নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আর কবে দাখিল হবে ? বাংলাদেশের বিচারক মন্ডলীর কাছে জানতে মন চায়

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ২:১৯


২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের একজন বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার
এবং তাহার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি,এই দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে
নিজেদের বাসায় সেদিন খুন হয়েছিলেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহত মোস্তফা সারোয়ার ওরফে রুনির ভাই নওশের আলম রোমান,
রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছিলেন।কিন্তু দূর ভাগ্য শেরেবাংলা নগর থানা পুলিশদের,কেননা তারা প্রথমে মামলাটি
তদন্ত করেন। আর তদন্তের চারদিনেও কোনো রহস্য উৎঘাটন করতে পারেন নাই। আর তাই এই মামলার তদন্তের ভার পরে মহানগর গোয়েন্দা
পুলিশের ডিবি ওপর।ডিবি পুলিশও টানা দুই মাসের বেশি সময় ধরে তদন্তের পরেও তারা রহস্য উদঘাটনে ব্যর্থ হন। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২
সালের ১৮ই এপ্রিল র‌্যাব তদন্তভার গ্রহণ করেন। আর দীর্ঘ সাত বছরেও র‌্যাব এ মামলার কোন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।
এমনকি তারা এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উৎঘাটন করতে পারেনি। ১ অক্টেবর ২০১৯ সাল মঙ্গলবার ছিল ৬৮তম ধার্য তারিখ,কিন্তু এই
৬৮তম বারেও দাখিল হলো না তদন্তের কোনো প্রতিবেদন ।আর কবে দাখিল হবে ? বাংলাদেশের বিচার বিভাগ এবং আমাদের সন্মানি বিচারক মন্ডলীর কাছে জানতে মন চায় ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩২

আমি তিতুমীর বলছি বলেছেন:



দাখিল হলেই রাঘব-বোয়ালের নাম আসতে পারে মনে হয়। সেই জন্য দাখিল করছে না আবার জজ মিয়া নাটকও সাজাতে পারছে না।

২| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৭

ইসিয়াক বলেছেন: সর্ষের মধ্যেই ভুত

৩| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫১

ডার্ক ম্যান বলেছেন: সাগর ভাই নাকি একটা বই লিখেছিলেন পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী নিয়ে । 2012 সালের বইমেলায় সেটি প্রকাশ করার কথা ছিল ।
সেটা কি প্রকাশিত হয়েছিল?
একটা বিশেষ সংস্থা ঐ দম্পতিকে হত্যা করেছিল । সেটা দেশী অথবা বিদেশি হতে পারে।

৪| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৩

রাজীব নুর বলেছেন: সাগর রুনির বিচার হবে। বঙ্গবন্ধুর খুনির বিচার হয়েছিল বহু বছর পর।

৫| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮

ঢাবিয়ান বলেছেন: ৪৮ ঘন্টা এখনও পার হয় নাই

৬| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক । এর বিচার আদৌ হবে কিনা কে জানে ??

৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের পুলিশের যথেষ্ট দক্ষতা আছে আসামী ধরার ব্যপারে। ঘুষ খেয়ে দুর্নীতি করে ধরে না/ছেড়ে দেয় সেসব ভিন্ন ব্যপার। তবে যে কয়েকটা চাঞ্চল্যকর ঘটনার এখনও সুরাহা হয়নি তার মধ্যে সাগর রুনির হত্যাকান্ড একটা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.