নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এবার খোজ মিলল মাটির নিচে ৮০০ বছরের পুরনো সোনার সুরঙ্গ

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৬


এক অবাক করা বিষয় ইসরাইলের মাটির নিচে লুকিয়ে থাকা দীর্ঘ ৮০০ বছরের পুরনো সোনার সুড়ঙ্গের খোঁজ পেলেন,
এবার বিজ্ঞানীরা।একই সাথে আরো খোঁজ মিলল যোদ্ধাদের গোপন সদর দফতরেরও। এখন শুধু খোঁড়াখুঁড়ি করে সেই সম্পত্তি
তুলে আনার অপেক্ষা। উন্নত প্রযুক্তির লেজার প্রযুক্তি ব্যবহার করে এই সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন এবং তার দল সম্প্রতি ইসরায়েলে এই সোনার সুরঙ্গের খোঁজ পেয়েছেন। চ্যানেলটিতে তা সম্প্রচার করা হয়েছে। লিন জানিয়েছেন একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের শহর একরির নিচে খ্রিষ্টান যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করেছিলেন।ধর্মযুদ্ধ ছিল ইসরায়েলকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত করার আর সেখানে খ্রিস্টধর্মের সূচনা করার। ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের সেই শহরই ছিল যোদ্ধাদের গোপন সদর দফতর।আর সদর দফতরটি যাতে সহজে খুঁজে না পাওয়া যায়
তার জন্য একরি শহরের মাটির অনেকটা নিচে ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে খুব সহজে সদর দফতরে পৌঁছে যেতেন যোদ্ধারা।এই সুড়ঙ্গ দিয়ে যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং সঙ্গে প্রচুর সোনা নিয়ে যেতেন যোদ্ধারা। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন
এই গোপন সুড়ঙ্গ সোনার মতো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পাশাপাশি সেনাদের লুকিয়ে থাকা এবং বিপদে পড়লে অন্যত্র পালানোর রাস্তা হিসেবেও ব্যবহার করা হতো।

এতদিন সেই সুড়ঙ্গ এবং সদর দফতরের কথা জানা থাকলেও তার প্রকৃত অবস্থান জানা ছিল না। এই প্রথম ৮শ বছরের পুরোনো সুড়ঙ্গের খোজ পেলেন বিজ্ঞানী লিন। এই সুড়ঙ্গ মাটির ঠিক কতটা নিচে রয়েছে এবং তার বিস্তৃতি কতটা জায়গা জুড়ে রয়েছে তা এখনো জানা যায়নি,তবে বিজ্ঞানীরা থেমে নেই তারা সেটা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।ইসরায়েলের একরি শহরে মাটির ওপরে থাকা খ্রিষ্টান ধর্মযোদ্ধাদের সদর দফতরের ধ্বংসস্তুপ এখনও রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, আরও ভালো করে খোঁড়াখুঁড়ি করলে ধর্মযোদ্ধাদের লুকিয়ে রাখা অনেক সোনা উদ্ধার করা যাবে মাটির নিচের সেই সদর দফতর এবং সুড়ঙ্গ থেকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২

বলেছেন: জানলাম .।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪৫

সোহানী বলেছেন: তাই নাকি?

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন মনে হয় শুনে ঐ সুরঙ্গে যাওয়ার ইচ্ছে জেগেছে আপনার । ;)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমাদের মতো দরিদ্র দেশে এরকম কিছু পাওয়া গেলে উপকার হতো।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তা হতো কিন্তু পাওয়া যায়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.