![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দবিহীন নিরব কান্না,কেউ শোনেনা!
অশ্রুবিহীন নিরব কান্না কেউ দেখেনা ।
নির্মম নিরব বুকে চাপা পরা কষ্টগুলো কেউ বুঝেনা,
কতটা ঘাত আঘাত পেয়েছি কেউ জানেনা।
আজ যেন সবই বিস্বাদ!
কি করে এই কষ্ট টুটাব ?
শান্তবিহন অশান্ত মন,
হারায়ে খুঁজে বেরায় আজ পরম সেই আপনজন ।
বসত করছি নিয়ে যে কষ্টের পাহার,
কেউ জানেনা এই বুকে শোকের কতটা আহাকার ।
উৎসর্গ
সমাহিত মাতা,
সমাহিত পিতা ।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওস্তাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনের গহিনে এর অনুরণন।সমবেদনা রইলো।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: নির্মম নিরব বুকে চাপা পরা কষ্টগুলো কেউ বুঝেনা,
আসলেই কেউ বুঝে না।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা শুধু একা একা নিজেকেই দেখতে হয় আর বুঝতে হয়। ধন্যবাদ ভাই।
৪| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: খুব আবেগ দিয়ে লিখেছেন।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক ধরেছেন গুরুভাই।
৫| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫৭
অজানা তীর্থ বলেছেন: আবেগ মানুষ কে ভাবতে শিখায়, আবেগ মানুষকে বুঝতে শিখায়। সহজ-সরল-সুন্দর।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৫
কালো যাদুকর বলেছেন: সমবেদনা জানাচ্ছি। পিতা মাতা বরই দামি।
২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনার কষ্টের সমবেদনা জানাই।
২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুনন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনার কষ্টের সময়ে সহমর্মিতা রলো।