![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিচরণকারী তারাগুলি অনুসরণ করে পথ পাড়ি দিবো,
আমি ছুঁটে চলছি নতুন কোনো অনুসন্ধানে
আমার পথ যাত্রা সঙ্গি এই উড়াল পঙ্খিরাজ ঘোড়া।
এই প্রথম খুব কাছ দেখা হলো রৌপ্য আলোর সরল রেখা ,
এত দেখছি তবুও হয়নি শেষ যেন দেখা।
তবে চাঁদ এখনো খুব উঁচু সে আমার নাগালের বাইরে,
করিনা ভয়,
করবো চন্দ্র বিজয় ।
আমি আছি দাড়িয়ে সাদা মেঘ নয় যেন সমুদ্রের অন্ধকারে মুখোমুখি,
আমি এখন জয় পরাজয়ের মাঝেও বড় সুখি।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সূর্যের যে তাপ তাতে আমি সূর্য জয় করতে গিয়ে বেঁচে আর ফিরে আসতে পারবো না।
২| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার রং মিশিয়ে অনন্য রচনা। শুভকামনা রইলো অবিরত।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভেচ্ছা নিবেন।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " সূর্যের যে তাপ তাতে আমি সূর্য জয় করতে গিয়ে বেঁচে আর ফিরে আসতে পারবো না। "
-রাতের বেলায় যাবেন, তখন সুর্যের তাপ থাকবে না।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সূর্যে আর চন্দ্রের দিন নাই রাতও নাই।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
ফয়সাল রকি বলেছেন: চন্দ্র বিজয়ী হন মামা। শুভ কামনা।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে কি আর আমার পক্ষে সম্ভব । চন্দ্র বিজয় আহা শুধু স্বপ্নেই বাস্তবে নয়।
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই।
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৭| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪২
এম ডি মুসা বলেছেন: খুবই চমৎকার ভালো লাগলো
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
চাঁদে আমেরিকা, মামেরিকা চলে গেছে আগে, আপনি বরং সুর্যটা দখল করতে পারেন কিনা দেখেন!