নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অতি জগণ্য ও লজ্জা জনক ঘটনা মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারদের তালিকায়

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

সাম্প্রতিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকায় সুনামগঞ্জের একজন মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম আছে। গত ১৫ ডিসেম্বর প্রকাশিত তালিকাটির ৩৪৪ নম্বর পাতায় ক্রমিক নং ৩০ এর ৪ নম্বরে রয়েছে সুবাস বখত এবং ৫ নম্বরে আছে তার চাচা নজির বখতের নাম।সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা দাবি করেছেন যে সুবাস বখত একজন মুক্তিযোদ্ধা এবং তার চাচা নজির বখত মুক্তিযুদ্ধের একজন সংগঠক। সুবাস বখত সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা হোসেন বখতের ছেলে।হোসেন বখত তার তিন ছেলে সুবাস বখত, মনোয়ার বখত নেক এবং শাহজাহান বখত। আর তিনি
তার তিন ছেলেকে সঙ্গে নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা এবং সুনামগঞ্জের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধারা।মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা কমান্ডার নুরুল মোমেন বলেন যে হোসেন বখতের হাত ধরেই সুনামগঞ্জে আওয়ামী লীগ শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং তাকে বঙ্গবন্ধু একনামেই জানতেন। হোসেন বখত তার তিন ছেলেকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে সুবাস ছাড়া তিনি ও তার দুই ছেলের নাম মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত তালিকায় আছে। আর নজির বখত নিজে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন।অতি লজ্জা জনক এই রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় সুনামগঞ্জের
অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।

ছবি গুগল ।
তথ্যসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনে অনেক দুষ্ট আছে, মন্ত্রীরা অদক্ষ, সরকারের হবু নীতি, অনেক কিছু জড়িত আছে

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সামনে হয়ত আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে,শুধু সময়ের অপেক্ষা।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২২

আকতার আর হোসাইন বলেছেন: "রাজাকারের তালিকায় ভাষা সৈনিক, শহীদ ও মুক্তিযুদ্ধার নাম।"

এটাকে কি লেখার ভুল বা তথ্য সংগ্রহের ভুল বলা যায়? আজকের ডিজিটাল যুগেও যদি বলা হয় এটা সজ্ঞানে করা হয়নি, ভুল ছিল তবে বলতেই হয় আমাদের দেশ গোল্লায় যাচ্ছে। হ্যাঁ, এই সাধারণ কাজটুকুও নির্ভুলভাবে সম্পন্ন না হওয়াতে, ডিজিটালাইজেশন না থাকাতে আমি বারবার বলব দেশ গোল্লায় যাচ্ছে। আর এই নিউজটাকেও যারা ডিফেন্স করতে আসবে তাঁদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ পজিটিভ মানুষ হিসেবে নোবেল দিলেও অবাক হবার কিছু থাকবে না।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যিই দেশ কিন্তু এখন আ্স্তে আস্তে গোল্লায় যাচ্ছে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এত লাফানোর কিছু নেই। ভুল সংসোধন হবে।
ভুল হয়েছে বলে আলবদরের গণহত্যা নৃসংসতা মিথ্যা হয়ে যায় না।

আমলাযন্ত্রে বসে থাকা ছাগু বংশবদরা কুমন্ত্রণা দেয় মন্ত্রীদের​।
না বুঝে ক্রসচেক না করে সুনাম কামাতে গিয়ে দুর্নামের ভাগী হন​। সাথে ভূলুণ্ঠিত হ​য় চেতনা - হচ্ছে প্রতিনিয়ত​।
জাতীর মুক্তি স্বাধীনতা অনেক দামে এক সাগর রক্তমুল্যে কেনা। তাই এত সহজে ক্ষ​য়ে যাবার ন​য়​।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেও কারো কুমন্ত্রণায় না পড়েইতো চুকে যায় । আসলে মুক্তিযোদ্ধা বিষয়ে তাদের কোনো দক্ষ ক্ষমতা নাই বললেই চলে ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৬

আখ্যাত বলেছেন:
মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম দেখলেও অবাক হওয়ার কিছু নাই

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো দেখছি ভাই ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: প্রশাসনের সর্বোচ্চ অবস্থানে এ জাতীয় দায়িত্বহীন মানুষ দেশ,জাতি এবং দলের জন্য বিপজ্জনক ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার সময়টা এমনই ছিল। একই পরিবারের কেউ মুক্তিযোদ্ধা, কেউ রাজাকার...

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

একাল-সেকাল বলেছেন: প্রস্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মন্ত্রী কি এবং কেন ?
উত্তরঃ ৭১ এ পাক বাহিনী যাদেরকে রেপ করতে ব্যর্থ হয়েছিল। মুক্তিযুদ্ধের ঠিকাদার চেতনার কনডম দিয়ে পূর্ণ করে দিল। X((

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবাদ জানা্ই নিন্দা জানা্ই ধিক্কার জানাই ।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের অবস্থা খুব যে ভালো যাচ্ছেনা সেটা ডাকসুর অবস্থা বিবেচনা করলে বোঝা যায় ভাই । একটু আগে সংবাদ পড়ে জানতে
পারলাম ওখানের সিসিটিভির ফুটেজই গায়েব ।এসব কর্ম কাণ্ডের ধিক্কার জানাই ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মানুষ মাত্রই ভুল তবে ভুলের সীমানা আছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.