![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুড়ে ফেলতে পার যত
আমার দেয়া গোলাপ শত
ঠোঁট বাকাতে পার অবজ্ঞায়
কাদা লেপে আমার আশায়।
অথবা তোমার শিয়ালনীর ছলাকলা
বাড়িয়ে দিতে পারে আমার অন্তর্জালা,
ভুলে যেতে পার আমার একনিষ্ঠতা
ভালবাসাকে বানিয়ে দিয়ে ব্যার্থতা।
জেনে রেখো তুমি
বিনাযুদ্ধে ছাড়বোনা আমি সূচাগ্র ভূমি
যে ভূমিতে তোমার জন্য বহমান নদী,
তা যে কত খরস্রোতা তুমি বুঝতে যদি।
যদি না পাই ভালবাসা প্রত্যাশিত
তারপরও রইবো আমি অপরাজিত
তুমি জাননা মেয়ে
হোক সে নিস্তব্ধ পারাবার
অথবা কোনো ঝড় আবেগিক,
হার মানেনা প্রেমিক পুরুষ
পরাজিত হয়না প্রেমিক।
©somewhere in net ltd.