![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোআ করি আল্লাহু যেন আমাদের সকলকে হেফাজত করেন । পাশাপাশি আমাদেরও সকলকে সচেতন থাকতে হবে।
আজ শুনলাম নারায়নগঞ্জ একটা গার্মেন্টস থেকে প্রায় ৫০০ শ্রমিক বাদ দেয়া হয়েছে ।আরো শোনা যাচ্ছে ঐ গার্মেন্টস
বাকি যে সকল শ্রমিক আছে তাদেরও দুই একদিনের ভিতরে বাদ দেয়া হবে।পাশাপাশি আরো বেশ কিছু গার্মেন্টসও একই
ব্যবস্থা নেয়া হবে ।এতে স্পষ্ট বোঝা যাচ্ছে সামনে আমাদের জন্য আল্লাহু না করুক খুব খারাপ দিন আসছে । হয়ত দেখা যাবে
শুধু গার্মেন্টসই না মোটামুটি ঢাকা শহর সহ দেশের অন্যান্য শহরেও হয়ত সকল সরকারি বেসরকারি বা সকল প্রাইভেট অফিস
আদালত বন্ধ হয়ে যেতে পারে বা যে অবস্থা তাতে এই মুহুর্তে সকল কলকারখানা অফিস আদালত বন্ধ করে দেয়াই উচিৎ ।
কিন্ত কথা হল দয়া করে সকল কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠার মালিক এবং সরকারের প্রতি অনুরোধ থাকল,আপনেরা শ্রমিকদের
বাদ দেয়া এবং অফিস,কলকারখানা যখন বন্ধ রাখবেন,তখন যারা দিনমুজুর দিন এনে দিন খায় তারা কিভাবে চলবে সেটার কোনো
ব্যবস্থা করেছেন ? দয়া করে আপনাদের অফিস বন্ধ করার আগে আপনাদের অফিস স্টাফদের বা কলকারখানার শ্রমিকদের অন্তত
ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে সেই জন্য কিছু নগদ টাকা পয়সা তাদের হাতে দিয়ে দিয়েন বা দিবেন ।একই ভাবে
ঢাকা শহর সহ দেশের সর্বস্তরের শহর অঞ্চলগুলোর বাসা বাড়ির মালিকদেরও আমি বিশেষ ভাবে বিনিত অনুরোধ করছি,প্লীজ
দয়া করে আপনার বাসা বা বাড়ির ভাড়াটিয়াদের পাশে দাঁঁড়ান । দেখুন এখন যে অবস্থা চলছে এবং সামনে যে সময় আসছে
তাতে সকল মানুষকে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে ।দয়া করে বাড়িওআলা ভাই বোনেরা ভাড়াটিয়াদের যতদিন কাজে যেতে না পরবেন বা তাদের কর্মস্থল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান যতদিন ঠিকমত চালু না হবে ততদিন ভাড়াটিয়াদের কাছে ভাড়ার জন্য কোনো
প্রকার চাপ সৃষ্টি করবেন না। সম্ভব হলে ভাড়াটিয়াদের কাছে থেকে বাসা ভাড়া না নিয়ে বা বাসা ভাড়া মকুপ করে দিয়ে শুধু বিদুৎ
বিল ও গ্যাস,পানির বিল নিন,তবে এগুলোও এখন নয় যখন কর্মস্থল খুলবে তখন।করোনা ঝুকিপূর্ণ এবং সংকতময় এই সময় বাসা বাড়ির সকল বাড়িওআলা'দের ভাড়াতিয়াদের পাশে দাড়ানোর আহ্ববান জানাচ্ছি ।
২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করুন আল্লাহু যেন দ্রুত এমন মুশকিল দুর করেন ।
২| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন।
২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন ।
৩| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:২১
সোহানী বলেছেন: এখন কথা বাড়িওয়ালা মাপ করলো কিন্তু সে বেচারা খাবে কোথ্থেকে? যে গার্মেন্টস্ মালিককে বলা হলো কাজ নাই কিন্তু বতেন দাও সে মালিকতো এমনিতেই ফতুর অবস্থা, তার সব শিপমেন্ট ক্যান্সেল, সে কোথা থেকে টাকা পাবে??
হাঁ, এর দায়িত্ব নিবে সরকার (যদি এতটুকু দায়িত্বজ্ঞান থেকে থাকে)। সরকার প্রয়োজনীয় সাহায্য দিয়ে ওদেরকে টিকিয়ে রাখবে। কিন্তু তা করবে কি?????
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু যেন এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সঠিক জ্ঞান দেন ।
৪| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:০০
(লাইলাবানু) বলেছেন: আপনার সাথে একমত প্রকাশ করছি ।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: সরকার ভাইরে খুব ভয়ে আছি।