![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শুভানুধ্যায়ী,
আপনাদের এই ভরা মজলিসে এসে
পাঠ করলাম আমার ভালোবাসার ইশতেহার,
অথচ আপনারা কেবল এলেন, দেখলেন, শুনলেন,
বুঝলেন না প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার প্রচণ্ডতাকে!
প্রিয় শুভানুধ্যায়ী,
প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার যে গভীরতা
সে অবধি আজও পৌঁছতে পারেনি বলে
শুকিয়ে যাচ্ছে ওই প্রশান্ত মহাসাগরের জল,
প্রিয়তমার প্রেমের যে আগুন এবুকে জ্বলছে,
সেই আগুনের সমান হতে পারেনি বলে
আজ নেভার উপক্রম করছে ওই ভিসুভিয়াস আগ্নেয়গিরি,
প্রিয়তমার অমঙ্গলের আশঙ্কায় কেঁপে ওঠা
আমার বুকের কম্পনের সমকক্ষ হতে পারেনি বলে
নাকে খত দিয়ে অফ যাচ্ছে
তুরস্ক আর ইরানের প্রলয়ঙ্করী ভুমিকম্পগুলোও।
আর আমার মতো করে প্রেয়সিকে ভালোবাসতে পারবে না বলে
এই তো সেদিন লজ্জায় আত্মহত্যা করল '
'পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক' খেতাব পাওয়া
সেই চরমতম রোমান্টিক লোকটাও।
আমার প্রিয়তমার জন্য আমিই ঈশ্বর, আমিই রব
তার ভালোবাসার নৈবেদ্য শুধুই আমার প্রাপ্য,
ঈশ্বরকে দেখা যায় না বলেই কি বুঝতে পারছেন না তা?
১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৯
আমান কবির বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৭
মোগল সম্রাট বলেছেন: ইশতেহার তো কোনদিন বাস্তবায়ন হয় বলে কেউ দেখিনি।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০০
আমান কবির বলেছেন: কিছু ইশতেহার তো অবশ্যই বাস্তবায়ন হয়।
৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই!
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর ভালোবাসার ইশতেহার।