নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হৃদয় কণিকা

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫


একটি ছোট্র হৃদয় কণিকা,
সেখান থেকে দিয়েছি যখন,বন্ধু তোমায় মন ।
করেছি ভুল,
জানি হতে পারে সে ভুলের মাসুল,
দুঃখের অশ্রু বেয়ে চলা আমার দুঃখ নামক প্রবন ।

জানে না কেউ এই কথা,
রাত দুপুরে লেখা এই কবিতার ভাষা ।
ভরে আছে প্রতিটা শব্দে,প্রতিটা অক্ষরে,
পাওয়া না পাওয়ার কত ব্যাথা ।
প্রেম আমার করলো যত সর্বনাশা।

করতে হবে এখন দুঃখের এক জীবন বহন,
দোষ তোমার নয় যত দোষ আমার অবুঝ প্রেমের কারন ।

ওহে প্রেম ভুল বুঝো না তুমি আমায়,
দেহ দিয়ে নয়,
চোখের কাল দৃষ্টি দিয়ে নয়,
না দেখিয়ে কোনো ভয় ।
দুঃখের অক্লান্ত অশ্রু দিয়ে করেছি কলঙ্কিত তোমায়,
যদি পারো কখনো ক্ষমা করো আমায় ।
তবেই হবে আমার অবুঝ এই প্রেমের জয়।

কবিতাঃ হৃদয় কণিকা
লেখকঃ হাসু
সময়ঃ রাত ৯ঃ ৫ মিনিট
তারিখঃ ২/৯/২০
স্থানঃ ঢাকা বাড্ডা ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


বাড্ডাতে কি আড্ডা জমছে?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না এখন আর আগের মত পারি না। বয়স বাড়ার সাথে সাথে আড্ডার অ্যানার্জিও কমে গেছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আড্ডা দেন, দিতে থাকেন এনার্জি আবার ফিরে আসবে।

কবিতা ভালো হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

আমি সাজিদ বলেছেন: বেশ

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.