![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোবিড ১৯ আক্রমনে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবন।
করোনা কেবল মানুষের জীবনকেই সংকটে ফেলে দিচ্ছে না পাশাপাশি বদলে দিচ্ছে মানুষের চিরায়ত কিছু
স্বভাবকেও। যেমন ধারণা করা হচ্ছে হাত না মেলানো,একজন মানুষ থেকে আরেকজন মানুষের দূরত্ব বজায় রাখা
এবং বারবার হাত ধোয়াসহ প্রায় ১৩টি অভ্যাস ।
আর অনেকের ইচ্ছেও আছে করোনা-পরবর্তী সময়েও যেন সকলের মধ্যে এই অভ্যাসগুলো বজায় থাকে,
তাতে ভবিষৎ ভাইরাস জনিত অনেক সমস্য থেকে হয়ত রেহাই পাওয়া যেতে পারে ।
বন্ধ হয়ে যেতে পারে একে অপরের সাথে হাত মেলানোর রীতি
বাড়তে পারে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতেও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেশি বেশি ।
সেবা প্রদানের প্রক্রিয়াও বেশ উন্নত হতে পারে
করোনাভাইরাসে বাধ্য করেছে যেকোনো কাজে দ্রুত সাড়া দেওয়ার জন্য দল তৈরি করতে।
অনেকে বুঝতে পারবে যে তাদের সহকর্মী এবং কর্মচারীদের প্রাসঙ্গিক মেধা রয়েছে যা কোম্পানির কার্যক্রম চালিয়ে
নেয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া পরবর্তী সময়ে সংকটকালের জন্য কর্মীদের হয়তো ট্রেনিং ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি
গুরুত্ব পাবে।
বদলে যেতে পারে রেস্টুরেন্টের সঙ্গে অনেকের সম্পর্ক
বাইরে খেতে যাওয়া অথবা নিয়ে আসা কিংবা অর্ডার দিয়ে খাবার আনার বিষয়টি গত কয়েক সপ্তাহে অনেক বদলে গেছে।
তবে এই বিষয়টি আরো বিস্তার লাভ করতে পারে প্রাদুর্ভাব শেষ হওয়ার পরেও ।মানুষ হয়ত এখন কিছুটা হলেও সতর্ক
হবে ।
বাড়তে পারে মাস্কের ব্যবহার
মানুষের জীবনে ডজনখানেক অভ্যাসের ভিতর এটাও বেশ পরিবর্তন আনবে।
আশা করা মানুষ এখন থেকে নিয়মিত মুখে মাস্ক ব্যবহার করবে ।
বিডেট ও টিস্যু ব্যবহার বাড়তে পারে
বেশ কয়েক বছর ধরেই ইউরোপে মলত্যাগের পর টিস্যুর পরিবর্তে বিডেট ব্যবহার করছে যা মূলত শরীরের নিম্নাঙ্গ
ধৌত করার জন্য ব্যবহার করা হয়। করোনার পর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এর ব্যবহার আরো বাড়তে পারে।
ইতি মধ্যে টুশি নামে একটি কোম্পানি বলছেন এরই মধ্যে তাদের তৈরি বিডেট বিক্রির পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে।
হাত ধোয়ার ব্যাপারে সকলের মধ্যে আরো সচেতনতা বাড়বে
করোনার কারণে যে কাজটি আমাদের বারবার করতে হচ্ছে তা হলো হাত ধোয়া। প্রতিবার ন্যূনতম ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে কিংবা স্যানিটাইজার ব্যবহার করে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হচ্ছে। আশ করছি ভবিষ্যতেও আমাদের মাঝে থেকে যেতে পারে এই অভ্যাস।
মানুষের মাঝে ভিড় এড়িয়ে চলার একটা অভ্যাস তৈরি হতে পারে
যেমন এখন আমরা করোনার গ্রাস থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলছি । ঠিক আশা করা হচ্ছে একই ভাবে
হয়ত আমরা করোনা ভাইরাসের জটিলতা শেষ হওয়ার পরেও হয়ত ভিড় এড়িয়ে চলবো ।
হ্যান্ড গ্লাভস পড়ে নিয়মিত চলার একটা অভ্যাস গড়ে উঠতে পারে ।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মামা আজ দাড়িয়েছে ২১৪৪ আর ৮৪ ।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮
সাইন বোর্ড বলেছেন: করোনা পরবর্তি এ অভ্যাসগুলো বাঙালিরা পুরোপুরি ধরে রাখতে না পারলেও উন্নত দেশগুলো ধরে রাখবে ।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে যে ধরে রাখবে তার নিশ্চিত লাভ হবে ।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেকেই চেষ্টা করবে, কিন্তু আমরা যারা প্রতিদিনই মানুষের মধ্যে, মানুষের সাথেই কাজ করি, তারা কতখানি সফল হব, সেটাই ভাবার বিষয়
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারা পারলে আমরা পারবো না কেন ?
আমাদেরও চেষ্টা করতে হবে ভাই।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩
নেওয়াজ আলি বলেছেন: গ্রামের খেটে খাওয়া মানুষ। রাস্তার এবং জমিতে বসে খায়।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যেখানে সেখানে বসে খাওয়া ঠিক নয় ।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫
আহা রুবন বলেছেন: যখন বাসে উঠতে/নামতে যাই সামনে ভিড় দেখেও পিঠে হাত দিয়ে যারা ঠেলতে থাকে তারা বদলালে খুশি হতাম। আমাদের অনেকেই কথা বলার সময় চোপার ওপরে এসে কথা বলে, এরা কি বদলাবে?
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না বদলালে ভবিষতে আমাদের কপালে খারাপি আছে ।
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: করোনা থেকে্ মুক্তি পেলে আমরা করোনার কথা ভুলে যাবো। এটাই আমাদের স্বভাব।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে এখনো সময় আছে আমাদের স্বভাব পরিবর্তন করার ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে।
এছাড়া বাংলাদেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জনে।