নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অতি শিগগিরই বাংলাদেশে আসছে বলে আইএস-এর হুমকি !

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬


জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করেছেন ।আইএসপন্থী একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বাংলায় লেখা একটি পোস্টারের সূত্রে এই হামলা পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়ার যায় বলে তারা জানিয়েছেন ।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন পোস্টারে শিগগির আসছি ইনশাল্লাহ, লেখার পাশাপাশি আল মুসারাত নামে একটি গ্রুপের লোগো সংযুক্ত রয়েছে। সেখান থেকেই তারা ধারণা করছেন যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হামলার ইঙ্গিত। প্রতিবেদনে ওই পোস্টারের কোনও ছবি যুক্ত করা হয়নি।তবে গোয়েন্দা সূত্র বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে তারা দাবি করছেন ।

টাইমস অব ইন্ডিয়া বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রে দাবি করেছেন আইএসের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত স্থানীয় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের নব্য জেএমবি মাধ্যমে বাংলাদেশে অবস্থান জোরালো করেছে জঙ্গিগোষ্ঠীটি। জেএমবি কলকাতা পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশি কয়েকটি রাজ্যে সদস্য নিয়োগ এবং আস্তানা তৈরি করেছেন। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের পর এই পোস্টার প্রকাশকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছেন ।

সূত্র: অনলাইন নিউজ বাংলা ট্রিবিউন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আইএস যদি আমাদের দেশে আসে তাহলে এর জন্য দায়ী করবো আমি সৌদি কে।

২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত আমি কাকে দায়ী করবো গুরুভাই ? ;)

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৫

ডার্ক ম্যান বলেছেন: হামলা চট্টগ্রাম কিংবা কক্সবাজার অথবা সেন্টমার্টিনে হতে পারে । তবে বলে কয়ে হবে না। এগুলো সব বাণিজ্য যুদ্ধের অংশ।

২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে আপনার ধারণাও ঠিক।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আইএসএস বাংলাদেশে আসছে, নাকি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হবে?

২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি কন ওস্তাদ ? :)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গতকাল এক অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রীও একই আশংকার কথা জানিয়েছেন।
আমাদের প্রধানমন্ত্রী বা টাইমস অব ইন্ডিয়া নিশ্চয় নির্ভরযোগ্য সূত্র থেকে অস্বস্তিকর কোন ইংগিত না পেয়ে এই আশংকা করছেনা।
ঘটনা আইএস ঘটাক বা আইএসএর নাম দিয়ে অন্যকেউ ঘটাক, তার্গেট হবে এদেশের সংখ্যালঘু ধর্মিয় সম্প্রদায়।কোন অপ্রীতিকর ঘটনা ঘটার পরে রেডএলার্ট জারী না করে ঘটার আগের সরকারের যথেষ্ট সজাগ হওয়ার দরকার আছে। এমতাবস্থায় দেশের বড় শহরগুলিতে অবস্থিত মন্দির,গির্জা,প্যাগোড়ায় ধর্মিয় কোন অনুষ্ঠানে অধিকতর বেশী লোক সমাগমের সম্ভাবনা থাকলে অনুষ্ঠানস্থলকে কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা উচিৎ।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে সহমত।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিন্ত আমি কাকে দায়ী করবো গুরুভাই ?

আপনি নিরপেক্ষ থাকুন।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০২

ব্লগ মাস্টার বলেছেন: ভয় লাগচ্ছে।সামনে রমজান তারপর ঈদ।আল্লাহু তুমি আমাদের রক্ষা করো।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: আমি একটি বিষয়ে এখনও কনফিউজড।

শিগগীরই আসছি ইনশা আল্লাহ্‌। এই কথা দ্বারা তারা বাংলাদেশ কিংবা ভারতে হামলা করতে চায় বুঝলাম না।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.