নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
একটা বিষয় বরাবর লক্ষ্য করছি, যখনই কোনো দূতাবাস ঘেরাওয়ের ডাক আসে, হেফাজতে ইসলাম ও অন্যান্য সমমনা দলগুলো পৃথক পৃথকভাবে কর্মসূচি দেন। ফলে কী হয়, জনবল কম হয়, আন্দোলন তেমন মজবুত হয় না। আর নিজেদের মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়।
কেনো ভাই, একইদিনে সবাই মিলে ঘেরাও করলে সমস্যা কী?
হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন ঠিক আছে, কিন্তু যে ইস্যুতে কর্মসূচি আসে সেটা তো রাজনৈতিক নয়।
রোহিঙ্গাদের ব্যাপারটাই ধরুন, এখানে দলমত নির্বিশেষে সবাই মিলে একটা বলয় তৈরি করলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে? নাকি আন্দোলন, দাবি আরো জোরদার হবে?
কিন্তু না। এখানেও সেই দলাদলি।শেষে ফলাফল কী দাঁড়ায়, কর্মসূচি ব্যহত, এতজন আহত, ততজন নিহত, আর বহুজন কারাগারে নিক্ষিপ্ত।
আর কী হয়, দাবি আদায় তো দূর কি বাত , সরকারের গায়ে বাতাসও লাগেনা।
এভাবে আর কতদিন চলবে। আমরা কবে মানবতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে শিখবো?
©somewhere in net ltd.