![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রিটেনেও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৩৩ জনের।আর এই দেশটিতে আক্রান্তদের মধ্যে রয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী নায়ক জ্যাক বাউডেন। বতর্মানে তার বয়স ৯৮ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই করোনাভাইরাসকেও জয় করলেন তিনি। প্রাণঘাতী এই ভাইরাসে পজেটিভ হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।জ্যাক বাউডেন একজন সাবেক ফার্মাসিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পেনিসিলিনের অত্যাবশ্যকীয় উৎপাদন তৈরির কাজ করেছিলেন। গত ১৮ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ী এই মহান দাদু দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং শনিবার বোল্টনে তার নিজের বাড়িতে ফিরে আসেন।রয়্যাল বোল্টন হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, সাবেক রয়েল নেভির এই কর্মকর্তাকে ওয়ার্ডে রাখার চেয়ে তার বাড়িতে আইসোলেশনে রাখলে সেটাই তার জন্য ভালো হবে। হাসপাতালের ওয়ার্ডে থাকলে তার ঝুঁকি রয়েছে।শুরুতে চিকিৎসকরা জ্যাককে কিভাবে চিকিৎসা দেবেন সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে তাকে সন্দেহজনক জ্বরের সংক্রমণের জন্য চিকিৎসা করা হয়েছিল এবং এতেই তার উন্নতি শুরু হয়েছিল।তিনি এখন পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছেন এবং তার ফুসফুসেও কোন সংক্রমণ নেই। ডাক্তাররা তার এই ৯৮ বছর বয়সে করোনা জয়কে টেস্ট কেস হিসাবে নিতে চান। দেখতে চান কিভাবে তিনি এত দ্রুত সুস্থ হলেন। এটা অনন্য বয়স্ক রোগীদের চিকিৎসায় পথপ্রদর্শক হতে পারে বলে সেখানকার ডাক্তাররা মনে করেন ।
তথ্যসূত্র ইন্টারনেট
২৭ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা আমার কাছেও একটা চিন্তার বিষয়
অবিশ্বাস্য, মাত্র ৩ দিনেই করোনামুক্ত!
২| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ১১:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ভাইরাসের সব কিছুই রহস্যজনক। মেডিক্যাল সাইন্টিস্টরা এখনো এই ভাইরাস সম্পর্কে অনেক কিছুই জানেন না।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই দেখছি ভাই । এর শেষ কোথায় একমাত্র আল্লাহু জানেন ।
৩| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারাই ঠিকে থাকবেন।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আামর আজকের পোস্টে এবিষয় নিয়ে আমি বলেছি ।
৪| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:০২
শায়মা বলেছেন: জ্যাক বাউন্ডেনকে অভিনন্দন। বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাতে তার নাম স্মরনীয় থাকবে।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সকলকে সুস্থ রাখুক এই কামনা থাকল আপু ।
৫| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: তার ফুসফুস আক্রান্ত হয়নি, তাহলে এটা কি করোনা না এমনি ভাইরাস জ্বর?
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে আপনার কথাই ঠিক ।
৬| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬
নেওয়াজ আলি বলেছেন: Best wishes
২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম !
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাত্র ৩দিনেই কীভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন এটা একটা রহস্য বটে। ৫/৬ দিন লাগে তো এটা এক্সপোজ হতেই। যাই হোক, জ্যাক বাউডেনের সুস্থতা কামনা করি।