![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে বাড়িওআলাদের কত বড় বিবেক ।এখন আমাদের দেশে আমরা যারা বেশির ভাগ অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানে
চাকুরি করছি আমাদের সকলের বেতন কমিয়ে আফ করা হয়েছে। যেমন আমার বেতন ছিল বিশ হাজার কমিয়ে করা হয়েছে
দশ হাজার টাকা। অন্যদিকে আমার পাশের বাসার লোকদের ৩০হাজার টাকা বেতন ছিল কমিয়ে হাফ মানে ১৫হাজার
করেছে। এখন কথা হল বেতন ১০ হাজার টাকা আর এই টাকা দিয়ে বাসা ভাড়া দিবো না বাচ্চাদের স্কুল ও কোচিং এর
বেতন দিবো না খাবো । এদিকে আজ সন্ধাবেলা আমাদের বাড়িওআলা এসে আমাদের বেতন হাফ হয়ে যাওয়ার কথা শুনে
বাসা ভাড়া ১০হাজার থেকে ৫০০ (পাঁচশত টাকা ) কমিয়েছেন। অথচ বেতন কমিয়েছে অফিস মালিক ১০হাজার টাকা আর
বাড়িওআলা ভাড়া কমিয়েছে ৫০০টাকা । এখন কথা হল বাকি ৯৫০০টাকা মিলাবো কিভাবে?
তাই ভাবছি আজ থেকে রাতে হাতে একটা ছুরি নিয়ে বের হবো ছিনতাই করতে।
আপনেরা কি বলেন?
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুদ্ধি মন্দ নয় ভাবা উচিৎ।
২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:১১
নেওয়াজ আলি বলেছেন: আমার বাসা ভাড়াও কমও করবে না এবং মাফ নাই।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবার একই অবস্থা ।
৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
বাইচ্চা থাকলে বাপের নাম!
যে ভাবে পারেন আগে বাঁচেন। ছিনতাই করেন আর লুট করেন, এ্যাহোন এডা কোনও ব্যাপার না। সব জায়েজ..............
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সামনে কি করমু কইতে পারিনা।হয়ত চুরি ডাকাতিই করন লাগব।
৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: আমার বাসা ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই। বাসা ভাড়া দিতে হলে আমি পাগল হয়ে যেতাম। আমাকে থাকতে হতো কমলাপুর রেলস্টেশনে।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খাওয়া দাওয়া ও কমিয়ে হাফ করার কথা ভাবা দরকার।