নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

লবণ গুজব বা বিব্রত থেকে সকলে সতর্ক ও দূরে থাকুন

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২


রাজধানীতে হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়েছে। অনেকে বলা বলি করছেন তারা শুনেছেন লবণের কেজিপ্রতি দর ১০০ টাকা ছাড়িয়ে যাবে। আর সেই আশঙ্কায় তারা দ্রুত বাড়তি লবণ কিনে সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যান।বলতে গেলে মনে হয়,আজ সকাল১১টার পর থেকে
বিকেল ৪টা পযন্ত বাজারে বেশ কয়েকশত কেজি লবণ কেনা বেচা হয়েছে। তবে শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্যলবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণচাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে।তাই লবণ নিয়ে সাধারন মানুষকে বিব্রত
বা কোনো গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

আরোগ্য বলেছেন: একটু আগেই শুনলাম লবন ১৮০ টাকা কেজি৷। এতো উন্নতি কিভাবে সইবো?

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দয়া করে কোনো গুজবে কান দিবেন না।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আতঙ্কিত হবেন না ।সব গুজবকে না বলুন - না মানে না ।

এটি আমাদের জাতীয় সংস্কৃতি,সঠিক ভাবে কিছু না জেনেই আমরা খালি কথায় বিশ্বাস করি ।এটাই দীর্ঘ সময় ধরে অনুশীলন করে আসছি ।আমাদের গুজব এড়ানো উচিত ।

২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভাই ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মেহের নেগার বলেছেন: আমিতো খবর পাওয়ার সাথে সাথে বাজার থেকে ১২ কেজি লবণ আনিয়েছি। এখন দেখছি সব গুজব আর আমার টাকাগুলো জলে
গেল । ৮০টাকা করে নিছে ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবে এই মানুষের মনুষ্যত্ব জাগবে?
কবে এরা একটু মানুষ হবে?

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুজবে কান দিলে কান
খুঁজে পাবেন না।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

নতুন বলেছেন: জনগন কবে গুজব আর সত্যির পাথক্য করতে বুঝবে???????

৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: আমি এই গুজবে মোটেও কান দেই নি।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৮

বলেছেন: এত গুজব কেন ?

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.