![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শুভানুধ্যায়ী,
আপনাদের এই ভরা মজলিসে এসে
পাঠ করলাম আমার ভালোবাসার ইশতেহার,
অথচ আপনারা কেবল এলেন, দেখলেন, শুনলেন,
বুঝলেন না প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার প্রচণ্ডতাকে!
প্রিয় শুভানুধ্যায়ী,
প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার যে গভীরতা
সে অবধি আজও পৌঁছতে...
ছুড়ে ফেলতে পার যত
আমার দেয়া গোলাপ শত
ঠোঁট বাকাতে পার অবজ্ঞায়
কাদা লেপে আমার আশায়।
অথবা তোমার শিয়ালনীর ছলাকলা
বাড়িয়ে দিতে পারে আমার অন্তর্জালা,
ভুলে যেতে পার আমার একনিষ্ঠতা
ভালবাসাকে বানিয়ে দিয়ে ব্যার্থতা।
জেনে রেখো তুমি
বিনাযুদ্ধে ছাড়বোনা...
তারা বলে, নেই কিছুই
ঈশ্বরের আগে, ঈশ্বরের পরে
আদি ও অন্তে
আমি বলি,
তবে কি ঈশ্বর খুব একা
খুব নিঃসঙ্গ সত্ত্বা কোনো?
ব্রহ্মান্ডের ওপারে এপারে
ভাগ করে নেয়ার জন্য
কাউকেই পান না তিনি,
যেমন আমি পাইনা তোমাকে
পারি না দিতে...
©somewhere in net ltd.