নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মা,কে নিয়ে শেষ যাত্রা

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৫

একটা বিষয় খুবই অদ্ভূত কেহ মানতে রাজি নন তবুও অবশেষে সেটাই মানতে হয় বা সেখানেই নিয়তী নিরব। আর সেটা হল
মানুষের মৃত্যু।আমাদের মধ্যে অনেকেই আছি আমাদের যে সকলেরি একদিন মায়া ভরা রঙ্গিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
সেটা মনে রাখিনা।কিন্তু যখন মৃত্যু একদম সামনে এসে যায় তখন সেটাকে আর না মেনে পিছু হাটতেও পারিনা, মৃত্যুই যে আমাদের
মানব সম্প্রদায়ের শেষ নিয়তী বিষয়টা প্রতি মুহুর্তে আমাদের মনে রাখা প্রয়োজন।

আজ পোনের দিন হল আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন।৬ই এপ্রিল রোজ শনিবার বিকেল ৫:৪৫মিনিটে মা শেষ নিঃশ্বাস ত্যাগ
করেছেন। মাকে শেষ বিদায়ের জন্য স্থান ঠিক করা হল,সকলে মিলে পদক্ষেপ নিলাম গাড়ি ঠিক করলাম ঠাকুর গাঁয়ের উদ্ধেশ্যে।
সেদিন দিন ও আবহাওয়া সব কিছুই ভালো ছিল,কিন্তু হঠাৎ রাত ৯টায় বৃষ্টি শুরু হয়।তবুও মায়ের জানাজা সম্পন্য করলাম এবং
আল্লাহুর নাম নিয়ে মায়র কফিন সঙ্গে নিয়ে আমি,আমা ছোট দুই ভাই এবং আমার এক বড় ভাই ও খালাতো ভাই আর দুই খালাতো
বোন মিলে আমরা ঠাকুর গাঁয়ের উদ্ধেশ্যে রওনা হোলাম,রাস্তায় যানজট থাকায় উত্তরা পযন্ত যেতে যেতে আমাদের রাত ১১টা বেজে যায়।
বৃষ্টি বেড়েই চলছে আর গাড়ির উপরে যে টিরপল দেয়া হয়েছিল সেটা ভালো না থাকায় আমরাতো ভিজে গেছিই এমনকি মায়ের কফিনও
ভিজে যাওয়ার অবস্থা পরে কোনো উপায় না দেখে গাড়ির চালককে বলাম গাড়ি থামাতে উনি গাড়ি থামালেন উনাকে ডেকে বললাম ভাই
এভাবে যাওয়া সম্ভব না। চালক নেমে এসে আমাদের অবস্থা দেখে উনিও বললেন আসলে অনেক দূরের পথ তাছাড়া বৃষ্টি কমার পরিবর্তে
যেন আরো বেড়েই চলছে,তাই গাড়ির চালক আমাদের পরামর্শ দেন সামনে হাসপাটাল আছে আপনেরা সেখান থেকে একটা এম্বুলেন্স
ভাড়া নিয়ে নেন আর মনে চাইলে আমাকে তেল খরচ হিসেবে যা মনে চায় দিয়ে দেন । আমারা আগ পিছু আর কিছু না ভেবে সামনে
হাসপাটাল থেকে একটা এম্বুলেন্স ভাড়া নিয়ে নিলাম আর আগের চালককে ১০০০ টাকা দিয়ে দিলাম ।আবার নতুন করে যাত্রা শুরু
হলো আমাদের ঠাকুর গায়ের উদ্ধেশ্যে।রাত তখন প্রায় ৩:৩০মিনিটের মত বাজে আমরা যখন যমুনা সেতুর পার হচ্ছি। পরে সিরাজগঞ্জ
গাড়ি থামিয়ে সকলে চোখমুখে পানি দিয়ে হালকা চা নাষ্টা করলাম। গাড়ি যতই স্প্রিট বাড়াচ্ছে কিন্তু গাড়ি কোনো ভাবেই ৬০ এর উপরে
চলছেনা আর চালকও যেন কয়েক মিনিট পর পর ঘুমের দেশে হারিয়ে যাচ্ছেন,আর এই জন্য যমুনা সেতু পার হওয়ার পর ৪ কি সারে চার ঘন্টার রাস্তা যেতে হয়েছে প্রায় সারে সাত ঘন্টায় । যাইহোক সকাল সারে এগারোটায় আমরা যেয়ে উঠলাম ঠাকুর গা আমাদের বাড়িতে।
অবশ্য ঠাকুর গা মেন শহর থেকেও আরো প্রায় ১১ কিলোমিটার ভিতরে আমাদের গ্রাম।

