|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পৃথিবীতে আমার সব থেকে বড় আপনজন ছিলেন একজন মানুষ যিনি সব সময় ছায়ার মত মাথার উপরে থাকতেন,তিনি হলেন আমার মা।
আর  আমার সেই মা এই পৃথিবীতে আর মাত্র কয়েক দিন বা কয়েক ঘন্টা হতে পারে কয়েক মুহুর্তের মেহমান হিসেবে আছেন।এখন তিনি সর্বনাশা লিভার ক্যান্সারে আক্রন্ত হয়ে কঠিন মৃত্যুর সাথে লড়াই করছেন হাসপাতালের ব্রেডে শুয়ে । আর কয়েক দিন বা কয়েক মুহুর্ত পরে হয়ত মা বলে ডাকার শব্দটা আমার জীবন মুছে যাবে। সকলের আমার মায়ের জন্য দোয়া
করবেন। আমার মায়ের এই করুন মুহুর্তে পরম করুণাময় আল্লাহু যেন তার পাশে থাকেন।
 ২১ টি
    	২১ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:৪৬
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরম করুনাময় দয়ালু আল্লাহু আপনার এবং আমাদের সকলের দোয়া যেন কবুল করেন। সব থেকে বড় কষ্ট এটাই ভাই,যে এতবড়
একটা রোগ নিয়ে তিনি বেঁচে ছিলেন যা আগে ধরতেই পারি নাই। গত এক মাস আগে হঠাৎ একদিন মাঝ রাতে কাপুনি দিয়ে জর
আসলো পরদিন নিয়ে গেলাম ডাক্তারের কাছে উনি একটা রক্ত টেসট করিয়ে বললেন টাইফেড জর হয়েছে তারপর তিনদিন হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয়ে যান এবং ডাক্তারও বললেন আপনার মা এখন সুস্থ তাকে বাসায় নিয়ে
যান আর দুটো সুই বাকি আছে ওই দুটো বাসায় দিয়ে নিবেন ।তারপর বাসায় এনে সুই দেয়া হল এবং সুস্থহয়েও গেল 
কিন্ত যেদিন সুই দেয়া শেষ ঠিক সেদিন মাঝ রাতেই আবার জর । পরদিন আবার অন্য এক ডাক্তারের কাছে নেয়া হলে তিনি বলেন
তার টাইফেড ভালো হয়নি তাকে সাতদিন হাসপাতালে রেখে সুই দিতে হবে । পরে আমরা বললাম ঠিক আছে ।উনিও সুই দিলেন
কিন্তু কোনো কাজ হলো না জর রয়েই গেল পরে তিনি আবার একটা টেস্ট করালেন এবং সেই টেস্টের পর বললেন উনার লিভারে
সমস্যার কথা। মাথায় আমার কিছু ধরতে চায়ছে না ।
২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:২৬
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:২৬
ঢাকার লোক বলেছেন: আল্লাহ আপনার মায়ের প্রতি তাঁর অনন্ত রহমত বর্ষণ করুন এবং দুনিয়া ও আখিরাত উভয় জগতে সর্বোচ্চ সাফল্য ও মর্যাদা দান করুন । আমিন !!
  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:৪৯
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১:১৯
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার আম্মার শেফার জন্য দোয়া রইল। আল্লাহ ওনার কষ্ট লাগব করে যেনো দেয়। হায়াত মউত সবি আল্লাহর হাতে। আল্লাহ যেমন চান তাই হবে।
৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১:২১
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১:২১
নতুন বলেছেন: ভাই মন শক্ত করেন... মা চলে যাবে এটা আসলে মানুষ কখনো কল্পনাও করতে চায় না... 
আমার মাও গত নভেম্বরে চলে গেছেন... জীবনের মানে পাল্টে যায় মা না থাকলে...  
 
দোয়া করি আপনার মা সুস্হ হয়ে উঠুক ...
