নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

দয়া করে এরকম সময় সেলফি তুলে কাউকে লজ্জা দিবেন না

৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:২৭


দেখুন এখন আমাদের সকলের জন্য খুব একটা খারাপ সময় পার হচ্ছে । হয়ত কেউ সেটা বুঝতে পারছি আবার হয়ত সমর্থ থাকার জন্য
কেউ কেউ বুঝতে পারছি না যে আসলে কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমাদের সকলের দিন পার করছি ।তাই দয়া যাদের সমর্থ আছে
তারা দয়া করে গরিব অসহায়দের পাশে একটু দাঁড়ান । আর একটা কথা অনেকে আছেন যারা পথে ঘাটে কোনো স্থানে যদি দেখেন
কোনো বিত্তবান লোক অশায় মানুষদের সাহায্য করছেন,ওমনেই তিনি সেলফি বা মোবাইল দিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন,দয়া করে
এই কাজটা কেউ করবেন না ।কেননা যে লোকটা সাহায্য নিচ্ছেন সে অসহায় বলেই অন্যের কাছে থেকে সাহায্য নিচ্ছে,তাই দয়া করে মোবাইলে বা কোনো ক্যােরায় সেই দৃশ্যগুলো কাউকে লজ্জা দিবেন না ।দেখুন যে আজ সাহায্য নিচ্ছে সে কিন্তু আসলে কোনো ভিক্ষুক
নাও হতে পারে,হয়ত সে এখন পরিস্থিতির স্বীকার ।তাই আশা করি দয়া করে সেই বিষয়টা আমরা সকলে মাথায় রাখবো ।

মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র আট থেকে দশ টাকা। কিন্ত ডিম দিয়েই সে 'কক কক' আওয়াজ করে সমগ্র বাড়ির লোকদের জানিয়ে দেয় যে, সে 'ডিম' প্রসব করেছে।

অথচ ঝিনুক-কে দেখুন। লক্ষ-কোটি টাকার মুক্তা হয়েও নিরবে-নিভৃতে থাকে।আপনি ঝিনুকের মত দামি হতে চান?

তাহলে বিশেষ অনুরোধ:
যাদেরকে আপনারা সাহায্য দিচ্ছেন তারা পরিস্থিতির শিকার, ভিখারি নয়!

দয়া করে ছবি তুলে তাদের লজ্জিত করবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:২৯

নেওয়াজ আলি বলেছেন:

৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কত ঘন্টার পর ঘন্টা যে এদের বসে থাকতে হয় সেটা একবারও চিন্তা করে দেখেছেন ভাই ।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ফেসবুকে এই পোষ্ট টা দেখেছি।

শুনুন দান করবে সেলফি তুলবে এটা স্বাভাবিক। এবং এটা অবশ্যই ভালো।
একজনের দেখাদেখি আরেকজন দান করতে উৎসাহিত হবেন।

যদি ধর্মীয় দিক থেকে দান করার নিয়ম গোপনে।

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উতসাহিত হওয়ার বদলে আবার কেউ যেন লজ্জা না পায় সে বিষয়তাও আমাদের মাথায় রাখতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.