নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

ধীরগতি ও আত্মবিশ্বাস

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

আমাদের একটা মারাত্মক সমস্যা হচ্ছে, কাজের বিনিময়ে নগদ ফলাফল চাই। অপেক্ষা করতে পারি না। যার কারণে আমরা কোনো কাজে সফল হতে পারি না। এটাই একমাত্র কারণ না হলেও, অন্যতম প্রধান কারণ।
কোনো মিশন বা দীর্ঘ মেয়াদী কোনো ইস্যুতে শম্ভুক গতিতে এগুতে হয়। নতুবা মাঝ পথেই সেই মিশনের অপমৃত্যু ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়।
সবুরে মেওয়া ফলে, অপেক্ষার ফল মিষ্টি হয়। এজাতীয় প্রবচনগুলো মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। খোদা প্রদত্ত ইলহাম বা সুন্নাতুল্লাহ তথা খোদায়ি কানুন ও প্রকৃতির মানবীয় প্রকাশ কিংবা জাগতিক বাস্তবায়নের ফলাফল বললেও অত্যুক্তি হবে না। কেননা এটা কুরআন সিদ্ধ কথা। মন্থর গতিতে কাজ করার শিক্ষা আল্লাহ তাআলা কুরআনেই দিয়েছেন জগৎ সৃষ্টির বিবরণে।
সুতরাং কোনো কাজে সফলতার মুখ দেখতে হলে আল্লাহ তাআলা স্বীয় সত্ত্বার যে কর্মপদ্ধতি কুরআনে বাতলে দিয়েছেন, সেই নিয়মে ধীরে ধীরে এগিয়ে যাওয়া চির কল্যাণকর হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস জীবনের অবিচ্ছেদ্য অংশ। যে কোনো কাজে সফলতার মুখ দেখতে হলে আত্মবিশ্বাসের বিকল্প নেই। কেননা আত্মবিশ্বাস ব্যক্তির মনোবল বৃদ্ধি করে, অদম্য স্পৃহা তৈরি করে,ইচ্ছাকে সুদৃ‌‍ঢ় করে ।আপন মিশনে দৃঢ়তার সহিত সফলতার পথে পরিচালিত করে। আমি পারবো, আমাকে পারতেই হবে, এমন মনোভাব না থাকলে আশাহত হয়ে ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে ।তাই যে কোনো কর্মে সাফল্য ও উৎকর্ষ সাধন করতে হলে ধীরগতি ও আত্মবিশ্বাসের জুড়ি মেলা ভার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.