নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

টিয়া কথন

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬


টিয়াপাখি আমাদের অতিপরিচিত ও সুদর্শন একটা প্রজাতির পাখি। টিয়াপাখি অতি সহজেই আমাদের বসত ভিটাতে পোষ মানে এবং মানুষের মতো করে এরা কথা বলে,তবে সেজন্য টিয়াপাখির সাথে নিয়মিত আপনাকে বেশি বেশি কথা বলতে হবে। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, আমাদের বসতবাড়ির বাগান, আবাদি জমি, পুরোনো বাড়িতে,এবং বড় বড় তালগাছ সহ বিভিন্ন ধরনের বড় বড় গাছে বসবাস করে।
টিয়া সচরাচর ছোট ছোট দলে থাকে, আর এরা জোড়ায় জোড়ায় থাকতে বেশি ভালোবাসে ।এরা আবার অনেকগুলো টিয়া একসঙ্গে মিলেও রাত কাটায়।

টিয়াপাখি সবুজ রঙ সহ বিভিন্ন রঙের এবং সুদর্শন হয়ে থাকে আর এদের দেহের দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার, ওজন ১৩০ গ্রাম। সামান্য কিছু পালক ছাড়া পুরো দেহই সবুজ ও বিভিন্ন রঙের হয়ে থাকে। ঠোঁট লাল, নিচের দিকে বড়শির মতো বাঁকানো। চোখ হলদে-সাদা। ছেলেপাখি এবং মেয়েপাখির গলায় ভিন্ন রঙের দাগ আছে। ছেলেপাখির থুতনিতে কালো রেখা, গলা এবং ঘাড়ের পেছনে গোলাপি পাটল বর্ণ। মেয়েপাখির ঘাড় পান্না সবুজে ঘেরা।


টিয়ারে টিয়া
করামু তোমায় বিয়া।
থাকবে তুমি সুখে,
স্বামী সন্তান নিয়া।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব জোড়ায় জোড়ায়, ;)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১

নেওয়াজ আলি বলেছেন: হাসু মামা উপরেরটা বিজোড় ক্যা । :D

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাটের হ্যাটি ফাকি দিয়া,
গেছে উড়িয়া।
তাই ব্যাচারা,
হইয়া গেছে বেজোড়া। ;)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২

উম্মে সায়মা বলেছেন: টিয়া পাখি যে আমার কী পছন্দ। পোষার শখ আছে। কিন্তু যত্ন করতে পারব নাকি সে ভয়ে সাহস পাইনা।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপি একবার সাহস করে দেখুন। আশা করি সাহসের ফল ভালো হবে বৃথা যাবেনা কষ্ট।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের ছোটবেলায় বাসায় একটা পোষা ময়না ছিল। আমরা সেটাকে কথা বলতে শিখিয়ে ছিলাম। আমাদের বাসার সবার নাম সে বলতে পারতো। মানুষের মত কথা বলত ও শিষ দিত। আমরা কথা রেকর্ড করে রেখেছিলাম। পরে পাখিটার অসুখ হলে আমরা এটাকে ঢাকা চিড়িয়াখানায় দিয়ে দেই। টিয়া পাখি সম্পর্কে আপনার লেখায় জানলাম। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার ময়না পাখির কথা শুনে তার জন্য মনটা খারাপ লাগছে। পোষা পশুপাখির কিছু হলে আসলে অনেক কষ্ট লাগে।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: টিয়া পাখির এসব সুন্দর ছবিগুলো দেখে চোখ জুড়ালো। সেই সাথে কিছু অজানা তথ্যও জানলাম। পোস্টের শেষে যে ছোট্ট ছড়াটি দিয়েছেন, তার শেষ পংক্তিটা এভাবে সম্পাদনা করে নিলে ছন্দ মিলতোঃ
"থাকবে তুমি সুখে, স্বামী সন্তান নিয়া"
পাখির পোস্টে পেলব ভাল লাগা + +!

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আন্তরিক ধনবাদ স্যার। যথারিত আপনার পরামর্শ মতই কাজ করেছি।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: যথারিত আপনার পরামর্শ মতই কাজ করেছি - সাজেশনটা অপাত্রে দান করিনি, এটা জেনে আমিও প্রীত হ'লাম। :)
সম্পাদনার জন্য ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আবারো ফিরতি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনাদের একেকটি সাজেশন আমাদের জন্য অনেক বড় কিছু শিক্ষনীয়
অংশ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পশু পাখি পোষা একটা ভাল হবি।সন্তানদের মনে একটা মমত্ববোধ জন্মে।

০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: আমি যদি খাচায় একটা টিয়া পালি সেটা কি অন্যায় হবে?

০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পাখি বন্দি করে রাখাই মানে অপরাধ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমার তিনটা টিয়া ছিলো।বাচ্চা থেকে বড় করেছিলাম।এদের মধ্যে একটা কথা বলতো। দেড় বছর পালার পর একমাসের মাথায় কি এক অজানা অসুখে তিনটাই মারা গেল। ভেঙে পড়েছিলাম একেবারে।আমার ঠিক হতে সপ্তাহ দুই লেগেছিলো।

০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই সৃষ্টিকর্তার ইচ্ছে।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আয়রে আয় টিয়ে.
নায়ে ভরা দিয়ে.
না নিয়ে গেল বোয়াল মাছে.
তাই না দেখে ভোঁদড় নাচে.
ওরে ভোঁদড় ফিরে চা.
খোকার নাচন দেখে যা

টিয়াপাখিগুলো সুন্দর

০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

এমএলজি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৯

নতুন নকিব বলেছেন:



টিয়াকথন ভালো লাগলো। +

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.