নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

প্রতিভার অবমূল্যায়ন

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আমাদের চারপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিংবা সাধারণ সমাজে বিভিন্ন প্রতিভা ও কাবিলিয়্যাতওয়ালা তরুণ - তরুণী আছে, যারা হেলায়-অবহেলায়, সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনের অভাবে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে না,
প্রতিষ্ঠিতরা তাদেরকে আমলে নেয়া তো দূরের কথা, তাদের কাছে ভিড়া-ই যায় না! যার ফলে এভাবে অবহেলা ও অবমূল্যায়নের কারণে অনেক প্রতিভাবান ছেলে -মেয়ের মেধা ও যোগ্যতা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে তাদের ভবিষ্যত। যারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মতো যোগ্যতা রাখে, দেশের জন্য কিছু করার শক্তি রাখে সামান্য অবহেলার কারণে এইসব অসামান্য ও অসাধারণ প্রতিভাধর মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলছি। আবার কেউ যদি একটু উঠে দাঁড়াতে চায়, তাহলে সহযোগিতা ও সাহস যোগানোর বদলে, উৎসাহ উদ্দীপনা দেয়ার বদলে তাকে তুচ্ছজ্ঞান করি। তাচ্ছিল্যের সাথে খারাপ ব্যবহার করি। যুগের নজরুল দেখা যায়, রবীন্দ্রনাথের ছোট ভাই দেখি ইত্যাদি কথা বলে তাকে অন্যদের সামনে হেয় প্রতিপন্ন করি। যার দরুন সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলে। এক সময় দেখা যায় আমরা তাকে হারিয়ে ফেলেছি। নিস্তবদ্ধ হয়ে যায় তার পৃথিবী।

কোনো এক উর্দু কবি বলেন,
جسے حقیر سمجھ کر تم نے بجھا دیا
وہی چراغ جلے گا تو روشنی ہوگی
আজ যাকে তুমি তুচ্ছ মনে করছো
সেই হতে পারে আগামীর আলোর প্রদীপ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.