![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা ,মারা গেছেন ২০১৯ সালের ৬ই এপ্রিল,এখনো আঠারো মাস পূর্ণ হলো না লোক মুখে শোনা
সত্য মিথ্যা জানি না একটা পরিবারে একবার কেউ মারা গেলে নাকি আঠারো মাসের ভিতর সেই
পরিবারের সাইট টাণে মানে আঠারো মাসের ভিতর সেই পরিবারের অন্য আরো সদস্যের মৃত্যু সহ
সেই পরিবারে নানা ধরনের বিপদ ঘটতে পারে । যেমনতা হলো আমার পরিবারে আমার মা মারা গেছে
এখনো আঠারো মাস পূর্ণ হয় নাই আর এর গত মঙ্গলবার সকাল ৮.৩০মিনিতে আমার বাবা মারা গেছেন।
তাছাড়াও নানান বিপদ লেগেই আছে । আল্লাহুতাআলাই ভালো জানেন আসলে আমার সাথে কি ঘটছে।
মা বাবা হারা এতিম হয়ে গেলাম।সবাই আমার পরিবার এবং আমার মৃত বাবা মা,র জন্য দোআ করিবেন।
০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করিবেন।
২| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: দোয়া করি মা বাবা যেন রেহস্তবাসী হন। আপনার প্রতি গভীর সমবেদনা জানাই
০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ কইরেন ভাই। মনটা ভালো নাই।
৩| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:৫৯
আকন বিডি বলেছেন: ভাই এই কথা গুলো বহুল প্রচলিত মিথ যা প্রচন্ড ভুল। আল্লাহ যখন ইচ্ছা তার বান্দা কে নিয়ে নেন। আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারি।
মানুষ মারা গেলে সমস্ত আমলের মধ্যে তিনটি আমল বাদে বন্ধ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ‘যখন মানুষ মারা যায়, তিনটি কাজ ছাড়া মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়।
প্রথমটি হলো অর্জিত ধন-সম্পদ থেকে সাদকা করা, যে দানের সাওয়াব অবিরাম দানকারী মৃতবক্তির আমল নামায় পৌঁছবে।
দ্বিতীয়টি হলো এমন জ্ঞান অর্জন করা; যার দ্বারা মানুষ উপকৃত হবে।
আর তৃতীয়টি হলো এমন নেক সন্তান রেখে যাওয়া; যে সন্তান মৃত্যুর পর মৃতব্যক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। (মুসলিম)
প্রথম দুইটি বাদে শেষেরটি আপনার উপর নির্ভরশীল। আপনার দোয়া তাদের জন্য উপকার আছে। আপনি তাদের জন্য সর্বোত্তম সঠিক ভাবে দোয়া, সদকা করবেন।
আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে উত্তম ব্যবস্থা করূন। আল্লাহ আপনার বাবা মাকে জান্নাত এর অন্তর্ভুক্ত করুন।
০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সকলের ওপর রহমত বর্ষণ করুন।
৪| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: দোয়া রইলো। সবাই ভালো থাকুক।
০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের দোআ আল্লাহু কবুল করুন সেই প্রত্তাশা রইল।এবং আপনেরও ভালো থাকুন সেই দোআ রইল।
৫| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন।
আপনি বুদ্ধিমান মানুষ, বিপদ আপদ কাটিয়ে উঠার ক্ষমতা আপনার আছে।
০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন গুরু ভাই।
৬| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধৈর্য্য ধরুন, আল্লাহ আপনার সহায় হোন। খারাপ সময় কেটে যাবে।
কুসস্কারে ভায় পাবেন না।
০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয় পাইনা ভাই । জীবনে চলতে গেলে বিপদ আপদ আসবে আর বিপদকে জয় করা আল্লাহুতাআলার রহমতে মানুষের কাজ।
আর জন্ম নিলে মরতে হবেই। মৃত্যু সত্য তাহার কোনো নিস্তার নাই।দোআ করবেন ভাই।
৭| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:০৪
নতুন নকিব বলেছেন:
আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের উপরে রহম করুন। আপনার বাবা মাকে তিনি জান্নাতের উঁচু মর্যাদয় সমাসীন করুন।
কেউ মৃত্যুবরণ করলে পরবর্তী আঠারো মাস বা এই ধরণের সময়সীমার মধ্যেই পুনরায় বিপদাপদ আসতে পারে এমন কোনো কথার অস্তিত্ব ইসলামি শরিয়ত আদৌ সমর্থন করে না। এগুলো প্রচলিত মিথ্যে এবং কুসংস্কার।
৮| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:১৪
পদ্মপুকুর বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। আপনি এবং আপনার পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি, আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুন। আর আকন বিডি'র মন্তব্য প্রণিধানযোগ্য। কোনো কুসংস্কার বিশ্বাস করা উচিৎ হবে না।
৯| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৫
কবিতা ক্থ্য বলেছেন: আল্লাহ আপনাদের হেফাজত করুন।
১০| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৪
করুণাধারা বলেছেন: আপনি এখন বিপর্যস্ত অবস্থায় আছেন। দোয়া করি যেন শোক কাটিয়ে উঠতে পারেন। আপনার মা-বাবার যেন জান্নাত নসীব হয়।
১১| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ আপনার মা-বাবাকে বেহেশত নসিব করুন। মনকে শান্ত রাখুন। ১৮ মাসের ব্যাপারটা পুরাই ভূয়া।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনার এই কষ্টের প্রতি সহানুভুতি রলো। আপনার পরিবার যেন তাল মিলিয়ে স্বাভাবিক অবস্হায় ফিরে আসতে পারে, সেই কামনা রলো।