  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৯
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মা আর এই পৃথিবীতে নেই ভাই। চলেগেছেন অন্য কোনো অজানা এক নতুন পৃথিবীতে ।দোআ করবেন আমার মা সহ পৃথিবী ছেড়ে
চলে যাওয়া সকলের জন্য।
৫|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ২:৪৬
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ২:৪৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব কষ্ট লাগছে। তবুও বলি, শক্ত থাকুন। সমস্ত সময় ওনাকে দিন। আমরাও যাব। আগে আর পরে। এমনি কোনো অজুহাতে।
৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৪:২০
০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন: 
উনার কাছে থাকুন, সাহায্য করুন
৭|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৪:২০
০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৪:২০
এম এ কাশেম বলেছেন: মৃত্যু অনিবার্য, ধৈর্য ধরুন।
আল্লাহ আপনার মাকে শেফা দিক অথবা ইমানের সাথে মৃত্য দান করুক।
৮|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৬:০৮
০৪ ঠা এপ্রিল, ২০১৯  ভোর ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন: আপনার স্নেহময়ী মায়ের এই বেদনাদায়ক ব্যধির সংবাদ শুনে খুবই কষ্ট পেলাম । কায়মনোবাক্যে আল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন উনাকে পুর্ণ সুস্থতা দান করেন । এটা সর্বান্তকরনে বিশ্বাস করি আল্লা যাকে যতদিন হায়াত দিয়েছেন তিনি ততদিন এই ধরাধামে জিবীত থাকবেন , কোন রোগ ব্যধিই তার জীবনাবশান ঘটাতে পবরবেনা । মহান রাব্বুল আলামীন ইচ্ছা করলে যে কারুর হায়াত বৃদ্ধি করে তাকে দীর্ঘদিন সুস্থ দেহে এই ধরাধামে জিবীত থাকার তৌফিক দিতে পারেন । এরকম অসংখ্য উদাহরণ এ জগতে রয়েছে । এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে আজ হতে প্রয় ৪০ বছর পুর্বে আমার মা দুরারোগ্য কেনসারে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুপথে চলে গিয়েছিলেন । একদিন এমন অবস্থা হয়েছিল যে তা্র নাড়ীর সমস্ত স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল , আমরা সকলে ধরেই নিয়েছলিাম এই বুজি সবই শেষ । কিন্তু আল্লার ্অশেষ কৃপায় সকলের দোয়ার বদৌলতে বলতে গেলে অলৌকিক ভাবে সে যাত্রায় মা আমার মৃত্যুর দোয়ার হতে ফিরে আসেন ও দীর্ঘ দিন সুস্থ দেহে বেচে ছিলেন । যাহোক কথা হলো আপনার স্নেহেময়ী মায়ের জন্য আমরা সকলে পরম করুনাময় আল্লার কাছে দুহাত তুলে মোনাজাত করছি তিনি যেন উনাকে পুর্ণ সুস্থতা দান করেন । আমীন
৯|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:১৩
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:১৩
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
১০|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:২৮
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:২৮
মলাসইলমুইনা বলেছেন: হাসু মামা,  
আলী ভাইয়ের মত বলি ধৈর্য্য হারাবেন না ।আল্লাহ হায়াত রেখে থাকলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন নিশ্চই ।আল্লাহ তার জন্য যেটা মঙ্গলজনক সেটাই যেন করেন । আল্লাহ আপনার মার ওপর অনন্ত রহমত করুন সেই কামনা করছি।
১১|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:৫৪
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৭:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: 
আপনার স্নেহময়ী মায়ের এই কঠিন ব্যধির সংবাদ শুনে খুবই কষ্ট পেলাম।
মা হারানোর বেদনা যে কত কঠিন, সেটা আমি বুঝি।
তবে বর্তমানে ক্যানসারের অনেক ট্রিটমেন্ট এসেছে। আগাম জানতে পারলে ৯০% ক্যানসার ঠেকিয়ে দেয়া সম্ভব হচ্ছে।
তবে লিভারের ক্যানসারটা জটিল।
মানুষের ফুসফুস ২টা, কিডনি ২ টা, কিন্তু লিভার একটা। লিভারে ক্যানসার বা সিরোসিস হলে রোগির অবস্থা জটিল হয়ে যায়।
১২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৮:০৫
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৮:০৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। কারণ আমিও আপনার মতো ভুক্তভোগী।  আপনার মায়ের জন্য দোয়া করছি। আল্লাহ সোবাহানা তায়ালা উনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।
১৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৯:৪৪
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ৯:৪৪
জুন বলেছেন: আপনাকে স্বান্তনা দেয়ার মত কোন ভাষা আমার জানা নেই হাসু মামা। আমার কৈশরকালে মাকে হারিয়েছিলাম এই ভয়ংকর রোগে। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি উনি যেন আপনার মাকে সুস্থ করে দেন।
১৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ১১:৪৬
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ১১:৪৬
শাহাদাত নিরব বলেছেন: মা হারানোর এই ব্যাথা টা আমি অনুধাবন করেছি 
যেই বয়সে মায়ের পাশে থাকার কথা সেই সময়ে প্রবাস কাটিয়েছি।
আপনার মায়ের প্রতি অনন্ত রহমত বর্ষন করুক ।
আমীন
১৫|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ১১:৪৮
০৪ ঠা এপ্রিল, ২০১৯  সকাল ১১:৪৮
আরাফআহনাফ বলেছেন: মহান রাব্বুল আলামীন আপনার মাকে শেফা দান করুন - তাঁর কস্ট লাঘব করুন - তাঁকে হায়াতে তাইয়্যেবা দান করুন ।
আল্লাহ আপনাকে ধৈর্য্য ধারন করার শক্তি দান করুন।
রাব্বীর হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা 
- আমীন - আমীন।
১৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ১:০১
০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ১:০১
ভুয়া মফিজ বলেছেন: আল্লাহ আপনাকে ধৈর্য ধারন করার শক্তি দিন আর আপনার মাকে দ্রুত সুস্থতা দান করুন, এই দোয়াই করি।
১৭|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ১:১২
০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ১:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ আপনাদের সহায় হোক
১৮|  ০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ২:৩৮
০৪ ঠা এপ্রিল, ২০১৯  দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আল্লাহ ওনার সহায় হন।
এই হোক প্রার্থনা কেউ যেন আর এ ব্যাধিতে ভুগে ওপারে যাত্রা না করে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:১৮
০৪ ঠা এপ্রিল, ২০১৯  রাত ১২:১৮
আহমেদ জী এস বলেছেন:

 (
(
 :হাসু মামা,
:হাসু মামা,
কি নিদারূন একটি খবর জানালেন!
ক্যান্সারের নির্মমতা আমার জানা আছে। আপনার মাথায় ছায়াদানকারীনি আপনার মা'য়ের কষ্ট বুঝতে পারি, বুঝতে পারি আপনাকে।
জীবনদাতার কাছে করজোড়ে প্রার্থনা- তিনি যেন আপনার মা'কে ঘিরে থাকেন...............