গাড়ি থেকে মায়ের কফিন নামাতেই মামা,মামী,খালা,খালু,খালাতো ভাই,বোন,এবং মামাতো ভাই,বোন এবং আরো অন্যান্য আত্মীয়স্বজন
একে অপরকে ধরে কান্না শুরু করল।আমি ও আমার এক খালাতো ভাই আমরা দুজন মিলে গাড়ির চালককে ভাড়া এবং খাবারের জন্য
আলেদা ভাবে ৫০০টাকা বেশি দিয়ে তাকে বিদায় করে দিলাম। দীর্ঘ প্রায় দের ঘন্টা আত্মীয়স্বজনরা আসলেন মাকে শেষ দেখা দেখলেন
চোখের পানি ফেললেন। এর মধ্যে জোহরের নামজ শেষ হল আমরাও মাকে কাধে করে নিয়ে গেলাম ঈদ গাঁ ময়দানে সেখানে আবারো
মায়ের জানাজা হল,তারপর আবার সকলে মিলে মাকে কাধে করে নিয়ে গেলাম এবং মায়ের শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে মাকে শেষ
বিদায় জানিয়ে চোখের পানি ফেলতে ফেলতে মা বিহীন বাড়ি ফিরলাম।

মা তুমি যেখানে আছো ভালো থেকো।পরম করুনাময় আল্লাহু আমার মাকে জান্নাতবাসী করুন।

ছিলেন মা,
মৃত্যুর পরে হলেন লাশ।
সারে তিন হাত মাটির ঘরে শুণ্য জমিনে হল তার বিশানা,
চাল হল তার জঙ্গলের বাঁশ ।
আসবেন না মা আর ফিরে,
থাকবেননা ছেলে ফিরে আসাকে নিয়ে,
আর কেহ নতুন কোনো স্বপ্ন ঘীরে।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই আসল নিয়তী এখানে কোনো ভেজাল নাই এমনকি কোনো দুই নাম্বারি করার সুযোগও নাই।নাই কাউকে ঘুষ দিয়ে মায়ের মৃত্যুকে থামানর কোনো পথ।

২| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ আপনার মাকে ক্ষমা করুন এবং বেহেশত নসিব দান করুন।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন।

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে আপনার এই কষ্টটা যেন কমে আসে, সেই কামনা রলো।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন । ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেকদিন পরে আমার ব্লগে নীজের লেখা একটি কবিতা পোষ্ট করতে এসে প্রথম পাতায় আপনার এ পোষ্টে চোখ আটকে যায় । লেখাটি এক দমে পাঠ করি । এটা পাঠের পরে মনে বদ্ধমুল ধারনা হল মন্তব্যের ঘরে কিছু কথা লেখার জন্য আমার লেখা কবিতাটি এখানেই মানায় ভালো। তাই সামান্য দু একটা অক্ষর পরিবর্তন করে কবিতাটি এখানেই আপনার জান্নাতবাসী মায়ের স্মরনে রেখে গলোম ।

মৃত্যুর চেয়ে এ ভবে চির সত্য কিছু নেই
যে যেখানে থাকুক মৃত্যু সেতো আসবেই
বর্তমান মুহূর্তটিই কেবল হয়ে যাবে স্মৃতি ।

পরম সত্য এ বন্ধুটিকে কে কয়বার স্মরি ?
কে কয়দিন দেখতে যাই কিংবা ঘুরি
গোরস্থান,শ্মশান কিংবা কোন মৃত্যুপুরী।

মৃত্যু উপলব্ধি তরে গোরস্থানই সেরা স্থান
সকলের বাড়ীর কাছেই আছে কবরস্থান
ঘুমিয়ে যেথায় আছে নীজেদেরই স্বজন ।

তাদের সাথে দীর্ঘ ঘুমের বিছানা সঙ্গী
আছে জগতের কৃত কর্মের সকল স্মৃতি
সেখানে মাটির ভেতর শুয়ে আছে তাদের অতীত
মাটির ওপর সবুজ দুর্বা ঘাস আর সমাধি লীপি।

তাদের অনেকেরই ছিলনা প্রাসাদের মতো বাড়ি
বাপ দাদারাও ছিলেননা তেমন কোন আহামরি
অতি সাধারণ মানুষ ছিলেন তারা
সাধারণের সাথেই হয়েছিল বিয়েশাদি।

কেমন আছে ঘাসের আচ্ছাদনে থাকা স্বজন
পৃথিবীর চরম সত্যটাকে মেনে নেয়া ছাড়া
কোনো কিছু তাদের করার নেই এখন।

ক্ষনকালের জীবন যুদ্ধে ক্লান্ত তারা
শান্তিময় দীর্ঘ ছুটির দিন কাটান এখন
ভাবেন ভালোবাসতে তারা জানতেন
আর হৃদয়টি ছিল তাদের পরিশুদ্ধ।

