নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমরা মানুষ হিসেবে কতটা অসহায়

০৮ ই জুন, ২০২০ রাত ১১:০৮


যে দেশে ৯০ কোটি টাকা খরচ করে মানব পতাকা বানানো হয় ।
যে দেশে তিন হাজার কোটি টাকা দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ।
যে দেশে বারোশো কোটি টাকায় রোবট সুফিয়া কে ভাড়া করে আনা হয় ।
যে দেশে চৌদ্দশো কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম পাল্টানো হয় ।
যে দেশে ৩৭ লক্ষ টাকা দিয়ে আইসিইউ এর পর্দা কেনা হয় ।
ছয় হাজার টাকা দিয়ে বালিশ কেনা হয় ।
অথচ সেই দেশে ১৮ কোটি মানুষের জন্য নাই আমাদের একটা আইসিইউ এম্বুলেন্স, নাই এয়ার এম্বুলেন্স ।
নেই পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর যুক্ত বেড ।
নেই পর্যাপ্ত পরিমানে অক্সিজেন সিলেন্ডার ।
নেই পর্যাপ্ত ন্যায্য মূল্যের ঔষধ ।
নেই সরকারি হাসপাতালে পর্যাপ্ত বেড ।
নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স, এবং অন্যান্য চিকিৎসা সহকারী ।
আর বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে।
কত খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের সময় পাড়ি দিতে হচ্ছে, শত অনুনয়েও বিনিয়ও করেও করোনার টেস্ট ছাড়া
ভর্তি করছে না কেউ কোনো রোগী, মুমূর্ষু রোগী নিয়ে অসহায় স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক
হাসপাতালে ৷এক পর্যায়ে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগীরা ৷
অথচ তাদের মৃত্যুর কারণ কিন্তু করোনা ভাইরাস নয় ৷বা সবাই করোনায় আক্রান্ত নয় ।
আমরা মানুষ হিসেবে কতটা অসহায় ?


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুধু সাধারণ মানুষ না, যারা অর্থনীতি নির্মাণ করছে দিন শেষে তারাও অসহায়!

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।

২| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: মরন দিবস আর জমন দিবস কত খরচ হয়

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাির কোনো সঠিক হিসেব আমার জানা নাই ভাই।

৩| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: যে দেশ উন্নয়নের মহাসড়েকে....

এই লোকটিকে তার বোন ফেলে পালিয়ে যায়। উনি মুগদা হাসপাতালে চিকিতসার জন্য এসেছিলেন। যে সাংবাদিক এই ছবিটা তলেন তিনি তাকে পানি খাইয়ে দেন। এবং তাকে তার বাসায় পাঠানোর ব্যবস্থা করেন।

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানতেই হয় বিশ্ব উন্নয়নের রোল মডেল আরেক ধাপ এগিয়ে যাচ্ছি আমরা । ;)

৪| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৯

কল্পদ্রুম বলেছেন: বিনা চিকিৎসায় লোক মারা যাচ্ছে এটা কি প্রধানমন্ত্রী জানেন!

০৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই মনিটারিং হচ্ছে সময় মত সব কিছুর বিচার করবেন জন নেত্রী ।

৫| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বালিশের উদাহরণটা ঠিক হয় নাই। এক লক্ষ টাকায় খালেদা জিয়ার বালিশ কিনা হয়(সরকারী টাকায়)।এই কেনা কাটা দেখেই মনে হয় দেশে উন্নত হয়েছে।জন নেত্রী কে আর দেশ নেত্রী কে?একজন আছে মৃত্যু পথ নেত্রী।উন্নত দেশে বিনা চিকিৎসায় মারা গেছে অনেক বেশি।এবার যদি টনক নড়ে।যুদ্ধ বিমান না বানিয়ে অক্সিজেনের সিলিন্ডার বানায়।

০৯ ই জুন, ২০২০ রাত ৯:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই অদৃশ্য ভাইরাস ।

৬| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নেওয়াজ আলিকে বলছি, মিথ্যা জন্ম দিবস পালনে কত খরচ হয়েছে জানেন?

০৯ ই জুন, ২০২০ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো মন্দ মিলিয়ে দুনিয়া ।

৭| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই দুর্যোগে মানবতা যেন চিরতরে বিলিন

০৯ ই জুন, ২০২০ রাত ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই আমাদের ভাগ্য ছবি আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.