![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখা থেকে আজ আমরা জানবো প্রাচীন গ্রিকের নয় জন মিউজ সম্পর্কে কিছু কথা।মিউজ হচ্ছে সঙ্গীত, সাহিত্য এবং কলার নয় জন দেবী।আর এই সকল মিউজগণের টাইটান দেবী নেমোসাইনের সাথে দেবতা জিউসের মিলনের ফলে জন্ম হয়েছিল।
তের্প্সিকোরে
তের্প্সিকোরে ছিলেন বৃন্দগীতি এবং নৃত্যের একজন মিউজ।
কাল্লিয়োপেইনি হলেন সুন্দর কণ্ঠ-বিশিষ্ট এবং প্রধান মিউজ ও মহাকাব্য বা বীরত্বগাথার মিউজ ছিলেন।
ক্লিও
গ্রিক পুরাণ অনুসারে ক্লিও যাকে কখনো কখনো ক্লেয়ো বলেও সম্বোধন করা হয় আর তিনিও ছিলেন ইতিহাসের একজন মিউজ ।
কোন কোন পুরাণে তাকে সুরের লহরের দেবী বলা হয়েছে। অন্যান্য সকল মিউজদের ন্যায় তিনিও ছিলেন দেবতা জিউস এবং টাইটান দেবী নেমোসাইনে এর সন্তান।
এরাতো
গ্রিক পুরাণে, এরাতো ছিলেন ভালবাসার কবিতা, গানের কথা এবং বিয়ের গানের মিউজ।
এউতের্পে
এউতের্পে ছিলেন আনন্দদায়ক সুর ও গীতিকাব্যের একজন মিউজ ।
মেল্পোমেনেমেল্পোমেনে ছিলেন বিয়োগান্তক নাটকের একজন মিউজ ।
পলিম্নিয়া
পলিম্নিয়া ছিলেন পবিত্র গান, বাগ্মিতা, গীতিকাব্য, সঙ্গীত এবং অলঙ্কারের সাজ সজ্জার একজন মিউজ।
থালিয়া
থালিয়া ছিলেন মিলনান্তক নাটক রাখালি কবিতার একজন মিউজ।
উরানিয়া
উরানিয়া ছিলেন জ্যোতির্বিজ্ঞানের একজন মিউজ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
বিচিত্র আপনার ভুবন!
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যি কথা বলতে ওস্তাদ এখন পৃথিবী আর পৃথিবীতে বসবাস করা সব প্রাণীগুলোই কেমন জানি বিচিত্র।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪
শোভন শামস বলেছেন: অনেক কিছু জানলাম
গ্রিসে দেখার আছে অনেক
শুভেচ্ছা রইল
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা জানাই।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২
জাহিদ হাসান বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু ভাই।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। দারুন পোস্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: আফ্রোদিতির কথা কিছু লিখলেন না?
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আফ্রোদিতিকে নিয়ে পরের প্যারায় লেখার ইচ্ছে আছে গুরু ভাই।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: জানলাম
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯
ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি পোস্ট।
ছবি ও বর্ণনায় কিছু জেনে গেলাম কিন্তু প্রথম নাম তো উচ্চারণই করতে পারলাম না।
এত কঠিন নাম হয় !!!!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুই একটা নাম একটু কঠিন থাকেই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪
সাগর শরীফ বলেছেন: জানা হল, জানানোর জন্য ধন্যবাদ।