অন্যরাও তাই তাদের ভালোবাসত
তাদের মতো অমন শোকাহত করে
জগত হতে কম জনই বিদায় নিত।

এটুকুর জন্য তাদের কতই না সহজ
বিশুদ্ধ জীবন হয়েছে করতে পালন
লোভের মোহে জীবনের পথকে জটিল
না করে সরল পথেই করেছেন ভ্রমন ।

দুরারোগ্য কেনসারে জননী আপনার মারা যান সম্প্রতি
জননী এবং বন্ধু হিসেবে জগত সংসারে ছিলেন আদর্শ অতি
দায়িত্ববোধ ছিল, ছিলেন ভালোবাসাপ্রবণ, নীতির প্রতি অনুগত
বিশুদ্ধ সেই অমরাত্মা চিরশান্তিতে থাকুক কবরে শায়িত।

কবরে শায়িত অবকাশ ক্ষনে হয়ত ভাববেন
সময়ের প্রয়োজনে ভালোবাসতে এসেছিলাম ভবে
আপন ঠিকানায় ফিরার পরে সবাই এখন
পরম মমতাভরে স্মরন করবে আমাকে।

হৃদয় কোণে জমে থাকা তাদের কথাই স্মরি
আর মনের গহীনে একটি কথাই সতত ঘুরে
তারাই আশীর্বাদপ্রাপ্ত যারা সৃষ্টিকর্তা কর্তৃক
নির্বাচিত হয়েছেন চিরশান্তি মৃত্যুর তরে ।

আপনার স্নেহময়ী মা জান্নাতবাসী হয়ে
চির শান্তিতে থাকুন এ কামনাই করি ।

শুভেচ্ছা রইল

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন। ভাই দোআ করবেন ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫২

রাজীব নুর বলেছেন: আল্লাহ মাকে জান্নাতবাসী করুন।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

নজসু বলেছেন:



আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে, উনি যেন আমার মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু দেন।
হয়তো কষ্টটা সইতে পারবো না।
আপনাকে দিয়ে নিজেকে উপলব্ধি করছি ভাই।
রূহের মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।
আমিন।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন।

৭| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মায়ের মতোন আরতো কেহ ভালবাসেনা
মা জননী কোথায় গেলে খুঁজে পাই না
এত ডাকি তবু কেন কথা বলোনা
অমা, অমা তুমি কেমনে এত নিঠুর হলে ভেবে পাইনা।

এক ডাকেতে আসতে উড়ে আকাশ ফুড়ে
বাজান আমার কি হয়েছে বলতে ব্যাকুল স্বরে
আজ এত্ত ডাকি তবু কেন চোখটি মেলোনা
কোন অভিমানে বলো কথাও বলো না।। মা - - অ মা- -
তুমি কেমনে এত নিঠুর হলে ভেবে পাইনা।

ঘুমের ঘোরে শীতের পরে সরে গেলে কাথা
জেগে তুমি টেনে দিতে হাত বুলিয়ে মাথায়
শীত বর্ষা এ কোন ঘরে চলে গেলে তুমি
নাই বিছানা নাই যে ছায়া তোমার চরণ চুমি!
কেমনে একা আরাম করে ঘুমাই এখন আমি .. সইতে পারি না।

এ ট্রিবিউট টু প্রিয় মা

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন।

৮| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৩

আখ্যাত বলেছেন:
মায়ের জন্য ভালো কিছু যেন পাঠাতে পারি প্রতিদিন, সেটিই কামনা
আল্লাহ মাকে ভালো রাখুন
আমিন!

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন! আল্লাহু আমাদের প্রাথনা কবুল করুক ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহু পৃথিবীর সকল মৃত মায়েদের জান্নাতবাসি করুক।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলের দোআ কবুল করুন।

১০| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লাহ সোবাহানা তায়ালা সবাইকে যেন পরিণত বয়সে মৃত্যু দেন। আমিন।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫০

সোহানী বলেছেন: মা কখনই হারিয়ে যায় না, সবসময়ই থাকে আশে পাশে যখনই প্রয়োজন সেখানে। আমি প্রায় মাকে দেখি আমার পাশে যখনই আমার প্রয়োজন হয়।

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন আপু।

১২| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: আল্লাহ আপনার প্রিয় মাকে বেহেস্তবাসী করুন।
সন্তানের মৃত মায়ের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আপনি আপনার মসজিদের ইমাম
সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় কাজ গুলি করুন। সন্তানের ভালো কাজের সওয়াব মৃত ব্যক্তির কাছে
পৌছে দেয়া হয়। অস্থায়ী কিছু না করে স্থায়ী কিছু করুন যেন আপনি যখন থাকবেন না তখনও যেন এটা থাকে এবং
এর সওয়াব আপনার মা'র কাছে পৌছাতে থাকে যতদুর সম্ভব।
ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। দোআ করবেন ভাই সেই কাজগুলো যেন সুন্দর ভাবে করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.