নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতায় যেতে হলে হিম্মত লাগবে বুদ্ধি লাগবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫


শুধু শুধু হাউ কাউ করে কোনো লাভ নাই । বিএনপি প্রধান নেত্রী বেগম খালেদ জিয়া জেলে আছেন প্রায় দুই বছরের কাছাকাছি,
পারছে বিএনপি শক্তিশালী কোনো আন্দোলন করতে ? উত্তর এ কটাই হবে,না পারে নাই! কেন পারে নাই ? উত্তর একটা হবে
দলে তেমন শক্তিশালী সাহসী নেতা নাই ।

এর পর এইযে ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের নির্বাচন তার পর ২০২০ সালের সিটি নির্বাচনও
জোর করে নিয়ে নিল সরকারি দল । পারছে বিএনপি কিছু করতে ? উত্তর একটাই না পারে নাই। কারন কি ?
কারন একটাই দলকে ভালো ও সাহসী এবং শক্তিশালী নেত্রীতো দেয়া মানুষ নাই ।

খালেদা জিয়া,তারেক জিয়াকে দলের ভাইস চেয়ারম্যান করে যে চরন ভুল করছেন,জেলে বসে বসে এখন তার খেসারত দিচ্ছেন ।
মানুষ এখন বিনাস্বার্থে কোনো কাজ করেন না ।আমজনতা বা সাধারন মানুষ থেকে শুরু করে দলের ছোট বড় অনেক নেতা কর্মী
আছেন কিন্তু কেউই বিএনপি পক্ষ হয়ে বা নিয়ে মাঠে নামতে চান না,কারন একটাই আমাদের দেশের রাজনীতি হচ্ছে পরিবার তান্ত্রিক।
যেমন সিটি নির্বাচনের পরের দিন হরতাল চলাকালিন সময় রিজভী সাহেবকে পুলিশ দিছেন ৩০ মিনিটের সময় আর রিজভী সাহেব
মাত্র ৭ মিনিটের মাথায় মাঠ থেকে কেটে পরেছেন বুঝেন তাহলে উনি হলেন বিএনপি দলের একজন সিনিয়র নেতা,আর উনিই যদি
এই অবস্থা করেন তাহলে ছোট খাটো নেতা যারা আছেন তারা কি করবেন ?

আসলে সবাই এখন জানে দিন শেষে বুড়ো আঙ্গুলের মাথা চুষন ছাড়া আর কোনো উপায় নাই । আরেটা কথা দলের মাথা যদি বিদেশ
থাকে তাহলে কি সেই দলের কোনো শক্তি থাকে ? না থাকেনা । তারেক হইলেন দলের চেয়ারম্যান তিনিইতো বিদেশ তাহলে
আন্দোলন করবে কে ?

এখানেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনীতির জীবনে বিশাল একটা ভুল করেছেন,জানিনা এই ভুলের শেষ কোথায় । কেন দলে কি আরো সিনিয়র ও শক্তিশালী মানুষ বা নেতা কর্মী ছিলনা যাকে দলের চেয়ারম্যান বানানো যেত ।

আরে ক্ষমতায় নাই তাতে কি হয়েছে আমারতো মনে হয় এখনো যদি মির্জা ফখরুল সাহেব ঠিকমত একটা আন্দোলনের ডাক দেন
এবং ঠিকমত মাঠে নামেন,রাজ পথে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে ।

এখনো সময় আছে বিএনপি,র সঠিক নেতা কর্মী এবং যোগ্য লোককে বাছাই করে দলের সঠিক দায়িত্ব সেই লোকের হাতে তুলে দিয়ে
ক্ষমতার যাওয়ার জন্য লড়াই করার । শুধু মাত্র একটা পথই আছে,ক্ষমতায় যেতে হলে হিম্মত লাগবে বুদ্ধি লাগবে ।


মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনি কথা বলে/টক মারানী করে কখনোই ক্ষমতায় যেতে পারবে না বিএনপি। সঠিক ভোটের মাধ্যমে মহাসচিব, নেতা নির্বাচন করলে অন্য দলগুলো নড়ে চড়ে বসত। এমনিতেই যে ১৪ বছর ক্ষমতার বাইরে ছিল - এতদিনে দলটা সত্যিকারের গণতান্ত্রিক দল হয়ে যেত। তারা আন্দোলনের ডাক দিবে আর জামায়াত, হেফাজত তাদের জিতিয়ে দিবে - সেই আশার দিন শেষ। আওয়ামী লীগ হয়তো আরো ২/৩ বার এভাবেই ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপি যদি সঠিক রাজনীতি করে জনতাকে বোঝাতে পারে তাহলে এক সময় জনতাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে...
বিঃদ্রঃ আমার ভয় হয়, বিএনপি ক্ষমতায় আসলে আরেক প্যারা দিবে জনগণকে। এবার নিজেরা ক্ষমতায় থাকার পদ্ধতি বের করবে যেমন টা আওয়ামী লীগ শিখিয়ে দিচ্ছে। অবশ্য আওয়ামীলীগের যে নিবেদিত কর্মী আছে পারবেনা ঐসব করতে...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসল কথা কি বিচার মানি তালগাছ আমার ভাই,যে দলেই ক্ষমতায় আসুক আমাদের কোনো লাভ নাই ।কিন্তু তার পরেও
দিন দিন যে একদলের লোকেরাই দেশটার ১২টা বাজিয়ে ফেলছে সেটাই বলছি। খাদ্য দ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয়
সব জিনিসের মুল্য বৃদ্ধি,সব কিছুতেই শুধু বেড়েই চলছে ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতন্ত্রের মানে কী? সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে তারাই ক্ষমতায় থাকবে। সংখ্যাগরিষ্ঠ ভোট যদি আওয়ামী লীগই পায় তাহলে কারো কোন আপত্তি নাই। এমনকি হিরো আলম জিতলেও কিছুই বলার নেই। কিন্তু আওয়ামী লীগের কথা হল - আমরা স্বাধীন করেছি দেশ, আমার পিতা দিয়েছে দেশ - এখানে আর কাউকে আসতে দিব না, 'গাঁয়ে মানে না আপনি মোড়ল'। তাহলে তো এক সময় চরম কিছু হতেই পারে...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম কি আর কমু ভাই ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে ক্ষমতায় যেতে রাইফেল লাগবে। বিএনপি-জামাত, জাপা যারা করছে, তাদেরকে রাজনীতি থেকে বের করে দেয়ার দরকার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন ওস্তাদ দেশটা কি আপনাকো একার সম্পদ ? =p~

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


রিজবী সাহেবকে গৃহবন্দী করে রাখার দরকার, এসব অপরাধী জাতিকে পংগু করে দিয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ এদের কথা বাদ দিন গত ১১-১২ বছর ধরেতো আপনেরাই দেশ চালাচ্ছেন কি উন্নত ঘটাইছেন ? বরং আরো আমাকো ভোট
দেয়ার অধিকারটুকো কেরে নিয়েছেন । আবার বড় বড় কথা কন,একটু লজ্জা রাইখেন। B-)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওয়ামীলীগ সরকাররকে ল্যাংড়া লুলা করতে গিয়ে বিএনপি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: মানুষ তার পাপের শাস্তি দুনিয়াতেই পায়।
বিএনপি আজ তাদের ভুলের জন্য শাস্তি ভোগ করছে। এদের কোমর পুরোপুরি ভেঙ্গে গেছে

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

একাল-সেকাল বলেছেন: আওয়ামীলীগের আদলে ভারতের বিজেপি র কাছে কংগ্রেস হচ্ছে বিএনপি

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

একাল-সেকাল বলেছেন: চাঁদগাজী বলেছেনঃ
--------------বিএনপি-জামাত, জাপা যারা করছে, তাদেরকে রাজনীতি থেকে বের করে দেয়ার দরকার। তাহলে নির্বাচন কমিশন ভবন বিজিএমইএ 'র মতন ভেঙ্গে ফেলা ছাড়া উপায় থাকবেনা। :)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুুম আমি এসবের ভিতরে নাই । রাজনীতী মানেই ঝগরা বিবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.