিয়ে যেয়ে রোগীদের যেটুকো সেবা প্রদান করেন সেটুকো হয়ত সাধারন ফারমিসিতে
২০ টাকা লাগে। এরপর একজন রোগীর যদি রক্তের প্রয়োজন হয় আর যদি রক্ত দেয়ার ডোনার রোগীদের থাকে সে ক্ষেত্রেও
সেই ডোনারের রক্ত টেস্ট করাতে প্রায় ৯৬০ থেকে ১০০০ প্রদান করতে হয়। আবার একদিন দুইদিন পর পর এই টেস্ট সেই
টেস্ট করাতে করাতে রোগীর চিকিৎসা করার জন্য অবসিস্থ টাকাও থাকেনা । আর এসব সমস্যার কারনে অনেক সময় এমনও
রোগী আছে যে ৩০ হাজার ৪০ হাজার টাকা খরচ করে ভালো করা সম্ভব হলেও অন্যান্য টেস্টফেস্ট করাতে করাতে মূল
চিকিৎসার টাকা থাকেনা। আরো অনেক অনেক সমস্যা যা একবারে বলে শেষ করা সম্ভবনা।অথচ চাইলে একটা প্রাইভেট হাসপাতাল একজন রোগীর জন্য অনেক ছাড় দিতে পারেন। :(

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫

জুন বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রে ডাক্তার সাহেবরা একটা জর মাপানি বা পেসার মাপার যন্ত্র নিয়ে যেয়ে রোগীদের যেটুকো সেবা প্রদান করেন সেটুকো হয়ত সাধারন ফারমিসিতে ২০ টাকা লাগে। এরপর একজন রোগীর যদি রক্তের প্রয়োজন হয় আর যদি রক্ত দেয়ার ডোনার রোগীদের থাকে সে ক্ষেত্রেও সেই ডোনারের রক্ত টেস্ট করাতে প্রায় ৯৬০ থেকে ১০০০ প্রদান করতে হয়। আবার একদিন দুইদিন পর পর এই টেস্ট সেই টেস্ট করাতে করাতে রোগীর চিকিৎসা করার জন্য অবসিস্থ টাকাও থাকেনা ।
সর্বাংশে সত্য হাসু মামা । আমিও এমন ভুক্তভোগী ।

অটঃ আপনার পোষ্টে ছবি সংযুক্ত করলেন কি ভাবে ?
আমি অনেক চেষ্টা করেও পারছিনা :(

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু। আগের পোস্টে আপলোডকৃত ছবি থেকে নেয়া।

২| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৬

জুন বলেছেন: হাসু মামা এখনতো পোষ্টে ছবি আপলোড অপশন বন্ধ । আপনি কি করে পারলেন ?
কি ভাবে এই পোষ্টে ছবি সংযুক্ত করলেন সেটা বলেন ধাপে ধাপে :)

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রথমে পূর্বের পোস্টে যান Click This Link
তারপর অ্যাডিত অপশনে একটা চাপ মারুন এরপর সেই পোস্ট থেকে আপনার পুর্বের আবলোডকৃত ছবিটা কপি করুন
এরপর আপনার বর্তমান পোস্টে পেস্ট করুন ব্যাস হয়ে গেল।

৩| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১১

আমি মুক্তা বলেছেন: বেসরকারি হাসপাতাল যদি ছাড় দিয়ে চিকিৎসা চালায় তাহলে ব্যবসা করবে কে?

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বলে মানুষ হত্যা করে বিজনেস চলতে পারেনা। :(

৪| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৩

আমি মুক্তা বলেছেন: এটাই তো সবসময় চলে আসছে, দুয়েকদিন হইচই তারপর যায়গামত আয়ের ভাগ, এরপর সব ঠাণ্ডা। এটা চলতে থাকবে যতদিন এদেশ, এ সমাজ থেকে দূর্ণীতি, ঘুষ আর অন্যায়-অপশক্তি দূর না হবে।

এটা নিয়ে টেনশনের কিছু নাই মামা, অনেক প্রতিবাদ অনেক আন্দোলন আগেও হয়েছে ভবিষ্যতেও হবে, কিন্তু যে লাউ সেই কদুই রবে।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও আমাদের সকলের মিলে এসব অন্যায়ের বিরুদ্ধে শক্ত ভাবে দাঁড়ানো দরকার।

৫| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

জুন বলেছেন: হাসু মামা এত সহজ হলেতো কথাই ছিল না আপনাকে বিরক্ত করার :(
আপনি কি নরম্যালি লগ হচ্ছেন ? আমি ভিপিএন দিয়ে ।
তার জন্যই সমস্যা কি না বুঝতে পারছি না । নইলে আমি আমার পোষ্টে ৩০/৪০টা ছবি দেই সাধারনত :((
পোষ্টে ছবি আপলোড করার অপশন খুলে দিক । মন্তব্যটা না হয় বন্ধ রাখুক ।

আপনার গুরুত্বপুর্ন পোষ্টে এ ধরনের মন্তব্যের জন্য দুঃখিত /:)

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে আপু এখান থেকে আইডিয়া নিন
https://www.somewhereinblog.net/blog/aiub047/30272735

৬| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৯

ব্লগ মাস্টার বলেছেন: বুঝিনা এসব নিয়ে এত হৈচৈএর কি আছে ? আপনাদের মাথায় আসলে জ্ঞান বুদ্ধি কম । এইসব বিষয় নিয়ে বেশি লাফালাফি করে কোনো লাভ হয়নি আর কখনো হবে বলেও মনে হয়না।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: সরকারী হাসপাতালে সেবা দেয় না। তাই বেসরকারী হাসপাতাল ব্যবসা এখন রমরমা।

সরকারী হাসপাতালে ভালো সেবা দিলে... মানুষের ভীড় সেখানে বেশি থাকলে তখন বেসরকারীরা কম খরচে ভালো সেবা দেবার চেস্টা করতো।

এখন হাসপাতাল ব্যাবসা খুবই ভালো আমাদের দেশে। দেখবেন বাইরের বিনিয়োগ ও আসবে খুব শিগ্রহী।

৮| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

আরোগ্য বলেছেন: আপনি তো রক্ত পরীক্ষার ফি অনেক কম লিখেছেন। চার বছর আগে যখন আমার আম্মু হসপিটালে ভর্তি ছিল তখনই তো 2500 টাকা ছিল।
প্রাইভেট হসপিটালের ডাক্তাররা পুরাই ডাকাত।

৯| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: কসাইয়ের চেয়ে খারাপ।
ডাকাত।

১০| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: ডাকাত ডাকাত!!

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.