নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ধেয়ে আসছে আবারো দক্ষিণ চীন সাগরে তৈরি ঘূর্ণিঝড় নাকরি যা বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী হবে

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ঘূর্ণিঝড় বুলবুলের রেশ কাটতে না কাটতেই আবারো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নাকরি,আর এই নাকরি বুলবুলের মতোই প্রাথমিকভাবে
দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় নাকরি যা নাকি বুলবুলের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে ।
যে প্রাথমিক ঘূর্ণিঝড় থেকে বুলবুল সৃষ্টি হয়েছিল তার নাম ছিল মাতমো আর সেই মাতমোর উত্‍সস্থল ছিল দক্ষিণ চীন সাগর।
একটা সময় সেই মরে যাওয়া মাতমো থেকেই তৈরি হয়েছিল বুলবুল। যা বিরাট ক্ষতি করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের
বেশ কিছু অঞ্চলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সেই একই ধরনের আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই।
যার নাম দেওয়া হয়েছে নাকরি।

আপাতত যথেষ্ট শক্তিশালী হয়েছে এই ঘূর্ণিঝড় এবং ধীরে ধীরে এগোচ্ছে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে। ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর শক্তিক্ষয় হবে এর। এরপর দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে তা।
মায়ানমার এসে পৌঁছালেও এর লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না। খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এই ঘূর্ণিঝড়টি মাতমোর মতোই মায়ানমারের পর বঙ্গোপসাগরের ওপরে আসবে । আবহাওয়াবিদদের আশঙ্কা এখানেই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করে আরো শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে এই নাকরি। আর এই ঘূর্ণিঝড়
একই ধরনের আগের ঘূর্ণিঝড় ‘বুলবুলের চেয়েও বেশি ভয়ঙ্কর রুপ ধারণ করতে পারে।এরপরে এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে ?
তার কোনো নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে। আবার তা না হয়ে নাকরির মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাও।

তথ্যসূত্র: ইন্টারনেট এবং বাংলাদেশ নিউজপোটাল ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

নতুন বলেছেন: আপাতত চিন্তার কিছু নাই।

আজ তো মাত্র ৩টা ট্রপিক্যার সাইক্লন দেখাইতেছে...

FENGSHEN আর KALMAEGI দুইটাই আমাদের থেকে অনেক দুরে...

https://www.wunderground.com/hurricane

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই । দেখেছি লিংকে যেয়ে ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: মহান প্রভু আমাদের রক্ষা করবেন।

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মনে হয় গুরু ভাই এগুলো আমাদের জন্য মহান প্রভুর পক্ষ হতে গজব দেয়া হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.