নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটি এবার তেমন একটা শোনা যাচ্ছেনা কেন ? :( :(

০৮ ই জুন, ২০১৯ রাত ১২:২৪


ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটি কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা এবং সুরারোপ করেন।১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামাফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। রেকর্ডের অপর গান ছিল কবির ‘ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর। হিজ মাস্টার্স কোম্পানির রেক রেকর্ড নম্বর এন‌- ৪১১১। প্রকাশ হয় ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে । সেই থেকে প্রতি বছর ঈদুলফিতর আসলে গানটা বেস জমজমাট ভাবে শোনা যায়,কিন্তু এ বছর গানটি তেমন একটা শোনা যাচ্ছেনা ।বুঝিনা মানুষের মনে কি এবছর
ঈদের আনন্দ বা কোনো আমেজ নাই ?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৯ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শুনেছি , যখন রাত ১১টার দিকে স্ক্রল আসতে লাগল,
আগামী কাল ঈদ হবে, অমনি বিটিভি , তাড়াহুরা করে এই
গানটি শুনাতে লাগল ।

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে কিন্তু আমি শুনি নাই ।

২| ০৮ ই জুন, ২০১৯ ভোর ৬:১৭

রিফাত হোসেন বলেছেন: আমি প্রায় সারাদিন গানটি শুনেছি। পুরোনো কথা মনে পরে।

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যেদিন যায় চলে,সে কি আর আসে তবু ফিরে,
যেন তবু আসি বেচে সেই দিন গুলোকেই ঘীরে ।

৩| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:১২

বলেছেন: গানটি আজন্ম প্রিয় +++

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ যে মাটিও মানুষের গান,তাই আসে অন্তরে গেঁথে ।

৪| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক ।***

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটু বিলম্বিত হলেও আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণ ঢালা অভিন্দন এবং শুভেচ্ছা। ঈদমোবারক ।

৫| ০৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: গানটি বড্ড সুন্দর !

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ ছাড়া এমনেও প্রায় সময় গানটি আমি শুনি।

৬| ০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আগে লিখতেন রাজনৈতিক পোষ্ট, সম্প্রতি লিখছেন ধর্মীয় পোষ্ট, এখন আবার গানবাজনা! সবকিছুতেই ওস্তাদ?

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই ওনার ইচ্ছে আর আপনাদের দোয়া ওস্তাদজি।

৭| ০৮ ই জুন, ২০১৯ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় একটি গান

০৯ ই জুন, ২০১৯ রাত ২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো আপু।

৮| ০৮ ই জুন, ২০১৯ রাত ১০:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুবই ভালো একটা বিষয় তুলে ধরেছেন ।

০৯ ই জুন, ২০১৯ রাত ২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভরাত্রী।

৯| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: এই জন্য দায়ী চাঁদ দেখা কমিটি। তারা মানূষের মন ভেঙ্গে দিয়েছে।

০৯ ই জুন, ২০১৯ রাত ২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.